বরিশাল টু ভোলা লঞ্চ সময়সূচী ও ভাড়া আপডেট তালিকা
বরিশাল টু ভোলা লঞ্চ সময়সূচী ও ভাড়া সম্পর্কে কি জানতে চান? তাহলে আর্টিকেলটি
আপনার জন্য। এখানে আমি বরিশাল থেকে ভোলা চলাচল করা লঞ্চগুলোর সময়সূচী ও ভাড়ার
তালিকা সম্পর্কে বিস্তারিত জানাবো।
এর পাশাপাশি আপনি এখানে বরিশাল থেকে ভোলা চলাচল করা লঞ্চের তালিকা জানতে পারবেন।
তাই দেরি না করে চলুন এই নদী পথে চলাচল করার সকল লঞ্চগুলোর আপডেট তথ্য সম্পর্কে
জেনে নেওয়া যাক।
পেজ সূচিপত্রঃ বরিশাল টু ভোলা লঞ্চ সময়সূচী ও ভাড়া
- বরিশাল টু ভোলা যে লঞ্চগুলো চলাচল করে
- বরিশাল টু ভোলা লঞ্চ সময়সূচী ও ভাড়া ২০২৫
- বরিশাল টু ভোলা লঞ্চ ভাড়ার তালিকা
- বরিশাল টু ভোলা লঞ্চ টিকিট এবং যোগাযোগ নাম্বার
- বরিশাল টু ভোলা দূরত্ব কত কিলোমিটার
- বরিশাল টু ভোলা লঞ্চে যেতে কত সময় লাগে
- শেষ কথাঃ বরিশাল টু ভোলা লঞ্চ সময়সূচী ও ভাড়া
বরিশাল টু ভোলা যে লঞ্চগুলো চলাচল করে
বরিশাল টু ভোলা যে লঞ্চগুলো চলাচল করে তা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। এই নদী
পথে চলাচল করা লঞ্চগুলোর তালিকা আপনি যদি আগে থেকেই জেনে থাকেন, তাহলে আপনার
যাত্রা পরিকল্পনা করতে সহজ হবে এবং আপনি খুব সহজে আরামদায়ক একটি ভ্রমণ করতে
পারবেন
প্রতিদিন অনেক মানুষ বরিশাল থেকে লঞ্চে ভোলার উদ্দেশ্যে যাতায়াত করে থাকে। তবে
অনেকেই এই বরিশাল থেকে ভোলা যাওয়া লঞ্চ গুলোর সময়সূচী এবং এই পথে চলাচল করা
লঞ্চগুলোর তালিকা সম্পর্কে জানে না। যার কারণে যাত্রা করার সময় অনেক
ভোগান্তিতে পড়তে হয়।
এই জন্য আজকে আমি আপনাদেরকে বরিশাল থেকে ভোলা চলাচল করা নিয়মিত লঞ্চ গুলোর
তালিকা সম্পর্কে জানাবো। যে তালিকা গুলো জানার পর আপনি খুব সহজে লঞ্চ
নির্বাচন করতে পারবেন এবং সঠিক সময়ে আপনার যাত্রা সম্পূর্ণ করতে পারবেন কোন
ভোগান্তি ছাড়াই। তাই দেরি না করে চলুন বরিশাল থেকে ভোলা যাওয়া লঞ্চগুলোর
আপডেট তালিকা জেনে নিই।
বরিশাল থেকে ভোলা যাওয়া লঞ্চের তালিকা
যেসব লঞ্চ চলাচল করে তার তালিকা |
---|
এম ভি জনতা |
এম ভি মিলন এক্সপ্রেস |
এম ভি সুপার সনিক ৩ |
এম ভি মেঘদুত ১ |
এম এল সাইপ্রাস |
এম ভি সোহাগী/আইমান ১ |
এম এল তাজ ১ |
এম ভি শম্পা |
এম ভি আওলাদ এক্সপ্রেস |
এম ভি আইমান ১/সোহাগী |
এম ভি রাকিন ২ |
এম ভি উপবন এক্সপ্রেস |
এম ভি ইমা |
এম ভি সঞ্চিতা ১ |
এম ভি অন্তরা |
এম ভি আল আরাফাত ১ |
এম ভি সোহাগী/আইমান ১ |
এম ভি রাকিন ৩ |
এম ভি উপকূল এক্সপ্রেস |
এম ভি সুপার সনিক/আলমদিনা ২ |
এম ভি পারভীন |
এম ভি বিউটি অব ইমা এক্সপ্রেস |
বরিশাল টু ভোলা লঞ্চ সময়সূচী ও ভাড়া ২০২৫
আপনারা অনেকেই বরিশাল টু ভোলা লঞ্চ সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানতে চেয়েছেন।
প্রতিদিন বরিশাল থেকে ভোলা অসংখ্য মানুষ লঞ্চে যাতায়াত করে
থাকে। যাত্রীদের সুবিধার জন্য প্রতিদিন সকাল থেকে রাত
পর্যন্ত বিভিন্ন সময়ে বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে বেশ কিছু
লঞ্চ চালু রয়েছে। যেগুলো তাদের নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করে
থাকে। যার কারণে যাত্রীরা সুবিধা অনুযায়ী যে কোন সময় এইসব লঞ্চে
যাত্রা করতে পারে।
আপনি যদি বরিশাল থেকে ভোলা লঞ্চে যেতে চান, তাহলে আপনাকে আগে এই লঞ্চগুলোর
সময়সূচী সম্পর্কে জানতে হবে। আপনার যদি আগে থেকেই এই লঞ্চগুলোর সময়সূচি
সম্পর্কে জানা থাকে। তাহলে আপনি খুব সহজেই আরামদায়ক ও ঝামেলা মুক্ত ভ্রমণ করতে
পারবেন। তাই দেরি না করে চলুন বরিশাল থেকে ভোলা
যাওয়া লঞ্চগুলোর আপডেট সময়সূচী সম্পর্কে জেনে নিই।
বরিশাল থেকে ভোলা যাওয়া সকল লঞ্চের আপডেট সময়সূচী
লঞ্চের নাম | লঞ্চ ছাড়ার সময় |
---|---|
এম ভি জনতা | সকাল ৫ঃ১৫ মিনিট |
এম ভি মিলন এক্সপ্রেস | সকাল ৬ঃ০০ মিনিট |
এম ভি সুপার সনিক ৩ | সকাল ৬ঃ৪৫ মিনিট |
এম ভি মেঘদুত ১ | সকাল ৭ঃ৩০ মিনিট |
এম এল সাইপ্রাস | সকাল ৮ঃ১৫ মিনিট |
এম ভি সোহাগী/আইমান ১ | সকাল ৯ঃ০০ মিনিট |
এম এল তাজ ১ | সকাল ৯ঃ৪৫ মিনিট |
এম ভি শম্পা | সকাল ১০ঃ৩০ মিনিট |
এম ভি আওলাদ এক্সপ্রেস | সকাল ১১ঃ১৫ মিনিট |
এম ভি আইমান ১/সোহাগী | দুপুর ১২ঃ০০ মিনিট |
এম ভি রাকিন ২ | দুপুর ১২ঃ৪৫ মিনিট |
এম ভি উপবন এক্সপ্রেস | দুপুর ১ঃ৩০ মিনিট |
এম ভি ইমা | দুপুর ২ঃ১৫ মিনিট |
এম ভি সঞ্চিতা ১ | দুপুর ৩ঃ০০ মিনিট |
এম ভি অন্তরা | দুপুর ৩ঃ৪৫ মিনিট |
এম ভি আল আরাফাত ১ | বিকাল ৪ঃ৩০ মিনিট |
এম ভি সোহাগী/আইমান ১ | বিকাল ৫ঃ১৫ মিনিট |
এম ভি রাকিন ৩ | সন্ধা ৬ঃ০০ মিনিট |
এম ভি উপকূল এক্সপ্রেস | সন্ধা ৬ঃ৪৫ মিনিট |
এম ভি সুপার সনিক/আলমদিনা ২ | সন্ধা ৭ঃ৩০ মিনিট |
এম ভি পারভীন | দুপুর ২ঃ০০ মিনিট |
এম ভি বিউটি অব ইমা এক্সপ্রেস | দুপুর ১ঃ৩০ মিনিট |
বরিশাল টু ভোলা লঞ্চ ভাড়ার তালিকা
এখন আমি আপনাদের যাত্রা সুবিধা এবং বাজেট পরিকল্পনা সহজ করার জন্য বরিশাল টু ভোলা
লঞ্চ ভাড়ার তালিকা সম্পর্কে জানাবো। বরিশাল থেকে ভোলা যাওয়া লঞ্চগুলোর মধ্যে
বিভিন্ন ধরনের সিটের সুব্যবস্থা রয়েছে। যার ফলে যাত্রীরা তাদের বাজেট ও পছন্দ
অনুযায়ী সিট বেছে নিতে পারে।
এই লঞ্চগুলোতে সাধারণ সিটের ভাড়া তুলনামূলক কম হওয়ার কারণে কম খরচে যাত্রা করতে
চাই এমন যাত্রীদের জন্য বেশ উপযোগী। আর যারা আরামদায়ক ভ্রমণ পছন্দ করে। তারা আর
একটু ভালো বা উন্নত মানের সিটের টিকিট কেটে থাকে। এই সিটগুলোর ভাড়া কিছুটা বেশি
হলেও যাত্রা অনেক মজার ও আরামদায়ক হয়ে থাকে।
ফলে সকল ধরনের যাত্রী তাদের সামর্থ্য অনুযায়ী সিট বেছে নিয়ে আনন্দের সাথে
গন্তব্য স্থানে পৌঁছাতে পারে। ভ্রমণকে সহজ করার জন্য যাত্রার আগে লঞ্চ ভাড়ার
তালিকা জানা জরুরী। এতে যাত্রার বাজেট পরিকল্পনা করতে এবং টিকিট কাটতে অনেক সহজ
হয়। তাই দেরি না করে চলুন বরিশাল থেকে ভোলা যাওয়া লঞ্চ গুলোর কোন সিটের কেমন
ভাড়া সেটা জেনে নেওয়া যাক।
বরিশাল থেকে ভোলা যাওয়া লঞ্চের ভাড়ার তালিকা
সিটের ধরন | লঞ্চ ভাড়া/সিটের ভাড়া |
---|---|
ইকোনমিক ক্লাস | ৫০০ টাকা |
বিজনেস ক্লাস | ৪০০ টাকা |
রয়েল ক্লাস | ৭০০ টাকা |
সিঙ্গেল এসি কেবিল | ১০০০ টাকা |
ডাবল এসি কেবিন | ১৮০০ টাকা |
ডিলাক্স কেবিন | ৩০০০ টাকা |
বরিশাল টু ভোলা লঞ্চ টিকিট এবং যোগাযোগ নাম্বার
আপনাদের সুবিধার জন্য এখন আমি বরিশাল টু ভোলা লঞ্চ টিকিট এবং যোগাযোগ নাম্বার
আপনাদেরকে জানাবো। আপনি চাইলে এই নম্বরগুলোতে কল দিয়ে আপনার অগ্রিম টিকিট
বুক করে নিতে পারবেন। এর কারণে আপনি নির্দিষ্ট দিনে সিট নিয়ে কোন ঝামেলা
ছাড়াই আরামদায়কভাবে ভ্রমণ করতে পারবেন।
এছাড়াও মাঝেমধ্যে আবহাওয়া বা অন্যান্য সমস্যা জনিত কারণে লঞ্চের সময়সূচিতে
কিছুটা পরিবর্তন হতে পারে। এমন পরিস্থিতিতে আপনি সরাসরি এই সকল লঞ্চের
যোগাযোগ নাম্বারের কল দিয়ে সর্বশেষ আপডেট সময়সূচী, লঞ্চের ভাড়া, ছাড়ার
সময় এবং আরো অজানা তথ্য জেনে নিতে পারবেন। এতে করে আপনার যাত্রা হবে
ঝামেলামুক্ত ও নির্ভরযোগ্য। তাই দেরি না করে চলুন বরিশাল থেকে ভোলা যাওয়া
লঞ্চগুলোর যোগাযোগ নাম্বার গুলো জেনে নিই।
বরিশাল থেকে ভোলা যাওয়া লঞ্চগুলোর যোগাযোগ নাম্বার
লঞ্চের নাম | লঞ্চের যোগাযোগ নাম্বার |
---|---|
এম ভি জনতা | ০১৭১৯৯৩৬৯৭৭ |
এম ভি মিলন এক্সপ্রেস | ০১৭১১৩১৯৬২৬/০১৭১১৩২৯৬২৬/০১৭১৯৯৩৬৯৭৭ |
এম ভি সুপার সনিক ৩ | ০১৭১৯৯৩৬৯৭৭/০১৭১১৩৯৩৯৭৬ |
এম ভি মেঘদুত ১ | ০১৭৪৯৭৯০৯৯০/০১৭৪৯৭৯০৭৯০/০১৭১৯৯৩৬৯৭৭ |
এম এল সাইপ্রাস | ০১৭১১৩২৯৬২৬/০১৭১৯৯৩৬৯৭৭ |
এম ভি সোহাগী/আইমান ১ | ০১৭১২৯২১৪০৭/০১৭১৯৯৩৬৯৭৭ |
এম এল তাজ ১ | ০১৭২৪৮৫২২৯২/০১৭১৯৯৩৬৯৭৭ |
এম ভি শম্পা | ০১৭১৯৯৩৬৯৭৭ |
এম ভি আওলাদ এক্সপ্রেস | ০১৭১১৩০৪৩১৩/০১৭১৯৯৩৬৯৭৭ |
এম ভি আইমান ১/সোহাগী | ০১৭১৯৯৩৬৯৭৭ |
এম ভি রাকিন ২ | ০১৮১৩৭৬৪৯০৮/০১৭১৯৯৩৬৯৭৭ |
এম ভি উপবন এক্সপ্রেস | ০১৭১৯৯৩৬৯৭৭ |
এম ভি ইমা | ০১৭১৯৯৩৬৯৭৭ |
এম ভি সঞ্চিতা ১ | ০১৯২৩৩৪৪৯৪৫/০১৭১৯৯৩৬৯৭৭ |
এম ভি অন্তরা | ০১৭২৮০৮০১০৯/০১৭১৯৯৩৬৯৭৭ |
এম ভি আল আরাফাত ১ | ০১৭২৮০৮০১০৯/০১৭১৯৯৩৬৯৭৭ |
এম ভি সোহাগী/আইমান ১ | ০১৭১৯৯৩৬৯৭৭ |
এম ভি রাকিন ৩ | ০১৭১৯৯৩৬৯৭৭ |
এম ভি উপকূল এক্সপ্রেস | ০১৭১৫৬৩৫৫৬৩/০১৭১৯৯৩৬৯৭৭ |
এম ভি সুপার সনিক/আলমদিনা ২ | ০১৭১১৩৯৩৯৭৬/০১৭১৯৯৩৬৯৭৭ |
এম ভি পারভীন | ০১৭১৯৩০৪৩০৮ |
এম ভি বিউটি অব ইমা এক্সপ্রেস | ০১৭২৫১৭১৮৯৭ |
বরিশাল টু ভোলা দূরত্ব কত কিলোমিটার
আপনারা অনেকে বরিশাল টু ভোলা দূরত্ব কত কিলোমিটার তা জানতে চেয়েছেন। বরিশাল
থেকে ভোলা দূরত্ব প্রায় ৪৮ কিলোমিটার। এ পথটি আপনি নো পথ দিয়েও যেতে
পারবেন এবং সড়ক পথ দিয়েও যেতে পারবেন তবে সবথেকে জনপ্রিয় পথ হচ্ছে
নোপথ। আশা করছি আমার এই আলোচনা থেকে আপনি বরিশাল থেকে
ভোলার দূরত্ব কত কিলোমিটার তা জানতে পেরেছেন। এবার আমরা জানবো বরিশাল
থেকে ভোলা যেতে কত সময় লাগে।
বরিশাল টু ভোলা লঞ্চে যেতে কত সময় লাগে
বরিশাল টু ভোলা লঞ্চে যেতে কত সময় লাগে তা আপনারা জানতে
চেয়েছেন। বর্তমান সময়ে এই রুটে অনেকগুলো আধুনিক লঞ্চ চলাচল করছে।
এই লঞ্চগুলো আধুনিক হওয়ার কারণে এই লঞ্চগুলোর গতি অনেক বেশি যা দ্রুত পথ
অতিক্রম করতে পারে। একটি যাত্রায় গন্তব্য স্থানে পৌঁছাতে কত সময়
লাগে সেটা নির্ভর করে গাড়ির উপর।
বরিশাল থেকে ভোলা যেতে কত সময় লাগবে সেটা নির্ভর করে লঞ্চের গতি এবং
লঞ্চের কোয়ালিটি এবং যাত্রাপথে কতগুলো জায়গায় থামে তার
ওপর। বরিশাল থেকে ভোলা লঞ্চে যেতে প্রায় ২ ঘন্টা থেকে ৪ ঘন্টা সময় লেগে
থাকে। তবে এই সময়টা কম ও বেশি হতে পারে যদি আবহাওয়া খারাপ থাকে অথবা
অন্য কোন সমস্যা থাকলে। আশা করছি উপরোক্ত আলোচনা থেকে আপনি বরিশাল থেকে
ভোলা লঞ্চে যেতে কত সময় লাগে তা জানতে পেরেছেন।
শেষ কথাঃ বরিশাল টু ভোলা লঞ্চ সময়সূচী ও ভাড়া
আমি আমার আর্টিকেলের মধ্যে বরিশাল টু ভোলা লঞ্চ সময়সূচী ও ভাড়া সম্পর্কে
আপডেট তথ্য জানিয়েছি। এর পাশাপাশি আমি আপনাদেরকে আমার এই আর্টিকেলের
মাধ্যমে বরিশাল টু ভোলা যেসব লঞ্চ চলাচল করে তার তালিকা, বরিশাল টু ভোলা লঞ্চ
ভাড়ার তালিকা, বরিশাল টু ভোলা দূরত্ব কত কিলোমিটার ও লঞ্চে যেতে কত সময়
লাগে এবং বরিশাল টু ভোলা লঞ্চ টিকিট এবং যোগাযোগ নাম্বার জানিয়েছি। আশা
করছি আমার দেওয়া তথ্য থেকে আপনি বরিশাল থেকে ভোলা যাওয়া লঞ্চগুলোর সকল
আপডেট তথ্য আপনি জানতে পেরেছেন।
আপনি যদি আমার এই তথ্য থেকে উপকৃত হয়ে থাকেন। তাহলে আমার এই আর্টিকেলটি
আপনি আপনার পরিচিত মানুষদের কাছে শেয়ার করবেন। এছাড়াও আমার এই
আর্টিকেলটি নিয়ে আপনার যদি কোন প্রশ্ন বা মতামত থাকে অথবা আপনি যদি নতুন কোন
বিষয়ে আপডেট তথ্য পেতে চান? তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে
জানাবেন। আমরা মূলত প্রতিনিয়ত পরিবহন সম্পর্কিত তথ্য সহ নানা দরকারি তথ্য
আমাদের ব্লগে প্রকাশ করে থাকি। তাই সর্বশেষ আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি
ফলো দিয়ে রাখবেন।
অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url