ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার আপডেট তালিকা

ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে চান? এখানে আপনি ভৈরব থেকে ঢাকা যাওয়া ট্রেনের সময়সূচী সহ ভৈরব টু ঢাকা ট্রেন ভাড়া ২০২৫ সম্পর্কে জানতে পারবেন।
ভৈরব-টু-ঢাকা-ট্রেনের-সময়সূচী
এছাড়াও এই আর্টিকেলে আপনি ভৈরব টু ঢাকা ট্রেনের তালিকা বিষয়েও জানতে পারবেন। তাই দেরি না করে চলুন ভৈরব থেকে ঢাকা যাওয়া ট্রেনের সকল তথ্য জেনে নেওয়া যাক।

পেজ সুচিপত্রঃ ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী

ভৈরব টু ঢাকা ট্রেনের তালিকা ২০২৫

ভৈরব থেকে যারা ঢাকা ট্রেনে যাতায়াত করে থাকে তাদের জন্য ভৈরব টু ঢাকা ট্রেনের তালিকা সম্পর্কে জানা অনেক জরুরী। ভৈরব থেকে ঢাকা যাত্রীদের যাতায়াত সুবিধার জন্য রেলওয়ে কৃতপক্ষ বেশ কিছু আন্তঃনগর ট্রেন চালু রেখেছে। এই ট্রেনগুলো সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে চলাচল করে যেন যাত্রীরা তাদের পছন্দের সময় অনুযায়ী নির্দিষ্ট সময়ে ভ্রমণ করতে পারে।
রেলওয়ের সর্বশেষ আপডেট তথ্য অনুযায়ী ভৈরব থেকে ঢাকা রুটে ১০টি আন্তঃনগর ট্রেন তাদের সাপ্তাহিক ছুটির দিন বাদে নিয়মিত চলাচল করছে। যাত্রীরা যেন যাত্রা করার সময় কোন ভোগান্তির শিকার না হয়। এজন্য এখন আমি আপনাদেরকে এই রুটে চলাচল করা ট্রেনগুলোর তালিকা সম্পর্কে জানাবো। তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক এই রুটে কোন কোন ট্রেন চলাচল করে তার তালিকা।

ভৈরব থেকে ঢাকা চলাচল করার ট্রেনের তালিকা
সিরিয়াল নাম্বার ভৈরব টু ঢাকা ট্রেনের তালিকা
তূর্ণা এক্সপ্রেস (৭৪১)
উপবন এক্সপ্রেস (৭৪০)
এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৮)
চট্টলা এক্সপ্রেস (৮০১)
কালনি এক্সপ্রেস (৭৭৪)
এগারো সিন্ধুর গোধূলি (৭৫০)
মহানগর এক্সপ্রেস (৭২১)
কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮২)
মহানগর গোধূলি (৭০৩)
১০ প্রভাত এক্সপ্রেস (৭১০)

ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী

ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী ট্রেন যাত্রাকে সহজ ও আরামদায়ক করতে জানা অনেক দরকারি। ভৈরব থেকে ঢাকা প্রতিদিন অনেক মানুষ তাদের বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে ট্রেনে যাতায়াত করে থাকে। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে রেলওয়ে কৃতপক্ষ এ রুটে বেশ কিছু আত্মনগর ট্রেন চালু রেখেছে। এই ট্রেনগুলো প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে ভৈরব থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচল করে।
আরো পড়ুনঃ 
যার কারণে যাত্রীরা সহজভাবে এবং সঠিক সময়ে গন্তব্য স্থানে পৌঁছাতে পারে। অনেক যাত্রীরা আছে যারা এই রুটে চলাচল করা ট্রেনগুলোর সময়সূচী সম্পর্কে জানেনা। আর এই না জানার কারণে তারা যাত্রা করার সময় অনেক বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে থাকে। তাই আগে থেকেই যদি এই চলাচল করা ট্রেনগুলোর সময়সূচী সম্পর্কে জানা থাকে, তাহলে যাত্রা অনেক সহজ ও ঝামেলা মুক্ত হবে। এজন্য দেরি না করে চলুন এই রুটে চলাচল করা ট্রেনগুলোর সময়সূচী সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভৈরব থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলোর সময়সূচী
সিরিয়াল নাম্বার ট্রেনের নাম ও নাম্বার ট্রেন ছাড়ার সময় গন্তব্য স্থানে পৌঁছানোর সময় ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
তূর্ণা এক্সপ্রেস (৭৪১) রাত ৩ঃ৩০ মিনিট সকাল ৫ঃ১০ মিনিট প্রতিদিন চলাচল করে
উপবন এক্সপ্রেস (৭৪০) সকাল ৪ঃ০৬মিনিট সকাল ৫ঃ৪০ মিনিট সোমবার
এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৮) সকাল ৮ঃ২০ মিনিট সকাল ১০ঃ৩৫ মিনিট প্রতিদিন চলাচল করে
চট্টলা এক্সপ্রেস (৮০১) সকাল ১০ঃ৫৩ মিনিট দুপুর ১২ঃ৪০ মিনিট শুক্রবার
কালনি এক্সপ্রেস (৭৭৪) সকাল ১১ঃ১৩ মিনিট দুপুর ১২ঃ৫৫ মিনিট শুক্রবার
এগারো সিন্ধুর গোধূলি (৭৫০) দুপুর ৩ঃ০০ মিনিট বিকাল ৪ঃ৪৫ মিনিট বুধবার
মহানগর এক্সপ্রেস (৭২১) বিকাল ৪ঃ৫৭ মিনিট সন্ধ্যা ৬ঃ৪০ মিনিট রবিবার
কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮২) বিকাল ৫ঃ৪৮ মিনিট রাত ৮ঃ০০ মিনিট মঙ্গলবার
মহানগর গোধূলি (৭০৩) সন্ধ্যা ৭ঃ০৮ মিনিট রাত ৮ঃ৪৫ মিনিট প্রতিদিন চলাচল করে
১০ প্রভাত এক্সপ্রেস (৭১০) রাত ৮ঃ৫৮ মিনিট রাত ১০ঃ৪০ মিনিট সোমবার

ভৈরব টু ঢাকা ট্রেন ভাড়া ২০২৫

আপনি যদি ভৈরব টু ঢাকা ট্রেন ভাড়া ২০২৫ জানেন, তাহলে এটা আপনার ট্রেন ভ্রমণের বাজেট পরিকল্পনা সহজ করতে সাহায্য করবে। তাই এখন আমি আপনাদেরকে ভৈরব থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলোর আপডেট ভাড়া সম্পর্কে জানাবো। কম খরচে আরামে ভৈরব থেকে ঢাকা যাওয়ার জন্য সবথেকে ভালো মাধ্যম হচ্ছে ট্রেন।

এর অন্যতম কারণ হচ্ছে ট্রেনে যাত্রা করলে বাসের তুলনায় খরচ অনেক কম এবং যাত্রা হয় অনেক আরামের। এর জন্যই মূলত যাত্রীরা ট্রেন ভ্রমণকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। ভৈরব থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলোর ভাড়া নির্ধারণ করা হয় ট্রেনের ক্লাস ও সার্ভিসের ওপর নির্ভর করে। এর মানে হচ্ছে ট্রেনের ভাড়া কম এবং বেশি হয় ট্রেনের সিটের ধরন অনুযায়ী।
এই রুটে চলাচল করা আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সিটের ব্যবস্থা থাকে। এ কারণে এই ট্রেনগুলোতে বিভিন্ন ধরনের মানুষ তাদের বাজেট অনুযায়ী সিট বেছে নিয়ে যাত্রা করতে পারে। তাই আপনাদের যাত্রার বাজেট পরিকল্পনা সহজ করতে নিচে আমি ভৈরব থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলোর সর্বশেষ আপডেট ভাড়ার তালিকা দিলাম। তাই দেরি না করে চলুন এই পথে যাতায়াত করা ট্রেনের ভাড়া কত তা জেনে নেওয়া যাক।

ভৈরব থেকে ঢাকা যাওয়া ট্রেনের ভাড়া
সিটের ধরন ভাঁড়ার পরিমাণ
শোভন ৮৫ টাকা
শোভন চেয়ার ১০৫ টাকা
ফাস্ট চেয়ার ১৫৬ টাকা
ফাস্ট সিট ১৫৬ টাকা
স্নিগ্ধা ১৯৬ টাকা
এসি সিট ২৩৬ টাকা
ফাস্ট বার্থ ২৮৬ টাকা
এসি বার্থ ৪০১ টাকা

ভৈরব টু ঢাকা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন

অনেক যাত্রীরা যারা ভৈরব থেকে ঢাকা যাওয়া ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে জানেনা। যার কারণে যাত্রা করার সময় বিভ্রান্তিকর পরিস্থিতি বা ঝামেলায় পড়তে হয়। তাই এখন আমি আপনাদেরকে ভৈরব টু ঢাকা ট্রেনের সাপ্তাহিক ছুটির তালিকা সম্পর্কে জানাবো।

আপনি যদি আগে থেকেই এই ট্রেনগুলোর ছুটির দিন সম্পর্কে জেনে থাকেন, তাহলে আপনি নিশ্চিন্তে আপনার যাত্রা পরিকল্পনা করতে পারবেন এবং কোন ঝামেলা ছাড়াই আপনার ভ্রমণ সম্পন্ন করতে পারবেন। তাই আর দেরি না করে চলুন ট্রেনগুলোর ছুটির দিনের তালিকা সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভৈরব থেকে ঢাকা যাওয়া ট্রেনের সাপ্তাহিক ছুটির তালিকা
ট্রেনের নাম ট্রেন বন্ধের দিন
তূর্ণা এক্সপ্রেস (৭৪১) প্রতিদিন চলাচল করে
উপবন এক্সপ্রেস (৭৪০) সোমবার
এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৮) প্রতিদিন চলাচল করেন
চট্টলা এক্সপ্রেস (৮০১) শুক্রবার
কালনি এক্সপ্রেস (৭৭৪) শুক্রবার
এগারো সিন্ধুর গোধূলি (৭৫০) বুধবার
মহানগর এক্সপ্রেস (৭২১) রবিবার
কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮২) মঙ্গলবার
মহানগর গোধূলি (৭০৩) প্রতিদিন চলাচল করে
প্রভাত এক্সপ্রেস (৭১০) সোমবার

ভৈরব টু ঢাকা ট্রেনের স্টপিস স্টেশন

আপনারা অনেকেই ভৈরব টু ঢাকা ট্রেনের স্টপিস স্টেশনের নাম জানতে চেয়েছেন। তাই এখন আমি আপনাদেরকে জানাবো ভৈরব থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলো যাত্রা পথে কোন কোন স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে। তাই দেরি না করে ভৈরব থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলো যাত্রাপথে কোন কোন স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে সেই স্টেশনগুলোর নাম জেনে নেওয়া যাক।

ভৈরব থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলো যেসব স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে
ট্রেনের নাম যাত্রা বিরতি স্টেশন যাত্রা বিরতি স্টেশন যাত্রা বিরতি স্টেশন যাত্রা বিরতি স্টেশন যাত্রা বিরতি স্টেশন
তূর্ণা এক্সপ্রেস (৭৪১) ভৈরব বাজার নাই নাই নাই ঢাকা
উপবন এক্সপ্রেস (৭৪০) ভৈরব বাজার নাই নরসিংদী বিমানবন্দর ঢাকা
এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৮) ভৈরব বাজার মেথিকান্দা নরসিংদী বিমানবন্দর ঢাকা
চট্টলা এক্সপ্রেস (৮০১) ভৈরব বাজার মেথিকান্দা নরসিংদী বিমানবন্দর ঢাকা
কালনি এক্সপ্রেস (৭৭৪) ভৈরব বাজার নাই নরসিংদী বিমানবন্দর ঢাকা
এগারো সিন্ধুর গোধূলি (৭৫০) ভৈরব বাজার নাই নরসিংদী বিমানবন্দর ঢাকা
মহানগর এক্সপ্রেস (৭২১) ভৈরব বাজার নাই নরসিংদী নাই ঢাকা
কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮২) ভৈরব বাজার মেথিকান্দা নরসিংদী বিমানবন্দর ঢাকা
মহানগর গোধূলি (৭০৩) ভৈরব বাজার নাই নরসিংদী নাই ঢাকা
প্রভাত এক্সপ্রেস (৭১০) ভৈরব বাজার নাই নাই বিমানবন্দর ঢাকা

ভৈরব টু ঢাকা কত কিলোমিটার

অনেকে জানতে চেয়েছেন ভৈরব থেকে ঢাকা কত কিলোমিটার। ভৈরব থেকে ঢাকার দূরত্ব প্রায় ৭৭ থেকে ৭৮ কিলোমিটার। ভৈরব থেকে ঢাকা আপনি সড়কপথে যদি কোন বাস বা প্রাইভেটকারে যেতে চান তাহলে সময় লাগতে পারে ১.৫ থেকে দুই ঘন্টা বা তার থেকেও বেশি। কারণ এই সময়টা নির্ভর করে গাড়ির গতির ওপর এবং রাস্তাতে ট্রাফিক ও আবহাওয়ার উপর। আশা করছি উক্ত আলোচনা থেকে আপনি ভৈরব টু ঢাকা কত কিলোমিটার তা জানতে পেরেছেন।

ভৈরব টু ঢাকা ট্রেনে যেতে কত সময় লাগে

আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভৈরব থেকে ঢাকা ট্রেনে যেতে কত সময় লাগে। ভৈরব থেকে ঢাকা আপনি যদি ট্রেনে যান, তাহলে এতে সময় লাগতে পারে দুই ঘন্টা বা তার থেকে বেশি। এই সময়টা মূলত নির্ভর করে সময়সূচির ওপর এবং যাত্রা পথে এই ট্রেনটি কতগুলো স্টেশনে থামে তার সংখ্যার উপর। এই রুটে শুধুই যে আন্তঃনগর ট্রেন চলাচল করে তা কিন্তু নয় এ রুটে আন্তঃনগর ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনেও চলাচল করে।
যেগুলো আন্তঃনগর ট্রেন এই ট্রেনগুলো অনেক দ্রুত চলাচল করে এবং যাত্রা বিরতিও কম স্টেশনে দিয়ে থাকে। ফলে যাত্রীরা খুব কম সময় গন্তব্য স্থানে পৌঁছাতে পারে। তবে লোকাল ট্রেনগুলো যাত্রা পথে অনেক গুলো স্টেশনে থামে। যার কারণে গন্তব্যে পৌঁছাতে একটু সময় বেশি লাগে। তবে ট্রেনে ভ্রমণ করার সবথেকে ভালো বিষয় হচ্ছে রেলপথে কোন ট্রাফিক বা যানজটের সমস্যা থাকে না। যার কারণে যাত্রা হয় নিরাপদ ও নির্ভরযোগ্য। আশা করছি আপনি উপরের আলোচনা থেকে ভৈরব থেকে ঢাকা ট্রেনে যেতে কত সময় লাগে তা জানতে পেরেছেন।

শেষ কথাঃ ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী

ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে আমি আমার আর্টিকেলের মধ্যে আলোচনা করেছি। সেই সাথে আমি আপনাদেরকে ভৈরব টু ঢাকা ট্রেন ভাড়া, ভৈরব টু ঢাকা ট্রেনের তালিকা, ভৈরব টু ঢাকা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন এবং ভৈরব থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলোর স্টপিস স্টেশনের নাম জানিয়েছি। আশা করছি আমার এই আর্টিকেল থেকে আপনি ভৈরব থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলোর র সকল আপডেট তথ্য জানতে পেরেছেন।

আপনি যদি আমার দেওয়া এই তথ্য থেকে উপকৃত হয়ে থাকেন। তাহলে আমার এই আর্টিকেলটি আপনি আপনার পরিচিত মানুষদের কাছে শেয়ার করবেন। আমার এই আর্টিকেলটি নিয়ে আপনার যদি কোন প্রশ্ন বা মতামত থাকে অথবা আপনি যদি নতুন কোন বিষয়ে আপডেট তথ্য পেতে চান? তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা প্রতিনিয়ত পরিবহন সম্পর্কিত আমাদের ব্লগে প্রকাশ করে থাকি। তাই সর্বশেষ আপডেট তথ্য পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url