ঢাকা টু পঞ্চগড় ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
আপনি কি ঢাকা টু পঞ্চগড় ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে চান? এখানে আপনি
এই ট্রেনগুলোর সময়সূচি সহ ঢাকা টু পঞ্চগড় ট্রেনের ভাড়া ২০২৫ সম্পর্কে
জানতে পারবেন।
এছাড়াও এখানে আপনি ঢাকা টু পঞ্চগড় ট্রেনের স্টপিস স্টেশনের নাম
সম্পর্কেও জানতে পারবেন। তাই দেরি না করে চলুন ঢাকা থেকে পঞ্চগড় চলাচল করা
ট্রেনগুলোর সকল আপডেট তথ্য জেনে নেওয়া যাক।
প্রেজ সূচিপত্রঃ ঢাকা টু পঞ্চগড় ট্রেনের সময়সূচী
ঢাকা টু পঞ্চগড় ট্রেনের তালিকা ২০২৫
আপনারা অনেকেই ঢাকা থেকে পঞ্চগড় চলাচল করা ট্রেনগুলোর তালিকা সম্পর্কে জানতে
চেয়েছেন। যে সকল যাত্রীরা নিয়মিত ঢাকা থেকে পঞ্চগড় যাতায়াত করে থাকে, তাদের
অবশ্যই ঢাকা থেকে পঞ্চগড় রুটে চলাচল করা ট্রেনগুলোর তালিকা সম্পর্কে জানা জরুরী।
আগে থেকেই যদি এই রুটে চলাচল করা ট্রেনগুলোর তালিকা সম্পর্কে জানা থাকে, তাহলে
যাত্রা করার সময় কোন রকম সমস্যার মধ্যে পড়বে না। যার কারণে যাত্রা সঠিক সময়ে
এবং নিশ্চিন্তে করা যাবে।
এই রুটে চলাচল করার সময় কোন রকম যেন সমস্যা বা ঝামেলার মধ্যে না পড়তে হয় এবং
যাত্রা যেন আরামে ঝামেলা ছাড়া করা যায়। সেজন্য রেলওয়ে কৃতপক্ষ ঢাকা থেকে
পঞ্চগড় রুটে তিনটি আন্তঃনগর ট্রেন চালু রেখেছে। এই ট্রেনগুলো তার নির্ধারিত
সময়সূচী অনুযায়ী নিয়মিত চলাচল করে থাকে। যাত্রা যেন সহজ এবং ঝামেলা মুক্ত হয়
তাই এখন আমি এই রুটে চলাচল করা ট্রেনগুলোর নাম সম্পর্কে জানাবো। তাই দেরি না করে
চলুন এই ট্রেনগুলোর তালিকা জেনে নেওয়া যাক।
ঢাকা থেকে পঞ্চগড় চলাচল করা ট্রেনের তালিকা
| সিরিয়াল নাম্বার | ঢাকা টু পঞ্চগড় ট্রেন তালিকা |
|---|---|
| ১ | একতা এক্সপ্রেস (৭০৫) |
| ২ | দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭) |
| ৩ | পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) |
ঢাকা টু পঞ্চগড় ট্রেনের সময়সূচী
অসংখ্য মানুষ আছে যারা প্রতিদিন ঢাকা থেকে পঞ্চগড় ট্রেনে যাওয়া আসা করে থাকে।
তাই অনেকেই জানতে চেয়েছেন ঢাকা টু পঞ্চগড় ট্রেনের সময়সূচী সম্পর্কে।
যাত্রীরা যেন কোন ধরনের সমস্যায় না পড়ে এবং যাত্রা যেন সঠিক সময়ে আরামে করতে
পারে। এ জন্য যাত্রী সুবিধার কথা চিন্তা করে রেলওয়ে কৃতপক্ষ এই রুটে কয়েকটি
আন্তঃনগর ট্রেন চালু রেখেছে।
এই ট্রেনগুলো তার সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতিদিন রেলওয়ের নির্ধারিত
সময়সূচী অনুযায়ী এই রুটে চলাচল করে থাকে। যার কারণে যাত্রীরা খুব সহজেই তাদের
পছন্দের সময় অনুযায়ী এ ট্রেনগুলোতে ভ্রমণ করে এবং সঠিক সময়ে গন্তব্যে
পৌঁছাতে পারে। অনেক যাত্রী আছে যারা ঢাকা থেকে পঞ্চগড় যাওয়া ট্রেনগুলোর
সময়সূচী সম্পর্কে কোন কিছু জানে না।
ফলে তারা যাত্রা করার সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং যাত্রা
বিলম্বিত বা অনিশ্চিত হয়ে পড়ে। যাত্রীরা যেন তাদের ভ্রমণ সময় মত করতে পারে
এবং কোন ঝামেলা ছাড়াই যাত্রার সম্পন্ন করতে পারে। তার জন্য এখন আমি এই
ট্রেনগুলোর সময়সূচীর আপডেট তথ্য জানাবো। তাই দেরি না করে চলুন ঢাকা থেকে
পঞ্চগড় যাওয়া ট্রেন গুলোর সময়সূচী জেনে নেওয়া যাক।
ঢাকা থেকে পঞ্চগড় চলাচল করা ট্রেনের সময়সূচী
| সিরিয়াল নাম্বার | ট্রেনের নাম ও নাম্বার | ট্রেন ছাড়ার সময় | গন্তব্য স্থানে পৌঁছানোর সময় | ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন |
|---|---|---|---|---|
| ১ | একতা এক্সপ্রেস (৭০৫) | সকাল ১০ঃ১৫ মিনিট | রাত ০৯ঃ০০ মিনিট | প্রতিদিন চলাচল করে |
| ২ | দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭) | রাত ০৮ঃ৪৫ মিনিট | সকাল ০৭ঃ১০ মিনিট | প্রতিদিন চলাচল করে |
| ৩ | পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) | রাত ১১ঃ৩০ মিনিট | সকাল ৯ঃ৫০ মিনিট | প্রতিদিন চলাচল করে |
ঢাকা টু পঞ্চগড় ট্রেনের ভাড়া ২০২৫
এখন আমি আপনাদেরকে ঢাকা থেকে পঞ্চগড় চলাচল করা ট্রেনগুলোর ভাড়া সম্পর্কে
জানাবো। ঢাকা থেকে পঞ্চগড় চলাচল করার জন্য অবশ্যই আপনাকে প্রথমে এই ট্রেনগুলোর
ভাড়ার তালিকা সম্পর্কে জানতে হবে। কেননা ভাড়ার তালিকা যদি আপনার আগে থেকে
জানা থাকে, তাহলে আপনি খুব সহজেই আপনার যাত্রার বাজেট পরিকল্পনা করতে পারবেন।
ফলে আপনি খুব সহজেই যাত্রা করতে পারবেন এবং আপনার বাজেট অনুযায়ী এই সকল ট্রেনে
সিট বেছে নিয়ে আরামে ভ্রমণ করতে পারবেন।
মানুষ বর্তমানে অন্যান্য সকল যানবাহনের থেকে ট্রেনকেই বেশি প্রাধান্য দিয়ে
থাকে। কারণ ট্রেন ভ্রমণ অনেক আরামদায়ক পাশাপাশি ট্রেনে ভ্রমণ করলে খরচ অনেক কম
হয় এবং নিরাপদে যাত্রা করা যায়। ঢাকা থেকে পঞ্চগড় রুটে যেসব ট্রেন চলাচল করে
এই ট্রেনগুলোর ভাড়া ট্রেনের ক্লাস এবং ট্রেনের আসনের ধরন অনুযায়ী নির্ধারণ
করা হয়। এই ট্রেনের যত আরামদায়ক সিট আপনি নিবেন তার জন্য আপনাকে তত ভাড়া
বেশি দিতে হবে।
এই ট্রেনগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সিটের ব্যবস্থা থাকার কারণে সাধারণ যাত্রীরা
তাদের বাজেট অনুযায়ী সিট বেছে নিয়ে আরামে যাত্রা করতে পারে। যাত্রার বাজেট
পরিকল্পনা যেন সহজ হয় এবং আপনি যেন কোন সমস্যা ছাড়াই এই ট্রেনে ভ্রমণ করতে
পারেন। তার জন্য এখন আমি আপনাকে এই ট্রেনগুলোর ভাড়ার তালিকা জানাবো, তাই দেরি
না করে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
একতা এক্সপ্রেস (৭০৫) ট্রেনের ভাড়া
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| স্নিগ্ধা | ১৪২১ টাকা | একতা এক্সপ্রেস (৭০৫) |
| শোভন চেয়ার | ৭৪০ টাকা | একতা এক্সপ্রেস (৭০৫) |
| এসি সিট | ১৭০২ টাকা | একতা এক্সপ্রেস (৭০৫) |
দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭) ট্রেনের ভাড়া
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| স্নিগ্ধা | ১৪২১ টাকা | দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭) |
| শোভন চেয়ার | ৭৪০ টাকা | দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭) |
| এসি বার্থ | ২৫৯৮ টাকা | দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭) |
পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) ট্রেনের ভাড়া
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| স্নিগ্ধা | ১৪২১ টাকা | পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) |
| শোভন চেয়ার | ৭৪০ টাকা | পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) |
| এসি বার্থ | ২৫৯৮ টাকা | পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) |
ঢাকা টু পঞ্চগড় ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
আপনারা অনেকেই ঢাকা থেকে পঞ্চগড় চলাচল করা শেষ বলে সাপ্তাহিক ছুটির দিন
সম্পর্কে জানতে চেয়েছেন। যাত্রা সুনিশ্চিতভাবে করার জন্য অবশ্যই
আপনাকে প্রথমে এই ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে জানতে
হবে। চেননা আপনি যদি আগে থেকেই এই ট্রেনের সাপ্তাহিক ছুটি সম্পর্কে না
জেনে থাকেন,
তাহলে যাত্রা করার সময় আপনার যাত্রা অনিশ্চিত হতে পারে। তাই যাত্রা কে
সুনিশ্চিত করার জন্য এই রুটে চলাচল করা ট্রেনগুলোর সাপ্তাহিক বন্ধের দিন
সম্পর্কে জানতে হবে। যাত্রা যেন আপনি সুনিশ্চিতভাবে করতে পারেন এজন্য এখন
আমি আপনাদেরকে এই ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে জানাবো তাই দেরি না
করে চলুন জেনে নেওয়া যাক।
-
ঢাকা থেকে পঞ্চগড় রুটে এই তিনটি আন্তঃনগর ট্রেন প্রতিদিন চলাচল করে। এই
ট্রেনগুলোর সাপ্তাহিক কোন ছুটির দিন নেই। তাই নিশ্চিন্তে আপনি প্রতিদিন এই
ট্রেনের সময়সূচী অনুযায়ী ঢাকা থেকে পঞ্চগড় যাতায়াত করতে
পারবেন।
আশা করছি উপরোক্ত আলোচনা থেকে আপনি ঢাকা থেকে পঞ্চগড় রুটে চলাচল করা
ট্রেনগুলোর সাপ্তাহিক বন্ধের দিন সম্পর্কে জানতে পেরেছেন।
ঢাকা টু পঞ্চগড় ট্রেনের স্টপিস স্টেশন
ঢাকা থেকে পঞ্চগড় আপনি যদি নিয়মিত যাতায়াত করে থাকেন, তাহলে অবশ্যই আপনার এই
রুটে চলাচল করা ট্রেনগুলোর স্টপেজ ইষ্টিশনের নাম সম্পর্কে জানা দরকার। ঢাকা
থেকে পঞ্চগড় রুটে বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। এই ট্রেনগুলো এই
রুটে চলাচল করার সময় বেশ কিছু স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে। যেসব স্টেশনে
এই ট্রেনগুলো থামে সেখান থেকে অনেক যাত্রী ওঠেন এবং নামেন।
আপনার যদি এই স্টেশনগুলো সম্পর্কে আগে থেকে ধারণা থাকে, তাহলে আপনি এই
স্টেশনগুলোর সুবিধা নিতে পারবেন এবং যাত্রা পথে আপনার কোন সমস্যা হবে না ও কোন
বিভ্রান্তিকর পরিস্থিতিতেও আপনি পড়বেন না। তাই এখন আমি আপনাদেরকে এই ট্রেনগুলোর
স্টপেজ স্টেশন এর নাম জানাবো। দেরি না করে চলুন এই রুটে চলাচল করা ট্রেনগুলো
যাত্রাপথে কোন কোন স্টেশনে থামে তা জেনে নেওয়া যাক।
ঢাকা থেকে পঞ্চগড় চলাচল করা ট্রেনগুলোর স্টপিস স্টেশনের তালিকা
| একতা এক্সপ্রেস (৭০৫) স্টপিস স্টেশন | দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭) স্টপিস স্টেশন | পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) স্টপিস স্টেশন |
|---|---|---|
| ঢাকা | ঢাকা | ঢাকা |
| বিমানবন্দর | বিমানবন্দর | বিমানবন্দর |
| জয়দেবপুর | জয়দেবপুর | নাটোর |
| টাঙ্গাইল | টাঙ্গাইল | সান্তাহার |
| ইব্রাহিমাবাদ | ইব্রাহিমাবাদ | জয়পুরহাট |
| এস এম মনসুর আলী | জামতলী | পার্বতীপুর |
| উল্লাপাড়া | চাটমোহর | দিনাজপুর |
| ঈশ্বরদী বাইপাস | নাটোর | পীরগঞ্জ |
| নাটোর | আহসানগঞ্জ | ঠাকুরগাঁও রোড |
| সান্তাহার | সান্তাহার | পঞ্চগড় |
| আক্কেলপুর | আকিলপুর | - |
| জয়পুরহাট | জয়পুরহাট | - |
| পাঁচবিবি | পাঁচবিবি | - |
| বিরামপুর | বিরামপুর | - |
| ফুলবাড়ী | ফুলবাড়ি | - |
| পার্বতীপুর | পার্বতীপুর | - |
| চিরিরবন্দর | চিরিরবন্দর | - |
| দিনাজপুর | দিনাজপুর | - |
| সেতাবগঞ্জ | সেতাবগঞ্জ | - |
| পীরগঞ্জ | পীরগঞ্জ | - |
| ঠাকুরগাঁও রোড | ঠাকুরগাঁও রোড | - |
| রুহিয়া | রুহিয়া | - |
| কিসমত | কিসমত | - |
| পঞ্চগড় | পঞ্চগড় | - |
ঢাকা টু পঞ্চগড় কত কিলোমিটার
আপনারা অনেকেই জানতে চেয়েছেন ঢাকা থেকে পঞ্চগড় কত কিলোমিটার। ঢাকা থেকে
পঞ্চগড়ের দূরত্ব প্রায় ৪০৮ কিলোমিটার। এটা গুগল ম্যাপ অনুযায়ী তথ্য। অনেকেই
এই পথে যাত্রা করে থাকে কেউ ট্রেনে কেউ বাসে কেউ প্রাইভেট কারে। তবে সবথেকে
জনপ্রিয় মাধ্যম হচ্ছে ট্রেন ভ্রমণ। ট্রেনে ভ্রমণ করলে যাত্রায় ক্লান্তি কম হয়
এবং যাত্রায় অনেক আরাম ও আনন্দ উপভোগ করা যায়। আশা করছি উপরের আলোচনা থেকে
আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।
ঢাকা থেকে পঞ্চগড় ট্রেনে যেতে কত সময় লাগে
আপনাদের সুবিধার জন্য এখন আমি আপনাদেরকে ঢাকা থেকে পঞ্চগড় ট্রেনে যেতে কত
সময় লাগে তা জানাবো। ঢাকা থেকে পঞ্চগড় ট্রেনে যেতে সময় লাগে প্রায় ৯
ঘণ্টা থেকে ১০ ঘন্টা। কিছু কারণে এ সময়টা কম ও বেশি হতে পারে। কারণ এই পথে
চলাচল করা ট্রেনগুলো কত সময় গন্তব্যে পৌঁছাতে পারবে। তা নির্ভর করে
ট্রেনগুলোর নির্ধারিত সময়সূচির উপর এবং যাত্রা পথে এই ট্রেনগুলো কোন কোন
স্টেশনে দাঁড়ায় এবং সেখানে কতক্ষণ সময় লাগে তার উপর।
এই রুটে টোটাল তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। এই ট্রেনগুলো দ্রুতগতি
হওয়ার কারণে খুব দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়। তবে এর মধ্যে কিছু ট্রেন
যাত্রা পথে অনেক স্টেশনে থামে, যার কারণে স্বাভাবিকভাবেই সময় একটু বেশি
লাগতে পারে। তবে নয় থেকে দশ ঘণ্টার মধ্যে নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছানো যাবে
আশা করা যায়। আশা করছি উপরের আলোচনা থেকে আপনি ঢাকা টু পঞ্চগড় ট্রেনে
যেতে কত সময় লাগে তা জানতে পেরেছেন।
শেষ কথাঃ ঢাকা টু পঞ্চগড় ট্রেনের সময়সূচী
আমি আমার আর্টিকেলের মধ্যে ঢাকা টু পঞ্চগড় ট্রেনের সময়সূচী সম্পর্কে
আপনাদের আপডেট তথ্য জানিয়েছি। এর পাশাপাশি আমি আমার আর্টিকেলের মাধ্যমে
আপনাদেরকে ঢাকা টু পঞ্চগড় ট্রেনের ভাড়া, ঢাকা টু পঞ্চগড় ট্রেনের
সাপ্তাহিক ছুটির দিন, ঢাকা টু পঞ্চগড় ট্রেনের স্টপিস স্টেশন এবং ঢাকা থেকে
পঞ্চগড় ট্রেনে যেতে কত সময় লাগে তা জানিয়েছি। আশা করছি এই আর্টিকেলে
আপনি ঢাকা থেকে পঞ্চগড় চলাচল করা ট্রেনগুলোর সকল আপডেট তথ্য জানতে
পেরেছেন।
আপনি যদি এই তথ্য থেকে উপকৃত হয়ে থাকেন। তাহলে এই আর্টিকেলটি আপনি আপনার
পরিচিত মানুষদের কাছে শেয়ার করবেন। এছাড়াও এই আর্টিকেলটি নিয়ে আপনার যদি
কোন প্রশ্ন বা মতামত থাকে অথবা আপনি যদি নতুন কোন বিষয়ে আপডেট তথ্য পেতে
চান? তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা প্রতিদিন
পরিবহন সম্পর্কিত তথ্য সহ নানা দরকারি তথ্য আমাদের ব্লগে প্রকাশ করে থাকি।
তাই সর্বশেষ আপডেট তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করবেন।

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url