ঢাকা টু চরফ্যাশন লঞ্চ কেবিন বুকিং নাম্বার ও ভাড়া
ঢাকা টু চরফ্যাশন লঞ্চ কেবিন বুকিং নাম্বার জানতে চান? এখানে আপনি ঢাকা
থেকে চরফ্যাশন লঞ্চের কেবিন বুকিং নাম্বার সহ ঢাকা টু চরফ্যাশন লঞ্চের সময়সূচী
সম্পর্কে জানতে পারবেন।
পাশাপাশি আপনি ঢাকা টু চরফ্যাশন লঞ্চের ভাড়া ২০২৫ সম্পর্কেও বিস্তারিত
জানতে পারবেন। তাই দেরি না করে চলুন এই লঞ্চগুলোর সকল আপডেট তথ্য সম্পর্কে জেনে
নেওয়া যাক।
পেজ সুচিপত্রঃ ঢাকা টু চরফ্যাশন লঞ্চ কেবিন বুকিং নাম্বার
- ঢাকা টু চরফ্যাশন লঞ্চের নাম
- ঢাকা টু চরফ্যাশন লঞ্চ কেবিন বুকিং নাম্বার
- ঢাকা টু চরফ্যাশন লঞ্চের সময়সূচি ২০২৫
-
ঢাকা টু চরফ্যাশন লঞ্চের ভাড়া ২০২৫
-
ঢাকা টু চরফ্যাশন কত কিলোমিটার
-
ঢাকা থেকে চরফ্যাশন লঞ্চে যেতে কত সময় লাগে
-
শেষ কথাঃ ঢাকা টু চরফ্যাশন লঞ্চ কেবিন বুকিং নাম্বার
ঢাকা টু চরফ্যাশন লঞ্চের নাম
ঢাকা টু চরফ্যাশন যে লঞ্চগুলো চলাচল করে তার নাম সম্পর্কে আপনারা অনেকেই আছেন
যারা জানতে চেয়েছেন। এই রুটে চলাচল করা লঞ্চ গুলোর তালিকা সম্পর্কে আপনি যদি আগে
থেকেই জেনে থাকেন। তাহলে আপনার যাত্রার পরিকল্পনা অনেক সহজ হয়ে যাবে। ফলে
আপনি খুব সহজে একটি আরামদায়ক ভ্রমণ উপভোগ করতে করতে আপনার গন্তব্যে পৌঁছাতে
পারবেন।
প্রতিদিন অনেক মানুষ তাদের বিভিন্ন প্রয়োজনে বা কাজে ঢাকা থেকে চরফ্যাশন লঞ্চের
মাধ্যমে যাতায়াত করে থাকে। তবে অনেকেই আছে যারা ঢাকা থেকে চরফ্যাশান চলাচল
করা লঞ্চগুলোর তালিকা সম্পর্কে জানেনা। যার কারণে যাত্রা করার সময় অনেক
সমস্যায় পড়তে হয় এবং যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে।
তাই এখন আমি আপনাদেরকে ঢাকা থেকে চরফ্যাশন নিয়মিত চলাচল করা লঞ্চ গুলোর তালিকা
সম্পর্কে জানাবো। এই তালিকা জানার পর আপনি খুব সহজে লঞ্চ নির্বাচন করতে
পারবেন এবং সঠিক সময়ে আপনার যাত্রা সম্পূর্ণ করতে পারবেন। তাই দেরি না করে
চলুন ঢাকা থেকে চরফ্যাশন যাওয়া লঞ্চগুলোর আপডেট তালিকা জেনে নেওয়া যাক।
ঢাকা থেকে চরফ্যাশন যাওয়া লঞ্চের তালিকা
| সিরিয়াল নাম্বার | যেসব লঞ্চ চলাচল করে তার তালিকা |
|---|---|
| ১ | এম ভি তাসরিফ ৪ |
| ২ | এম ভি তাসরিফ ৩ |
| ৩ | এম ভি কর্ণফুলী ১২ |
| ৪ | এম ভি কর্ণফুলী ১৩ |
| ৫ | এম ভি টিপু ১৩ |
| ৬ | এম ভি টিপু ১৪ |
| ৭ | এম ভি ফারহান ৫ |
| ৮ | এম ভি ফারহান ৬ |
ঢাকা টু চরফ্যাশন লঞ্চ কেবিন বুকিং নাম্বার
ঢাকা টু চরফ্যাশন লঞ্চ কেবিন বুকিং নাম্বার সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানাবো।
প্রতিদিন অনেক যাত্রী ঢাকা থেকে চরফ্যাশান রুটে যাতায়াত করে থাকে। অনেকে আছে
যারা আরামদায়ক ভ্রমণ করতে পছন্দ করে। এজন্য তারা আগে থেকেই কেবিন বুকিং করতে
চাই, যাতে করে তাদের যাত্রা হয় ঝামেলামুক্ত এবং নিশ্চিন্তে ও নিরাপদে।
তাই ঢাকা থেকে চরফ্যাশন যাওয়া লঞ্চ গুলোর বুকিং নাম্বার যদি যাত্রীদের আগে
থেকেই জানা থাকে, তাহলে তাদের ভ্রমণ হবে সহজ এবং ঝামেলা মুক্ত। এইসব লঞ্চের
নাম্বার হাতে থাকলে আপনি খুব সহজেই আগে থেকে কেবিন বুক করতে পারবেন এবং ভ্রমণের
দিন ভিড়ে বা যাত্রা করার সময় কোন রকম ভোগান্তিতে পড়বেন না।
এছাড়াও মাঝেমধ্যে আবহাওয়া বা অন্যান্য সমস্যা জনিত কারণে লঞ্চের সময়সূচিতে
কিছুটা পরিবর্তন হতে পারে। এমন অবস্থায় আপনি সরাসরি এই সকল লঞ্চের যোগাযোগ
নাম্বারে কল দিয়ে তাদের আপডেট সময়সূচী লঞ্চের ভাড়া এবং আরো অজানা তথ্য খুব
সহজেই জেনে নিতে পারবেন। তাই দেরি না করে চলুন এই রুটে চলাচল করা লঞ্চগুলোর
কেবিন বুকিং নাম্বার সম্পর্কে জেনে নেওয়া যাক।
ঢাকা থেকে চরফ্যাশন লঞ্চগুলোর কেবিন বুকিং যোগাযোগ নাম্বার
| সিরিয়াল নাম্বার | লঞ্চের নাম | লঞ্চের যোগাযোগ নাম্বার/কেবিন বুকিং নাম্বার |
|---|---|---|
| ১ | এম ভি তাসরিফ ৪ | ০১৩১২৪৭৬৮২৪/ঢাকা অফিস ০১৭৩২০৭৩৯৬৩/বেতুয়া অফিস ০১৭৩০৬৭৪৮২৫/০১৭৩০৪৭৬৮২৫/০১৩১২৪৭৬৮২৮ |
| ২ | এম ভি তাসরিফ ৩ | ০১৩১২৪৭৬৮২৮/০১৭৮২৪৭৬৩৭৯/০১৩১২৪৭৬৮২৬ |
| ৩ | এম ভি কর্ণফুলী ১২ | ০১৭৯৮৫১৬৭২৬/বেতুয়া অফিস ০১৭৮৬৭৬৩০৩৬/ঢাকা অফিস ০১৭৭৯৯৭২৬৪০ |
| ৪ | এম ভি কর্ণফুলী ১৩ | ০১৭৭৯৯৭২৬৪০ |
| ৫ | এম ভি টিপু ১৩ | ০১৩২৫৮৯৩৯২৬/০১৮৫১৮২৮৩০৭/০১৩২৫৮৯৩৯২৫ |
| ৬ | এম ভি টিপু ১৪ | ০১৩২৫৮৯৩৯২৫/০১৮৫১৮২৮২৫৯/০১৩২৫৮৯৩৯২৬ |
| ৭ | এম ভি ফারহান ৫ | ঢাকা অফিস ০১৭৯৮২৮৮৬৯২/বেতুয়া অফিস ০১৭৯৯১০৬৭৩৬ |
| ৮ | এম ভি ফারহান ৬ | ০১৭৫৫৯৪৯০৬০ |
ঢাকা টু চরফ্যাশন লঞ্চের সময়সূচি ২০২৫
আপনারা অনেকেই ঢাকা টু চরফ্যাশন লঞ্চের সময়সূচী ২০২৫ এর আপডেট তালিকা জানতে
চেয়েছেন। ঢাকা থেকে চরফ্যাশন এই পথটি অনেক গুরুত্বপূর্ণ একটি
নদীপথ। এই রুটে প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের বিভিন্ন প্রয়োজনে
যাতায়াত করে থাকেন। যাত্রীদের সুবিধার জন্য এই নদীপথে বেশ কিছু উন্নত
মানের লঞ্চ চলাচল করছে। এই লঞ্চগুলো সন্ধ্যা এবং রাতে ঢাকা থেকে যাত্রা
শুরু করে চরফ্যাশন এর উদ্দেশ্যে এবং চরফ্যাশনে পৌঁছায় পরের দিন
সকালে।
আপনি যদি ঢাকা থেকে চরফ্যাশন আরামে এবং নিশ্চিন্তে যেতে চান,
তাহলে এই লঞ্চগুলোর সঠিক সময়সূচী সম্পর্কে জানতে হবে। আপনার যদি এই রুটে
চলাচল করা লঞ্চ গুলোর সময়সূচী আগে থেকেই জানা থাকে। তাহলে আপনি নির্দিষ্ট সময়
অনুযায়ী লঞ্চঘাটে পৌঁছাতে পারবেন। যার ফলে আপনার যাত্রা হবে ঝামেলামুক্ত এবং
নিশ্চিন্তভাবে। তাই দেরি না করে চলুন যাত্রার আগে এইসব লঞ্চের সময়সূচী
সম্পর্কে পরিষ্কার ও আপডেট তথ্য জেনে নেওয়া যাক।
ঢাকা থেকে চরফ্যাশন যাওয়া সকল লঞ্চের আপডেট সময়সূচী ২০২৫
| সিরিয়াল নাম্বার | লঞ্চের নাম | ঢাকা থেকে লঞ্চ ছাড়ার সময় | চরফ্যাশনে লঞ্চ পৌঁছানোর সময় |
|---|---|---|---|
| ১ | এম ভি তাসরিফ ৪ | রাত ৮ঃ৩০ মিনিট | সকাল ৬ঃ০০ মিনিট |
| ২ | এম ভি ফারহান ৫ | সন্ধা ৭ঃ০০ মিনিট | সকাল ৭ঃ০০ মিনিট |
| ৩ | এম ভি কর্ণফুলী ১২ | সন্ধা ৭ঃ০০ মিনিট | সকাল ৭ঃ০০ মিনিট |
ঢাকা টু চরফ্যাশন লঞ্চের ভাড়া ২০২৫
এখন আমি আপনাদের বাজেট পরিকল্পনা সহজ করার জন্য ঢাকা টু চরফ্যাশন লঞ্চের ভাড়ার
তালিকা সম্পর্কে জানাবো। ঢাকা থেকে চরফ্যাশন যাওয়া লঞ্চগুলো অনেক উন্নত মানের
হওয়ার কারণে। এই লঞ্চগুলোতে বিভিন্ন ধরনের সিটের সুব্যবস্থা রয়েছে। যার কারণে
যাত্রীরা তাদের পছন্দ ও বাজেট অনুযায়ী সিট বেছে নিয়ে আরামে ভ্রমণ করতে পারে।
এই লঞ্চগুলোতে সাধারণ সিটের ভাড়া তুলনামূলক ভাবে কম হওয়ার কারণে কম খরচে
যাত্রা করতে চাই এমন যাত্রীদের জন্য বেশ উপযোগী। আর যারা আরামদায়ক ভ্রমণ পছন্দ
করে তারা একটু ভালো বা উন্নত মানের সিটের টিকিট বা কেবিনের টিকিট কেটে থাকেন।
এই সিট বা কেবিনের ভাড়া সাধারণ সিটের থেকে বেশি হলেও এতে যাত্রা অনেক মজার ও
আরামদায়ক হয়ে থাকে।
ফলে সব ধরনের যাত্রী তাদের সামর্থ্য অনুযায়ী সিট বেছে নিয়ে আনন্দের সাথে
গন্তব্যে পৌঁছাতে পারে। ভ্রমণকে সহজ করার জন্য ভ্রমণ করার আগে এই সকল লঞ্চ
গুলোর ভাড়ার তালিকা জানা জরুরী। এতে ভ্রমণ বাজেট পরিকল্পনা করতে এবং টিকিট
কাটতে অনেক সহজ হবে। তাই দেরি না করে চলুন ঢাকা থেকে চরফ্যাশন যাওয়া লঞ্চগুলোর
কোন সিটের ভাড়া কেমন তা জেনে নেওয়া যাক।
ঢাকা থেকে চরফ্যাশন যাওয়া লঞ্চের ভাড়ার তালিকা
| সিরিয়াল নাম্বার | সিটের নাম | সিটের ভাড়া |
|---|---|---|
| ১ | ভি আইপি কেবিন | ৫০০০ টাকা |
| ২ | সেমি ভিআইপি কেবিন | ৪০০০ টাকা |
| ৩ | ফ্যামিলি এসি কেবিন | ২৫০০ টাকা |
| 4 | ডাবল এসি কেবিন | ১৮০০ টাকা |
| ৫ | ডবল নন এসি কেবিন | ১৮০০ টাকা |
| ৬ | সিঙ্গেল এসি কেবিন | ১০০০ টাকা |
| ৭ | ডেক | ৩৫০ টাকা |
| ৮ | চেয়ার/সোফা | ৪০০/৫০০ টাকা |
ঢাকা টু চরফ্যাশন কত কিলোমিটার
আপনারা অনেকেই ঢাকা টু চরফ্যাশন কত কিলোমিটার তা জানতে চেয়েছেন। তাই এখন
আমি আপনাদেরকে ঢাকা থেকে চরফ্যাশান কত কিলোমিটার তা জানাবো। ঢাকা থেকে
চরফ্যাশন এর দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী প্রায় ২৫৬
কিলোমিটার। আশা করছি উপরোক্ত আলোচনা থেকে আপনি ঢাকা থেকে চরফ্যাশন কত
কিলোমিটার তা জানতে পেরেছেন।
ঢাকা থেকে চরফ্যাশন লঞ্চে যেতে কত সময় লাগে
ঢাকা থেকে চরফ্যাশন লঞ্চে যেতে কত সময় লাগে তা আপনারা অনেকেই আছেন যারা জানতে
চেয়েছেন। বর্তমান সময়ে এই রুটে অনেকগুলো আধুনিক ও উন্নতমানের লঞ্চ চলাচল করছে
এই লঞ্চগুলো আধুনিক হওয়ার কারণে অনেক দ্রুত গতিতে চলতে পারে ফলে দ্রুত পথ
অতিক্রম করে গন্তব্য স্থানে পৌঁছাতে পারে। একটি যাত্রায় গন্তব্য স্থানে
পৌঁছাতে কত সময় লাগে তা নির্ভর করে মূলত যানবহনের ওপর।
ঢাকা থেকে চরফ্যাশান যেতে কত সময় লাগবে তা নির্ভর করে লঞ্চের গতি, লঞ্চের
কোয়ালিটি এবং যাত্রাপথে কতগুলো জায়গায় থামে তার সংখ্যার উপর। ঢাকা থেকে
চরফ্যাশন যেতে সময় লাগে সাধারণত ১২ ঘন্টা। কিন্তু আবহাওয়া জনিত বা অন্য কোন
সমস্যার কারণে কোন কোন সময় ১৪ ঘন্টাও লেগে থাকে। আশা করছি উক্ত আলোচনায় আপনি
ঢাকা থেকে চরফ্যাশন লঞ্চে যেতে কত সময় লাগে তা জানতে পেরেছেন।
শেষ কথাঃ ঢাকা টু চরফ্যাশন লঞ্চ কেবিন বুকিং নাম্বার
ঢাকা টু চরফ্যাশন লঞ্চ কেবিন বুকিং নাম্বার সম্পর্কে আমি আমার আর্টিকেলের
মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। এর পাশাপাশি আমি আপনাদেরকে ঢাকা টু চরফ্যাশন
লঞ্চের নাম, ঢাকা টু চরফ্যাশন লঞ্চের সময়সূচী, ঢাকা টু চরফ্যাশন লঞ্চের
ভাড়া ২০২৫ এবং ঢাকা থেকে চরফ্যাশন লঞ্চে যেতে কত সময় লাগে জানিয়েছি। আশা
করছি আমার এই আর্টিকেল থেকে আপনি ঢাকা টু চরফ্যাশন লঞ্চের সকল আপডেট তথ্য
সম্পর্কে জানতে পেরেছেন।
আপনি যদি আমার এই তথ্য থেকে উপকৃত হয়ে থাকেন। তাহলে এই আর্টিকেলটি আপনি
আপনার পরিচিত মানুষদের কাছে শেয়ার করবেন। এই আর্টিকেলটি নিয়ে আপনার যদি কোন
প্রশ্ন বা মতামত থাকে অথবা আপনি যদি নতুন কোন বিষয়ে আপডেট তথ্য পেতে চান?
তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা প্রতিদিন লঞ্চ
সম্পর্কিত তথ্যসহ নানা দরকারি তথ্য আমাদের ব্লগে প্রকাশ করে থাকি। তাই
সর্বশেষ আপডেট তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করবেন।

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url