ঢাকা টু চাঁদপুর লঞ্চ সময়সূচি ২০২৫ সর্বশেষ তালিকা
ঢাকা টু চাঁদপুর লঞ্চ সময়সূচি ২০২৫ সম্পর্কে কি জানতে চান? আমার এই পুরো
আর্টিকেলটি জুড়ে এই পথে যাতায়াত করার জন্য থাকছে সর্বশেষ তথ্য যাতায়াতের সময়,
যোগাযোগ নাম্বার ও আরামদায়ক ভ্রমণের টিপস।
এর সাথে ঢাকা টু চাঁদপুর লঞ্চ ভাড়ার তালিকা ২০২৫ সম্পর্কেও বিস্তারিত থাকছে।
যেটা আপনার ভ্রমণের বাজেট পরিকল্পনা করতে বিশেষভাবে সাহায্য করবে। তাই দেরি না
করে চলুন ঢাকা টু চাঁদপুর লঞ্চ সম্পর্কে সকল তথ্য জেনে নেওয়া যাক।
পেজ সুচিপত্রঃ ঢাকা টু চাঁদপুর লঞ্চ সময়সূচি ২০২৫
- ঢাকা টু চাঁদপুর লঞ্চ সময়সূচি ২০২৫
- ঢাকা টু চাঁদপুর যেসব লঞ্চ চলাচল করে
- ঢাকা টু চাঁদপুর লঞ্চ ভাড়ার তালিকা ২০২৫
- ঢাকা টু চাঁদপুর লঞ্চের যোগাযোগ নাম্বার
- ঢাকা থেকে চাঁদপুর কত কিলোমিটার
- ঢাকা থেকে চাঁদপুর লঞ্চ ভ্রমণ
- FAQ/আলোচিত কিছু প্রশ্ন ও উত্তর
- শেষ কথাঃ ঢাকা টু চাঁদপুর লঞ্চ সময়সূচি ২০২৫
ঢাকা টু চাঁদপুর লঞ্চ সময়সূচি ২০২৫
এখন আমি আপনাদেরকে ঢাকা টু চাঁদপুর লঞ্চ সময়সূচি ২০২৫ সম্পর্কে বিস্তারিত
জানাবো। বর্তমান সময়ে ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার এই নদী পথ অনেক জনপ্রিয়।
প্রতিদিন ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে অনেক লঞ্চ আছে, যারা তাদের নির্ধারিত
সময় অনুযায়ী চলাচল করে। যাতে করে যাত্রীরা সহজ ও সচ্ছন্দ মতো তাদের গন্তব্য
স্থানে পৌঁছাতে পারে।
আপনি যদি এই পথে চলাচল করতে চান বা যাত্রা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই
লঞ্চগুলোর সময়সূচি সম্পর্কে জানতে হবে। আপনি যদি ঢাকা থেকে চাঁদপুর যাওয়া
লঞ্চগুলোর সময়সূচী সম্পর্কে আগে থেকে জেনে রাখতে পারেন। তাহলে এটা আপনার ভ্রমণ
অনেক সহজ আরামদায়ক ও ঝামেলা মুক্ত করবে। চলুন ২০২৫ সালের লঞ্চ সময়সূচি জেনে
নেওয়া যাক।
ঢাকা থেকে চাঁদপুর যাওয়া সকল লঞ্চের আপডেট সময়সূচী
লঞ্চের নাম | লঞ্চ ছাড়ার সময় |
---|---|
এম.ভি ইমাম হাসান | সকাল ৬ঃ০০ মিনিট |
এম.ভি সোনার তরী | সকাল ৭ঃ২০ মিনিট |
এম.ভি মেঘনারানী | সকাল ৮ঃ০০ মিনিট |
এম.ভি বোগদাদীয়া ৭ | সকাল ৮:৩৫ মিনিট |
এম.ভি আব এ জমজম ১ | সকাল ৯ঃ১৫ মিনিট |
এম.ভি মিতালী ২ | সকাল ৯ঃ৫০ মিনিট |
এমভি স্বর্ণদ্বীপ ৮ | সকাল ১০ঃ১৫ মিনিট |
এম.ভি ইমাম হাসান ২ | সকাল ১১ঃ০০ মিনিট |
এম.ভি ইমাম হাসান ৫ | সকাল ১১ঃ৪৫ মিনিট |
এম.ভি ময়ূর ২ | দুপুর ১২ঃ৩০ মিনিট |
এম.ভি ময়ূর ৭ | দুপুর ১ঃ৩০ মিনিট |
এম.ভি ঈগল ২/৩ | দুপুর ২ঃ৩০ মিনিট |
এম.ভি রফরফ | দুপুর ৩ঃ৩০ মিনিট |
এম.ভি ঈগল ৭ | বিকাল ৪:৩০ মিনিট |
এম.ভি সোনার তরী ১ | বিকাল ৫ঃ২০ মিনিট |
এম.ভি নিউ আলবোরাক | বিকাল ৬ঃ৪৫ মিনিট |
এম.ভি সোনার তরী/রিপল | সন্ধ্যা ০৭ঃ৪৫ মিনিট |
এম.ভি জমজম নাইট সার্ভিস | রাত ১১ঃ৩০ মিনিট |
এম.ভি রফরফ | রাত ১২ঃ০০ মিনিট |
এম.ভি প্রিন্স অব রাসেল ৩ | রাত ১২ঃ৩০ মিনিট |
রহমত | রাত ১২ঃ৫৫ মিনিট |
বোগদাদিয়া ১৩ | রাত ১০ঃ২০ মিনিট |
ঢাকা টু চাঁদপুর যেসব লঞ্চ চলাচল করে
ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার জন্য প্রতিদিন অসংখ্য লঞ্চ এই পথে চলাচল করে থাকে।
যাত্রীদের সুবিধার জন্য এবং আরামদায়ক ভ্রমণের জন্য লঞ্চ কৃতপক্ষরা এই লঞ্চের
সার্ভিস প্রায় ২৪ ঘন্টায় দিয়ে থাকে। অর্থাৎ সকাল থেকে শুরু করে গভীর রাত
পর্যন্ত এই পানি পথে লঞ্চগুলো তার নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করে।
এই লঞ্চগুলোতে যাত্রীদের সুবিধা ও বাজেট অনুযায়ী বিভিন্ন ধরনের কেবিন, ডেক এবং
ভিআইপি সিটের সুযোগ সুবিধা রয়েছে। যাত্রী তাদের সুবিধা এবং বাজেট অনুযায়ী এই
সিটগুলো বেছে নিতে পারে। বর্তমানে ঢাকা থেকে চাঁদপুর নিরাপদ ও দ্রুত পৌঁছানোর
জন্য ঢাকা চাঁদপুর লঞ্চের সার্ভিস অনেক ভালো এবং যাত্রীদের অন্যতম ভরসা।
যেসব লঞ্চ ঢাকা থেকে চাঁদপুর প্রতিদিন চলাচল করে সেগুলো হচ্ছে
লঞ্চের নাম |
---|
এম.ভি ইমাম হাসান |
এম.ভি সোনার তরী |
এম.ভি মেঘনারানী |
এম.ভি বোগদাদীয়া ৭ |
এম.ভি আব এ জমজম ১ |
এম.ভি মিতালী ২ |
এমভি স্বর্ণদ্বীপ ৮ |
এম.ভি ইমাম হাসান ২ |
এম.ভি ইমাম হাসান ৫ |
এম.ভি ময়ূর ২ |
এম.ভি ময়ূর ৭ |
এম.ভি ঈগল ২/৩ |
এম.ভি রফরফ |
এম.ভি ঈগল ৭ |
এম.ভি সোনার তরী ১ |
এম.ভি নিউ আলবোরাক |
এম.ভি সোনার তরী/রিপল |
এম.ভি জমজম নাইট সার্ভিস |
এম.ভি প্রিন্স অব রাসেল ৩ |
রহমত |
বোগদাদিয়া ১৩ |
ঢাকা টু চাঁদপুর লঞ্চ ভাড়ার তালিকা ২০২৫
এখন আমি আপনাদেরকে ঢাকা টু চাঁদপুর লঞ্চ ভাড়ার তালিকা ২০২৫ সম্পর্কে
জানাবো। ঢাকা টু চাঁদপুর যাওয়ার জন্য যাত্রীদের সামর্থ্য
অনুযায়ী এবং আরামের কথা চিন্তা করে। এইসব লঞ্চে বিভিন্ন
ধরনের ভাড়ার সুব্যবস্থা রয়েছে। এই সব ভাড়া মূলত ডেক, চেয়ার, কেবিন,
ভিআইপি কেবিন ইত্যাদির ওপর কম ও বেশি হয়।
আরো পড়ুনঃ টুনা মাছ কিভাবে চিনবেন তার উপায় জেনে নিন
যার কারণে যাত্রীরা তাদের সুবিধা অনুযায়ী এবং বাজেট অনুযায়ী আরামদায়ক
সিট বেছে নিতে পারে। আমার দেওয়া এই লঞ্চ ভাড়ার তালিকা দেখে আপনি সহজেই
নিজের ইচ্ছামত আসন বেছে নিতে পারবেন এবং ভাড়া নিয়েও কোন সমস্যা হবে
না। চলুন কোন কেবিনের জন্য কত টাকা ভাড়া জেনে নেওয়া যাক।
ঢাকা থেকে চাঁদপুর লঞ্চ ভাড়ার তালিকা
লঞ্চের নাম | ডেক - ইকোনমি | এসি চেয়ার ফাস্ট ক্লাস | সিঙ্গেল কেবিন নন এসি - এসি | ডাবল কেবিন এসি - নন এসি | ফ্যামিলি কেবিন এসি - নন এসি | ভিআইপি কেবিল |
---|---|---|---|---|---|---|
ইমাম হাসান | ১০০ - ১৫০ টাকা | ২০০ টাকা | ৮০০ - ১০০০ টাকা | ১৫০০ - ১২০০ টাকা | ৩০০০ - আর নন এসির জন্য ১৫০০ থেকে ২৫০০ টাকা | ২০০০ - ৫০০০ টাকা |
সোনার তরী | ১০০ - ১৫০ টাকা | ২০০ টাকা | ৮০০ - ১০০০ টাকা | ১৫০০ - ১২০০ টাকা | ৩০০০ - আর নন এসির জন্য ১৫০০ থেকে ২৫০০ টাকা | ২০০০ - ৫০০০ টাকা |
মেঘনা রানী | ১০০ - ১৫০ টাকা | ২০০ টাকা | ৮০০ - ১০০০ টাকা | ১৫০০ - ১২০০ টাকা | ৩০০০ - আর নন এসির জন্য ১৫০০ থেকে ২৫০০ টাকা | ২০০০ - ৫০০০ টাকা |
বোগদাদিয়া ৭ | ১০০ - ১৫০ টাকা | ২০০ টাকা | ৮০০ - ১০০০ টাকা | ১৫০০ - ১২০০ টাকা | ৩০০০ - আর নন এসির জন্য ১৫০০ থেকে ২৫০০ টাকা | ২০০০ - ৫০০০ টাকা |
আব এ জমজম ১ | ১০০ - ১৫০ টাকা | ২০০ টাকা | ৮০০ - ১০০০ টাকা | ১৫০০ - ১২০০ টাকা | ৩০০০ - আর নন এসির জন্য ১৫০০ থেকে ২৫০০ টাকা | ২০০০ - ৫০০০ টাকা |
মিতালী ২ | ১০০ - ১৫০ টাকা | ২০০ টাকা | ৮০০ - ১০০০ টাকা | ১৫০০ - ১২০০ টাকা | ৩০০০ - আর নন এসির জন্য ১৫০০ থেকে ২৫০০ টাকা | ২০০০ - ৫০০০ টাকা |
স্বর্ণদ্বীপ ৮ | ১০০ - ১৫০ টাকা | ২০০ টাকা | ৮০০ - ১০০০ টাকা | ১৫০০ - ১২০০ টাকা | ৩০০০ - আর নন এসির জন্য ১৫০০ থেকে ২৫০০ টাকা | ২০০০ - ৫০০০ টাকা |
ইমাম হাসান ২ | ১০০ - ১৫০ টাকা | ২০০ টাকা | ৮০০ - ১০০০ টাকা | ১৫০০ - ১২০০ টাকা | ৩০০০ - আর নন এসির জন্য ১৫০০ থেকে ২৫০০ টাকা | ২০০০ - ৫০০০ টাকা |
ইমাম হাসান ৫ | ১০০ - ১৫০ টাকা | ২০০ টাকা | ৮০০ - ১০০০ টাকা | ১৫০০ - ১২০০ টাকা | ৩০০০ - আর নন এসির জন্য ১৫০০ থেকে ২৫০০ টাকা | ২০০০ - ৫০০০ টাকা |
ময়ূর ২ | ১০০ - ১৫০ টাকা | ২০০ টাকা | ৮০০ - ১০০০ টাকা | ১৫০০ - ১২০০ টাকা | ৩০০০ - আর নন এসির জন্য ১৫০০ থেকে ২৫০০ টাকা | ২০০০ - ৫০০০ টাকা |
ময়ূর ৭ | ১০০ - ১৫০ টাকা | ২০০ টাকা | ৮০০ - ১০০০ টাকা | ১৫০০ - ১২০০ টাকা | ৩০০০ - আর নন এসির জন্য ১৫০০ থেকে ২৫০০ টাকা | ২০০০ - ৫০০০ টাকা |
ঈগল ২/৩ | ১০০ - ১৫০ টাকা | ২০০ টাকা | ৮০০ - ১০০০ টাকা | ১৫০০ - ১২০০ টাকা | ৩০০০ - আর নন এসির জন্য ১৫০০ থেকে ২৫০০ টাকা | ২০০০ - ৫০০০ টাকা |
রফরফ | ১০০ - ১৫০ টাকা | ২০০ টাকা | ৮০০ - ১০০০ টাকা | ১৫০০ - ১২০০ টাকা | ৩০০০ - আর নন এসির জন্য ১৫০০ থেকে ২৫০০ টাকা | ২০০০ - ৫০০০ টাকা |
ঈগল ৭ | ১০০ - ১৫০ টাকা | ২০০ টাকা | ৮০০ - ১০০০ টাকা | ১৫০০ - ১২০০ টাকা | ৩০০০ - আর নন এসির জন্য ১৫০০ থেকে ২৫০০ টাকা | ২০০০ - ৫০০০ টাকা |
সোনার তরী ১ | ১০০ - ১৫০ টাকা | ২০০ টাকা | ৮০০ - ১০০০ টাকা | ১৫০০ - ১২০০ টাকা | ৩০০০ - আর নন এসির জন্য ১৫০০ থেকে ২৫০০ টাকা | ২০০০ - ৫০০০ টাকা |
নিউ আল বোরাক | ১০০ - ১৫০ টাকা | ২০০ টাকা | ৮০০ - ১০০০ টাকা | ১৫০০ - ১২০০ টাকা | ৩০০০ - আর নন এসির জন্য ১৫০০ থেকে ২৫০০ টাকা | ২০০০ - ৫০০০ টাকা |
রিপল | ১০০ - ১৫০ টাকা | ২০০ টাকা | ৮০০ - ১০০০ টাকা | ১৫০০ - ১২০০ টাকা | ৩০০০ - আর নন এসির জন্য ১৫০০ থেকে ২৫০০ টাকা | ২০০০ - ৫০০০ টাকা |
অফ এ জমজম নাইট | ১০০ - ১৫০ টাকা | ২০০ টাকা | ৮০০ - ১০০০ টাকা | ১৫০০ - ১২০০ টাকা | ৩০০০ - আর নন এসির জন্য ১৫০০ থেকে ২৫০০ টাকা | ২০০০ - ৫০০০ টাকা |
প্রিন্স অব রাসেল ৩ | ১০০ - ১৫০ টাকা | ২০০ টাকা | ৮০০ - ১০০০ টাকা | ১৫০০ - ১২০০ টাকা | ৩০০০ - আর নন এসির জন্য ১৫০০ থেকে ২৫০০ টাকা | ২০০০ - ৫০০০ টাকা |
রহমত | ১০০ - ১৫০ টাকা | ২০০ টাকা | ৮০০ - ১০০০ টাকা | ১৫০০ - ১২০০ টাকা | ৩০০০ - আর নন এসির জন্য ১৫০০ থেকে ২৫০০ টাকা | ২০০০ - ৫০০০ টাকা |
ঢাকা টু চাঁদপুর লঞ্চের যোগাযোগ নাম্বার
এখন আমি আপনাদেরকে ঢাকা টু চাঁদপুর লঞ্চের যোগাযোগ নাম্বার জানাবো। যেগুলো জানার
পর ফোনের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার সিট বা কেবিন ভাড়া করতে পারবেন। এই
নাম্বার গুলোর জন্য আপনি আপনার যাত্রা সঠিক পরিকল্পনা অনুযায়ী কোন ঝামেলা ছাড়াই
আনন্দের সাথে এবং আরামের সাথে করতে পারবেন। চলুন তাহলে এই লঞ্চ গুলোর যোগাযোগ
নাম্বার জেনে নিই।
ঢাকা থেকে চাঁদপুর যাওয়া লঞ্চ গুলোর যোগাযোগ নাম্বার
লঞ্চের নাম | লঞ্চের যোগাযোগ নাম্বার |
---|---|
সোনার তরী | ০১৭১৬৫০১০৭৭/০১৭৪৫৪৩১৫১৪/০১৭৬৭০৮২৫২৫ |
সোনার তরী ১ | ০১৭১৬৫০১০৭৭/০১৭৪৫৪৩১৫১৪/০১৭৬৭০৮২৫২৫ |
মেঘনা রানী | ০১৭১১০০৮৭৭৭ |
বোগদাদিয়া ৭ | ০১৭১১০০৮৭৭৭/০১৭২১৮৬২০৫৪ |
আব এ জম জম ১ | ০১৭১৪২৪৮৫৮৯/০১৯৪৫৩৮৭৩৭০/০১৭১৬৭৬২৭১৫/০১৭৪২৪৩২০৪৭ |
মিতালী ৪ | ০১৮১৮০০২০২৯/০১৭৭৫০০১২৭২/০১৩০৭০১৭৮৩৯ |
স্বর্ণদ্বীপ ৮ | ০১৭১৬৫০১০৭৭ |
ইমাম হাসান ২ | ০১৭১১০০৮৭৭৭/০১৭১৭০৪৭১৩৩/০১৯৫৬৭০০১৩৬ |
ইমাম হাসান ৫ | ০১৭১১০০৮৭৭৭/০১৯৫৬৭০০১৩৬/০১৭১৭০৪৭১৩৩ |
ঈগল ২/৩ | ০১৭১১০০৮৭৭৭/০১৭৫৯১০৫৪৯৭/০১৮৩৬৭৪৩০৯০ |
রফরফ | ০১৮১৮০০২০২৯/০১৬৭৭৩১৮৯৫১ |
দেশান্তর | ০১৭১৬৫০১০৭৭ |
কালাইয়া | ০১৭১৬৫০১০৭৭ |
নিউ আল বোরাক | ০১৮১৮০০২০২৯/০১৮৩৭১৭৪৬০৯ |
রাঙ্গাবালী | ০১৭১৬৫০১০৭৭ |
রিপল | ০১৭১৬৫০১০৭৭ |
এম.ভি. হুলারহাট | ০১৭১৬৫০১০৭৭ |
এম.ভি নিউসান ৪ | ০১৭১৬৫০১০৭৭ |
ময়ূর ৭ | ০১৭৫৯৯৪৪১৪৪/০১৭৮৩৫৭৯৯৮৮ |
গ্রীণ ওয়াটার ১০ সেভেন সী | ০১৮১৮৫৪১১৭৯/০১৬৪৮০৪৬৫১০ |
ডায়মন্ড ৩ | ০১৭০০৬৭৪৫৯১ |
রায়হান ১ | ০১৭৯৯৪৭৪৫৪৬ |
সোনার তরী ৩ | ০১৮৩২৫৯৭৯৭৭/০১৭৪৫৪৩১৫১৪ |
মিতালী ৭ | ০১৭৭৫০০১২৭২ |
ইমাম হাসান ৭ | ০১৭১৭০৪৭১৩৩ |
সোনার তরী ৪/২ | ০১৭৪৫৪৩১৫১৪ |
ঢাকা থেকে চাঁদপুর কত কিলোমিটার
ঢাকা থেকে চাঁদপুর আপনি যদি সড়ক পথে যান, তাহলে এর দূরত্ব পড়বে প্রায় ১০৯ থেকে
১১১ কিলোমিটার। আর আপনি যদি ঢাকা থেকে চাঁদপুর লঞ্চ নদীপথ দিয়ে যান, তাহলে এর
দূরত্ব পড়বে প্রায় ৭৫ থেকে ৮৫ কিলোমিটার। আশা করছি উপরোক্ত আলোচনা থেকে আপনি
ঢাকা থেকে চাঁদপুর কত কিলোমিটার তা জানতে পেরেছেন। এই দূরত্ব মূলত গাড়ির উপর
নির্ভর করে কিছুটা কম বা বেশি হতে পারে।
ঢাকা থেকে চাঁদপুর লঞ্চ ভ্রমণ
ঢাকা থেকে চাঁদপুর লঞ্চে আপনি যদি ভ্রমণ করেন, তাহলে এই ভ্রমণটি আপনার জন্য
একটি স্মরণীয় ও আনন্দময় মুহূর্ত তৈরি করবে। কারণ নদীপথে এই যাত্রা করার সময়
আপনি প্রকৃতির অপরূপ একটা সৌন্দর্য দেখতে পারবেন। লঞ্চ যখন চলবে তখন পদ্মা
মেঘনা আর ধলেশ্বরীর মিলিত স্রোত আপনাকে মুগ্ধ করবে।
এই পথে যাত্রা করার সময় নদীর প্রকৃতির দৃশ্য। বিশেষ করে বিশাল আকাশ চারপাশে
পানি এবং মধ্য দিয়ে নৌকা চলা দেখে আপনি সত্যিই শান্তি অনুভব করবেন। এই পথে
যাতায়াত করার সময় নদীতে অনেক জেলেদের মাছ ধরার দৃশ্য, নদীর পাশে গড়ে ওঠা
গ্রাম গুলো এবং পাখিদের উরাউরি দেখে মনটা জুড়ায় যাবে।
এই নদীতে সূর্যোদয়ের সময় এবং সূর্যাস্তের সময়, পানিতে সূর্যের আলোর প্রতিফলন
এত সুন্দর লাগে, যে চোখ ফেরানো মুশকিল হয়ে পড়ে। নদীর ফ্রেশ বাতাস এবং পানির
ঢেউয়ের শব্দ আপনার ভ্রমণকে আরো আকর্ষণীয় ও আনন্দে ভরে তুলবে। ঢাকা থেকে
চাঁদপুর লঞ্চে করে শুধু যাতায়াতের জন্যই ভালো নয় বরং এটা একটা সৌন্দর্য উপভোগ
করার অন্যতম মাধ্যম। তাই প্রকৃতির আসল মজা নিতে হলে, অবশ্যই আপনাকে ঢাকা থেকে
চাঁদপুর লঞ্চে করে ভ্রমণ করা উচিত।
FAQ/আলোচিত কিছু প্রশ্ন ও উত্তর
ঢাকা থেকে চাঁদপুর লঞ্চে কত সময় লাগে?
উত্তরঃ ঢাকা থেকে চাঁদপুর আপনি যদি এক্সপ্রেস লঞ্চগুলোতে যেতে পারেন,
তাহলে এটাতে সর্বনিম্ন ২.৫ঘন্টা থেকে ৩ঘন্টা সময় লাগবে। আর আপনি যদি
সাধারণ কোন লঞ্চে চাঁদপুর যান সে ক্ষেত্রে তিন ঘন্টার অধিক অর্থাৎ চার
থেকে পাঁচ ঘন্টাও লাগতে পারে। এই সময় কম বা বেশি হওয়ার কারণ নির্ভর
করে লঞ্চের ওপর নদীর স্রোত ও আবহাওয়ার ওপর এবং লঞ্চ থামার
ওপর।
চাঁদপুর জেলার পূর্ব নাম কী ছিল?
উত্তরঃ বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে চাঁদপুর জেলার পূর্ব নাম ছিল
ত্রিপুরা জেলা। কিন্তু স্বাধীন হওয়ার পর প্রশাসনিক সুবিধার জন্য এই জেলার
নাম পরিবর্তন করে চাঁদপুর জেলা নাম রাখা হয় এবং সেই থেকেই এই জেলা
চাঁদপুর জেলা নামে পরিচিত।
চাঁদপুর দেখার মত কি আছে?
উত্তরঃ চাঁদপুরের দেখার মত অনেক আকর্ষণীয় ও সুন্দর দর্শনীয় স্থান
আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে চাঁদপুরে তিনটি বড় নদী একসাথে মিলিত হয়।
এছাড়াও চাঁদপুর ইলিশের জন্য বিখ্যাত, এই জায়গাটায় গ্রামীণ একটা
সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। চাঁদপুরের বড় মসজিদ, চাঁদপুরের রেলওয়ে
স্টেশন, লঞ্চঘাটি এলাকা, এই নদীর বুকে ওঠার চর।
চাঁদপুরের বিখ্যাত খাবার কী?
উত্তরঃ চাঁদপুর কে মূলত ইলিশের রাজধানী বলা হয়। এখানকার সব থেকে
বিখ্যাত খাবার হচ্ছে ইলিশ মাছ, এখানে অনেক রকম ভাবে এই মাছ রান্না করা
হয়। যেমন ইলিশ ভাজা, ইলিশ মাছের পোলাও, ইলিশ মাছের ঝোল। এছাড়াও এখানকার
মিষ্টি ও দই অনেক সুস্বাদু ও জনপ্রিয়। ইলিশ মাছের পাশাপাশি এখানে অন্যান্য
সব তাজা মাছ রান্না করে খাওয়া হয়। এগুলোই মূলত চাঁদপুরের বিখ্যাত
খাবার হিসেবে পরিচিত।
চাঁদপুর কিভাবে যায়?
উত্তরঃ চাঁদপুর সড়ক পথ ও নদী পথ দুটা দিয়েই যাওয়া
যায়। আপনি ঢাকা থেকে চাঁদপুর লঞ্চে করে গেলে এটা আপনার
জন্য অনেক আরামদায়ক হবে। এই লঞ্চে আপনি গেলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ
করতে পারবেন। এই লঞ্চ আপনি সদরঘাট বা ডোকসা থেকে খুব সহজেই পেয়ে
যাবেন। এই পথে যাওয়ার সময় লঞ্চে আপনার দুই থেকে চার
ঘন্টা লাগবে। আর আপনি যদি সড়ক পথে যেতে চান। সে ক্ষেত্রে আপনি
বাস, প্রাইভেটকার, ট্রেন অথবা মোটরসাইকেলে যেতে পারবেন।
শেষ কথাঃ ঢাকা টু চাঁদপুর লঞ্চ সময়সূচি ২০২৫
ঢাকা টু চাঁদপুর লঞ্চ সময়সূচি ২০২৫ সহ আমি আমার আর্টিকেলের মধ্যে ঢাকা
টু চাঁদপুর যেসব লঞ্চ চলাচল করে, ঢাকা টু চাঁদপুর লঞ্চ ভাড়া তালিকা ২০২৫,
ঢাকা টু চাঁদপুর লঞ্চের যোগাযোগ নাম্বার এবং ঢাকা থেকে চাঁদপুর কত কিলোমিটার
সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানিয়েছি। আশা করছি আমার এই
আর্টিকেলটি থেকে আপনি ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার জন্য লঞ্চের সময়সূচী সহ আরো
বিভিন্ন তথ্য জানতে পেরেছেন।
আপনি যদি আমার দেওয়া এই তথ্য থেকে উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই আপনি
আমার এই আর্টিকেলটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং তাদেরকেও জানার
সুযোগ করে দিবেন। এছাড়াও আমার এই আর্টিকেলটি নিয়ে আপনার যদি কোন প্রশ্ন বা
মতামত থাকে অথবা আপনি যদি নতুন কোন বিষয়ে নতুন কোন তথ্য জানতে
চান? তাহলে আমাদের নিচে থাকা যোগাযোগ পেজে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে
জানাবেন।
অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url