সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা
সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী সম্পর্কে আপনারা অনেকেই আছেন যারা জানতে
চেয়েছেন। এখানে আপনি সিলেট থেকে চট্টগ্রাম চলাচল করা ট্রেনের সময়সূচী সম্পর্কে
জানতে পারবেন।
এর পাশাপাশি আপনারা এখান থেকে সিলেট টু চট্টগ্রাম ট্রেন ভাড়া ২০২৫ সম্পর্কেও
বিস্তারিত জানতে পারবেন। তাই দেরি না করে চলুন সিলেট থেকে চট্টগ্রাম যাওয়া
ট্রেনগুলোর সকল আপডেট তথ্য জেনে নেওয়া যাক।
পেজ সূচিপত্রঃ সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ২০২৫
- সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ২০২৫
- সিলেট টু চট্টগ্রাম ট্রেনের তালিকা ২০২৫
- সিলেট টু চট্টগ্রাম ট্রেন ভাড়া ২০২৫
- সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সাপ্তাহিক ছুটির তালিকা
- সিলেট টু চট্টগ্রাম ট্রেনের স্টপিস স্টেশন
- সিলেট টু চট্টগ্রাম কত কিলোমিটার
- সিলেট থেকে চট্টগ্রাম ট্রেনে যেতে কত সময় লাগে
- শেষ কথাঃ সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়া
সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ২০২৫
সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানাবো। সিলেট
থেকে চট্টগ্রাম প্রতিদিন বহু মানুষ এই পথে চলাচল করে থাকে তাদের বিভিন্ন
প্রয়োজনে। যাত্রীদের যাতায়াত সুবিধার জন্য এই রুটে রেলওয়ে
কৃতপক্ষ দুইটি আন্তঃনগর ট্রেন চালু রেখেছে। এই ট্রেনগুলো তাদের
নির্ধারিত সময় অনুযায়ী এবং সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন নিয়মিত
সিলেট থেকে চট্টগ্রাম রুটে চলাচল করছে।
এর কারণে যাত্রীরা সময় মতো তাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারে। এই রুটে চলাচল করা ট্রেনগুলোর সময়সূচি সম্পর্কে অনেকেই আছে যারা জানেনা। আর এই না জানার কারণে সময়মতো গন্তব্য স্থানে পৌঁছানো সম্ভব হয় না। তাই যাত্রা সহজ ও ঝামেলা মুক্ত এবং সঠিক সময়ে সম্পূর্ণ করার জন্য এই রুটে চলাচল করা ট্রেনগুলোর সময়সূচি সম্পর্কে জানা অনেক জরুরী। তাই দেরি না করে চলুন এই রুটে চলাচল করা সকল ট্রেনের আপডেট সময়সূচী সম্পর্কে জেনে নেওয়া যাক।
সিলেট থেকে চট্টগ্রাম যাওয়া ট্রেনের সময়সূচী
| সিরিয়াল নাম্বার | ট্রেনের নাম ও নাম্বার | ট্রেন ছাড়ার সময় | গন্তব্য স্থানে পৌঁছানোর সময় | ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন |
|---|---|---|---|---|
| ১ | পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) | সকাল ১০:৩০ মিনিট | সন্ধ্যা ৬:৫৫ মিনিট | বুধবার |
| ২ | উদয়ন এক্সপ্রেস (৭২৪) | রাত ১০ঃ০০ মিনিট | সকাল ৫ঃ৩৫ মিনিট | রবিবার |
সিলেট টু চট্টগ্রাম ট্রেনের তালিকা ২০২৫
সিলেট টু চট্টগ্রাম ট্রেনের তালিকা জানা অনেক দরকারি। এর কারণ হচ্ছে যারা
প্রতিদিন বা নিয়মিত এই পথে যাতায়াত করে তারা যদি এই রুটে চলাচল করা
ট্রেনের তালিকা সম্পর্কে না জানে, তাহলে যাত্রা করার সময় অনেক
বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হতে পারে। ফলে সঠিক সময়ে গন্তব্য স্থানে
পৌঁছানো সম্ভব হবে না। এজন্য যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে
রেলওয়ে কৃতপক্ষ এই রুটে দুইটি আন্তঃনগর ট্রেন চালু রেখেছে।
যেন যাত্রীরা দ্রুত সময়ের মধ্যে গন্তব্য স্থানে পৌঁছাতে পারে। এই
ট্রেনগুলো সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতিদিন চলাচল করে। যাত্রীরা যেন
ঝামেলা মুক্ত এবং সঠিক সময়ে সঠিক ট্রেন নির্বাচন করে গন্তব্যে
পৌঁছাতে পারে। এজন্য এখন আমি সিলেট থেকে চট্টগ্রাম চলাচল
করা ট্রেনের আপডেট তালিকা আপনাদেরকে জানাবো। তাই দেরি না
করে চলুন এই ট্রেনগুলোর তালিকা সম্পর্কে জেনে নেওয়া যাক।
সিলেট থেকে চট্টগ্রাম চলাচল করা ট্রেনের তালিকা
| সিরিয়াল নাম্বার | সিলেট টু চট্টগ্রাম ট্রেন তালিকা |
|---|---|
| ১ | পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) |
| ২ | উদয়ন এক্সপ্রেস (৭২৪) |
সিলেট টু চট্টগ্রাম ট্রেন ভাড়া ২০২৫
সিলেট টু চট্টগ্রাম ট্রেন ভাড়া সম্পর্কে জানা থাকলে আপনার যাত্রার বাজেট
পরিকল্পনা করতে অনেক সহজ হয়ে যাবে। তাই এখন আমি আপনাদের সিলেট থেকে চট্টগ্রাম
যাওয়া ট্রেনগুলোর সর্বশেষ আপডেট ভাড়ার তালিকা জানাবো। সিলেট থেকে চট্টগ্রাম
কম খরচে যাওয়ার জন্য সবথেকে ভালো মাধ্যম হচ্ছে ট্রেন। বাসের থেকে ট্রেনে
যাত্রা করলে কম খরচে আরামদায়ক একটি ভ্রমণ করা সম্ভব এবং ট্রেন যাত্রা বাসের
তুলনায় অনেক নিরাপদ। এই কারণে যাত্রীদের প্রথম পছন্দের তালিকায় থাকে ট্রেন।
সিলেট থেকে চট্টগ্রাম চলাচল করা ট্রেনগুলোর ভাড়া নির্ধারণ করা হয় ট্রেনের ধরন
ও সার্ভিসের ওপর ভিত্তি করে। অর্থাৎ ট্রেনের ভাড়া কম এবং বেশি হয়ে থাকে
ট্রেনের আসনের ধরন অনুযায়ী। এখনকার সকল আধুনিক ট্রেনের মধ্যে বিভিন্ন ধরনের
আসনের ব্যবস্থা থাকে। যার কারণে এই ট্রেনগুলোতে বিভিন্ন ধরনের মানুষ তাদের
বাজেট অনুযায়ী আসন বেছে নিয়ে যাত্রা করতে পারে। তাই দেরি না করে চলুন এই
ট্রেনের ভাড়া কত তার তালিকা সম্পর্কে জেনে নিই।
পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) ট্রেনের ভাড়া
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| এসি সিট | ১০৩০ টাকা | পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) |
| শোভন চেয়ার | ৪৫০ টাকা | পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) |
| স্নিগ্ধা | ৮৫৭ টাকা | পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) |
উদয়ন এক্সপ্রেস (৭২৪) ট্রেনের ভাড়া
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| এসি বার্থ | ১৫৯১ টাকা | উদয়ন এক্সপ্রেস (৭২৪) |
| শোভন চেয়ার | ৪৫০ টাকা | উদয়ন এক্সপ্রেস (৭২৪) |
| স্নিগ্ধা | ৮৫৭ টাকা | উদয়ন এক্সপ্রেস (৭২৪) |
সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সাপ্তাহিক ছুটির তালিকা
সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সাপ্তাহিক ছুটির তালিকা সম্পর্কে জানা অনেক দরকারি।
কারণ সিলেট থেকে চট্টগ্রাম যাত্রা করার আগে যদি এই ট্রেনগুলোর সপ্তাহিক ছুটির
দিন সম্পর্কে জানা না থাকে। তাহলে যাত্রা করার সময় ঝামেলাই পড়তে হতে পারে। তাই
এখন আমি আপনাদেরকে সিলেট থেকে চট্টগ্রাম যাওয়া ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটির
তালিকা সম্পর্কে জানাবো।
আরো পড়ুনঃ ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া
আগে থেকেই আপনার যদি এই পথে চলাচল করা ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটির তালিকা
সম্পর্কে জানা থাকে। তাহলে আপনি কোন ঝামেলা ছাড়াই সুন্দরভাবে আপনার যাত্রা
সম্পূর্ণ করতে পারবেন। তাই দেরি না করে চলুন এই রুটে চলাচল করা ট্রেনগুলোর
ছুটির তালিকা সম্পর্কে জেনে নেওয়া যাক।
সিলেট থেকে চট্টগ্রাম যাওয়া ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটির তালিকা
| ট্রেনের নাম | সাপ্তাহিক ছুটির দিন |
|---|---|
| পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) | বুধবার |
| উদয়ন এক্সপ্রেস (৭২৪) | রবিবার |
সিলেট টু চট্টগ্রাম ট্রেনের স্টপিস স্টেশন
আপনারা অনেকেই সিলেট টু চট্টগ্রাম ট্রেনের স্টপিস স্টেশন এর নাম সম্পর্কে জানতে
চেয়েছেন। সিলেট থেকে চট্টগ্রাম ২টি আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করছে। এই
ট্রেনগুলো এই রুটে চলাচল করার সময় বেশ কিছু স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে। যে
স্টেশনগুলোর নাম সম্পর্কে জানা অনেক জরুরী।
তাই এখন আমি আপনাদেরকে সিলেট থেকে চট্টগ্রাম যাওয়ার সময় এই ট্রেনগুলো কোন কোন
স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে সেই সকল স্টেশনের তালিকা সম্পর্কে জানবো। তাই
দেরি না করে চলুন এই ট্রেনগুলো যাত্রাপথে কোন কোন স্টেশনে যাত্রা বিরতি দেয় সেই
স্টেশনগুলোর নাম জেনে নেওয়া যাক।
সিলেট থেকে চট্টগ্রাম যাওয়া ট্রেনগুলোর স্টপিস স্টেশনের তালিকা
| পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) স্টপিস স্টেশন | উদয়ন এক্সপ্রেস (৭২৪) স্টপিস স্টেশন |
|---|---|
| সিলেট | সিলেট |
| মাইজগাঁও | মাইজগাঁও |
| কুলাউড়া | বার্মাচল |
| শমসের নগর | কুলাউড়া |
| ভানুগাছ | শমসের নগর |
| শ্রীমঙ্গল | শ্রীমঙ্গল |
| শায়েস্তাগঞ্জ | শায়েস্তাগঞ্জ |
| নয়াপাড়া | আখাউড়া |
| হারাসপুর | কুমিল্লা |
| আখাউড়া | লাকসাম |
| কসবা | ফেনী |
| কুমিল্লা | চট্টগ্রাম |
| লাকসাম | 0 |
| নাঙ্গলকোট | 0 |
| ফেনী | 0 |
| চট্টগ্রাম | 0 |
সিলেট টু চট্টগ্রাম কত কিলোমিটার
আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে সিলেট থেকে চট্টগ্রাম কত কিলোমিটার। সিলেট
থেকে চট্টগ্রাম সড়ক পথে প্রায় ৩৬৩ কিলোমিটার। তবে রেলপথে এর দূরত্ব
প্রায় ৩৮০ কিলোমিটার। সিলেট থেকে চট্টগ্রাম আপনি যদি সড়ক পথে বাসে করে
অথবা প্রাইভেট কারে যাত্রা করেন।
তাহলে এই অতিক্রম করতে প্রায় ৮ ঘন্টা থেকে ৯ ঘন্টা সময় লাগতে পারে। তবে
এই সময়টা নির্ভর করে বাসের বা প্রাইভেট কারের গতির ওপর এবং সড়ক পথে ট্রাফিক
বা যানজটের উপর। আশা করছি উপরোক্ত আলোচনা থেকে আপনি সিলেট থেকে চট্টগ্রাম
কত কিলোমিটার তা জানতে পেরেছেন।
সিলেট থেকে চট্টগ্রাম ট্রেনে যেতে কত সময় লাগে
আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সিলেট থেকে চট্টগ্রাম ট্রেনে যেতে কত
সময় লাগে। সিলেট থেকে চট্টগ্রাম ট্রেনে যেতে প্রায় সাড়ে সাত ঘন্টা থেকে
৯ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। এই সময়টা কম এবং বেশি হওয়ার কারণ
হচ্ছে ট্রেনের সময়সূচির উপর এবং যাত্রা পথে এই ট্রেনটি কতগুলো স্টেশনে যাত্রা
বিরতি দেয় তার সংখ্যার উপর নির্ভর করে।
এই রুটে আন্তঃনগর ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনে চলাচল করে থাকে। আন্তঃনগর
ট্রেনগুলো অনেক দ্রুত চলাচল করে এবং যাত্রাপথে কম স্টেশনে যাত্রা বিরতি দেয়
ফলে আন্তঃনগর ট্রেনগুলো দ্রুত গন্তব্য স্থানে পৌঁছায় যার কারণে সময়ও কম
লাগে। কিন্তু লোকাল ট্রেনগুলো যাত্রাপথে অনেকগুলো স্টেশনে যাত্রা বিরতি
দেয় এবং আন্তঃনগর ট্রেনের থেকে কম গতিতে চলে।
যার কারণে সময় একটু বেশি লাগতে পারে। তবে ট্রেন ভ্রমণের ভালো যে বিষয়
সেটা হচ্ছে রেলপথে কোন ট্রাফিক বা যানজটের সমস্যা থাকে না। ফলে ট্রেন
যাত্রা হয় নিরাপদ ও নির্ভরযোগ্য। আশা করছি আপনি উপরের আলোচনা থেকে সিলেট টু
চট্টগ্রাম ট্রেনে যেতে কত সময় লাগবে তা জানতে পেরেছেন।
শেষ কথাঃ সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়া
সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী সম্পর্কে আমি আমার আর্টিকেলের মধ্যে
বিস্তারিত আলোচনা করেছি। সেই সাথে আমি আপনাদেরকে আমার এই আর্টিকেল এর মাধ্যমে
সিলেট টু চট্টগ্রাম ট্রেন ভাড়া ২০২৫, সিলেট টু চট্টগ্রাম ট্রেনের তালিকা,
সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সাপ্তাহিক ছুটির তালিকা এবং সিলেট টু চট্টগ্রাম
ট্রেনের স্টপিস স্টেশন এর নাম সম্পর্কে জানিয়েছি। আশা করছি আমার এই আর্টিকেল
থেকে আপনি সিলেট থেকে চট্টগ্রাম যাওয়া ট্রেনের সকল আপডেট তথ্য জানতে পেরেছেন।
আপনি যদি আমার দেওয়া এই তথ্য থেকে উপকৃত হয়ে থাকেন। তাহলে এই আর্টিকেল আপনি
আপনার পরিচিত মানুষের কাছে শেয়ার করবেন। এই আর্টিকেলটি নিয়ে আপনার যদি কোন
প্রশ্ন বা মতামত থাকে অথবা আপনি যদি নতুন কোন বিষয়ে আপডেট তথ্য পেতে চান?
তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা প্রতিদিন পরিবহন
সম্পর্কিত তথ্য সহ নানা দরকারি তথ্য আমাদের ব্লগে প্রকাশ করে থাকি। তাই সর্বশেষ
আপডেট তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত করবেন।

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url