খুলনা থেকে যশোর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
আপনি কি খুলনা থেকে যশোর ট্রেনের সময়সূচী জানতে চান? এখানে আপনি খুলনা থেকে যশোর
যাওয়া ট্রেনগুলোর সময়সূচী সহ খুলনা টু যশোর ট্রেন ভাড়া ২০২৫ সম্পর্কে জানতে
পারবেন।
এর পাশাপাশি খুলনা টু যশোর ট্রেনের স্টপিস স্টেশনের নাম সম্পর্কেও বিস্তারিত
জানতে পারবেন। তাই দেরি না করে চলুন খুলনা থেকে যশোর চলাচল করা ট্রেনের সকল আপডেট
তথ্য জেনে নিই।
পেজ সুচিপত্রঃ খুলনা থেকে যশোর ট্রেনের সময়সূচী
-
খুলনা টু যশোর ট্রেনের তালিকা ২০২৫
- খুলনা থেকে যশোর ট্রেনের সময়সূচী
- খুলনা টু যশোর ট্রেন ভাড়া ২০২৫
-
খুলনা টু যশোর ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
-
খুলনা টু যশোর ট্রেনের স্টপিস স্টেশন
-
খুলনা টু যশোর কত কিলোমিটার
-
খুলনা টু যশোর ট্রেনে যেতে কত সময় লাগে
-
শেষ কথাঃ খুলনা থেকে যশোর ট্রেনের সময়সূচী ও ট্রেনের ভাড়া
খুলনা টু যশোর ট্রেনের তালিকা ২০২৫
আপনারা অনেকেই খুলনা থেকে যশোর যাওয়া ট্রেনগুলোর তালিকা সম্পর্কে জানতে
চেয়েছেন। নিয়মিত খুলনা থেকে যশোর যাতায়াত করে থাকলে অবশ্যই আপনাকে এই রুটে
চলাচল করা ট্রেনগুলোর তালিকা সম্পর্কে জানতে হবে। আপনি যদি এই রুটে চলাচল করা
ট্রেনগুলোর তালিকা সম্পর্কে আগে থেকেই জেনে থাকেন। তাহলে আপনি যাত্রা করার সময়
কোন ঝামেলার মধ্যে বা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়বেন না। ফলে আপনার যাত্রা সঠিক
সময়ে এবং নিশ্চিন্তে করতে পারবেন।
আপনারা যাত্রা করার সময় যেন কোন ঝামেলার মধ্যে না পড়েন এবং আরামে নিরাপদে
ঝামেলা ছাড়া গন্তব্য পৌঁছাতে পারেন। এজন্য রেলওয়ে কৃতপক্ষ খুলনা থেকে যশোর রুটে
বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন চালু রেখেছে। এই ট্রেনগুলো তার সাপ্তাহিক ছুটির দিন
বাদে প্রতিদিন এই রুটে নিয়মিত চলাচল করে থাকে। আপনাদের যাত্রা করার সময় যেন কোন
ঝামেলা বা সমস্যা না হয় তাই এখন আমি আপনাদেরকে এই রুটে চলাচল করা ট্রেনের তালিকা
সম্পর্কে জানাবো। তাই দেরি না করে চলুন এই ট্রেনগুলোর নাম সম্পর্কে জেনে নেওয়া
যাক।
খুলনা থেকে যশোর যেসকল ট্রেন চলাচল করে তার তালিকা
| সিরিয়াল নাম্বার | খুলনা টু যশোর ট্রেন তালিকা |
|---|---|
| ১ | কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫) |
| ২ | রুপসা এক্সপ্রেস (৭২৭) |
| ৩ | চিত্রা এক্সপ্রেস (৭৬৩) |
| ৪ | সাগরদারি এক্সপ্রেস (৭৬১) |
| ৫ | সীমান্ত এক্সপ্রেস (৭৪৭) |
| ৬ | সুন্দরবন এক্সপ্রেস (৭২৫) |
খুলনা থেকে যশোর ট্রেনের সময়সূচী
অনেক মানুষ আছে যারা প্রতিদিন খুলনা থেকে যশোর ট্রেনে যাওয়া আসা করে থাকে। ফলে
অনেকেই আমার কাছে খুলনা থেকে যশোর ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে চেয়েছেন।
যাত্রীরা যেন কোন সমস্যায় না পড়ে এবং যাত্রা যেন সঠিক সময়ে সম্পন্ন করতে
পারে, তার জন্য রেলওয়ে কৃতপক্ষ খুলনা থেকে যশোর রুটে বেশ কিছু আন্তঃনগর ট্রেন
চালু রেখেছে।
এই ট্রেনগুলো সপ্তাহে একদিন বন্ধ থাকে বাকি দিনগুলো ট্রেনের নির্ধারিত সময়সূচী
অনুযায়ী নিয়মিত চলাচল করে থাকে। ফলে যাত্রীরা পছন্দমত সময় বেছে নিয়ে ভ্রমণ
শুরু করে এবং নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে। অনেক যাত্রী আছে যারা
খুলনা থেকে যশোর রুটে চলাচল করা ট্রেনগুলোর সময়সূচী সম্পর্কে কোন ধারণা
রাখেনা।
ফলে তারা ভ্রমণ করার সময় অনেক ধরনের সমস্যায় পড়ে এবং সঠিক সময়সূচী না জানার
কারণে যাত্রা বিলম্বিত হয় বা অনিশ্চিত হয়ে পড়ে। যাত্রীরা যেন তাদের যাত্রা
সময়মতো সহজে এবং ঝামেলা ছাড়া সম্পূর্ণ করতে পারে, তার জন্য এখন আমি এই রুটে
চলাচল করা ট্রেনগুলোর আপডেট সময়সূচী সম্পর্কে তথ্য দেব। তাই দেরি না করে চলুন
খুলনা থেকে যশোর যাওয়া ট্রেনগুলোর সময়সূচী সম্পর্কে জেনে নিই।
খুলনা থেকে যশোর যাওয়া ট্রেনের সময়সূচীর তালিকা ২০২৫
| সিরিয়াল নাম্বার | ট্রেনের নাম ও নাম্বার | ট্রেন ছাড়ার সময় | গন্তব্য স্থানে পৌঁছানোর সময় | ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন |
|---|---|---|---|---|
| ১ | কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫) | সকাল ০৬ঃ৪৫ মিনিট | সকাল ০৭ঃ৪৮ মিনিট | শুক্রবার |
| ২ | রুপসা এক্সপ্রেস (৭২৭) | সকাল ০৭ঃ১৫ মিনিট | সকাল ০৮ঃ১৯ মিনিট | বৃহস্পতিবার |
| ৩ | চিত্রা এক্সপ্রেস (৭৬৩) | সকাল ০৯ঃ০০ মিনিট | সকাল ১০ঃ০৪ মিনিট | রবিবার |
| ৪ | সাগরদারি এক্সপ্রেস (৭৬১) | বিকাল ০৪ঃ০০ মিনিট | বিকাল ০৫ঃ০৩ মিনিট | সোমবার |
| ৫ | সীমান্তা এক্সপ্রেস (৭৪৭) | রাত ০৯ঃ১৫ মিনিট | রাত ১০ঃ২৩ মিনিট | সোমবার |
| ৬ | সুন্দরবন এক্সপ্রেস (৭২৫) | রাত ০৯ঃ৪৫ মিনিট | রাত ১০ঃ৫৩ মিনিট | মঙ্গলবার |
খুলনা টু যশোর ট্রেন ভাড়া ২০২৫
খুলনা থেকে যশোর অধিকাংশ মানুষই ট্রেনের মাধ্যমে এই পথ যাতায়াত করে থাকে। আপনি
যদি এই রুটে যাতায়াত নিয়মিত করেন বা করতে চান, তাহলে আপনার এই ট্রেনের বাজেট
পরিকল্পনা সহজ করার জন্য খুলনা টু যশোর ট্রেনের ভাড়া ২০২৫ সম্পর্কে জানা
দরকার। আগে থেকেই আপনি যদি এই ট্রেনগুলোর ভাড়া সম্পর্কে জেনে থাকেন, তাহলে
আপনার যাত্রার পরিকল্পনা অনেক সহজ হবে।
ফলে আপনি আপনার পছন্দ অনুযায়ী সিট বেছে নিয়ে আরামে ভ্রমণ করতে পারবেন। খুলনা
থেকে যশোর মানুষ ট্রেন ভ্রমণকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। কারণ ট্রেন ভ্রমণে
অন্যান্য সব যানবাহনের থেকে খরচ কম হয় এবং আরামে ও নিরাপদে ভ্রমণ করা যায়।
খুলনা থেকে যশোর চলাচল করা ট্রেনগুলোর ভাড়া নির্ধারণ করা হয় ট্রেনগুলোর
কোয়ালিটির ওপর এবং ভেতরের আসনের ধরনের ওপর। এই রুটে চলাচল করা আন্তঃনগর
ট্রেনগুলো আধুনিক হওয়ার কারণে।
এই ট্রেনের মধ্যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং সাধারণ থেকে উন্নত মানের আসন
ব্যবস্থা রয়েছে। বিভিন্ন ধরনের সিটের সুব্যবস্থা থাকার কারণে যাত্রীরা তাদের
বাজেট অনুযায়ী সিট বেছে নিতে পারে এবং স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারে।
যাত্রার বাজেট পরিকল্পনা সহজ করার জন্য এখন আমি আপনাদেরকে এই রুটে চলাচল করা
ট্রেনগুলোর ভাড়ার তালিকা জানাবো। তাই দেরি না করে চলুন এই ট্রেনের ভাড়া
সম্পর্কে জেনে নেওয়া যাক।
কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫) ট্রেনের ভাড়া
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| স্নিগ্ধা | ১৩৩ টাকা | কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫) |
| শোভন চেয়ার | ৭০ টাকা | কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫) |
রুপসা এক্সপ্রেস (৭২৭) ট্রেনের ভাড়া
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| এসি সিট | ১৫৬ টাকা | রুপসা এক্সপ্রেস (৭২৭) |
| স্নিগ্ধা | ১৩৩ টাকা | রুপসা এক্সপ্রেস (৭২৭) |
| শোভন চেয়ার | ৭০ টাকা | রুপসা এক্সপ্রেস (৭২৭) |
চিত্রা এক্সপ্রেস (৭৬৩) ট্রেনের ভাড়া
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| স্নিগ্ধা | ১৩৩ টাকা | চিত্রা এক্সপ্রেস (৭৬৩) |
| এসি সিট | ১৫৬ টাকা | চিত্রা এক্সপ্রেস (৭৬৩) |
| শোভন চেয়ার | ৭০ টাকা | চিত্রা এক্সপ্রেস (৭৬৩) |
সাগরদারি এক্সপ্রেস (৭৬১) ট্রেনের ভাড়া
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| স্নিগ্ধা | ১৩৩ টাকা | সাগরদারি এক্সপ্রেস (৭৬১) |
| এসি সিট | ১৫৬ টাকা | সাগরদারি এক্সপ্রেস (৭৬১) |
সীমান্তা এক্সপ্রেস (৭৪৭) ট্রেনের ভাড়া
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| এসি বার্থ | ২৮৬ টাকা | সীমান্তা এক্সপ্রেস (৭৪৭) |
| স্নিগ্ধা | ১৩৩ টাকা | সীমান্তা এক্সপ্রেস (৭৪৭) |
| শোভন চেয়ার | ৭০ টাকা | সীমান্তা এক্সপ্রেস (৭৪৭) |
সুন্দরবন এক্সপ্রেস (৭২৫) ট্রেনের ভাড়া
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| এসি বার্থ | ২৮৬ টাকা | সুন্দরবন এক্সপ্রেস (৭২৫) |
| শোভন চেয়ার | ৭০ টাকা | সুন্দরবন এক্সপ্রেস (৭২৫) |
| স্নিগ্ধা | ১৩৩ টাকা | সুন্দরবন এক্সপ্রেস (৭২৫) |
খুলনা টু যশোর ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
আপনারা অনেকেই জানতে চেয়েছেন খুলনা টু যশোর ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
সম্পর্কে। যাত্রাকে সহজ ঝামেলামুক্ত এবং নিশ্চিত করার জন্য আপনাকে প্রথমেই
খুলনা থেকে যশোর যাওয়া ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে জানতে হবে।
আপনি যদি এই ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে আগেই জেনে থাকেন, তাহলে
আপনি যাত্রা করার সময় কোন ঝামেলা বা সমস্যার মধ্যে পড়বেন না
এবং যাত্রা নিশ্চিন্তে সঠিক সময়ে করতে পারবেন। আপনার যাত্রা যেন সহজ এবং
ঝামেলা হীন ভাবে সম্পূর্ণ হয়, তাই এখন আমি আপনাকে খুলনা থেকে যশোর রুটে চলাচল
করা ট্রেনগুলোর সপ্তাহিক ছুটির দিন সম্পর্কে জানাবো। তাই দেরি না করে চলুন এই
চলাচল করা ট্রেনগুলোর সাপ্তাহিক বন্ধের তালিকা সম্পর্কে জেনে নিন।
- খুলনা থেকে যশোর যাওয়া কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫) এই ট্রেনটি শুক্রবার বন্ধ থাকে।
- খুলনা থেকে যশোর যাওয়া রুপসা এক্সপ্রেস (৭২৭) এই ট্রেনটি বৃহস্পতিবার বন্ধ থাকে।
- খুলনা থেকে যশোর যাওয়া চিত্রা এক্সপ্রেস (৭৬৩) এই ট্রেনটি রবিবার বন্ধ থাকে।
- খুলনা থেকে যশোর যাওয়া সাগরদারি এক্সপ্রেস (৭৬১) এই ট্রেনটি সোমবার বন্ধ থাকে।
- খুলনা থেকে যশোর যাওয়া সীমান্তা এক্সপ্রেস (৭৪৭) এই ট্রেনটি সোমবার বন্ধ থাকে।
- খুলনা থেকে যশোর যাওয়া সুন্দরবন এক্সপ্রেস (৭২৫) এই ট্রেনটি মঙ্গলবার বন্ধ থাকে।
খুলনা টু যশোর ট্রেনের স্টপিস স্টেশন
আপনি যদি খুলনা থেকে যশোর নিয়মিত যাতায়াত করে থাকেন। তাহলে আপনাকে অবশ্যই
এই রুটে চলাচল করা ট্রেনগুলোর স্টপেজ স্টেশন এর নাম সম্পর্কে জানতে হবে।
খুলনা থেকে যশোর রেলওয়ে কৃতপক্ষ বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন চালু রেখেছে। এই
ট্রেনগুলো এই রুটে চলাচল করার সময় যাত্রা পথে বেশ কিছু স্টেশনে যাত্রা বিরতি
দিয়ে থাকে। যে যাত্রীগণ এই রুটে নিয়মিত চলাচল করে তাদের ভ্রমণের আগে অবশ্যই
এই ট্রেনগুলোর সকল তথ্য সম্পর্কে ভালোভাবে জানা প্রয়োজন।
এই সকল ট্রেনের তথ্য যদি আগে থেকেই তারা জেনে থাকে, তাহলে তারা যাত্রা পথে
কোন বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়বে না। তাই এখন আমি আপনাদেরকে এই ট্রেনের
স্টপেজ স্টেশনের নাম জানাবো। যেগুলো জানার পর আপনি যেকোনো সময় এইসব স্টেশনের
সুবিধা গুলো যাত্রাকালীন সময়ে নিতে পারবেন। তাই দেরি না করে চলুন যাত্রাপথে
এই ট্রেনগুলো কোন কোন স্টেশনে থামে তার নাম জেনে নিই।
খুলনা থেকে যশোর যাওয়া ট্রেনগুলোর স্টপিস স্টেশনের তালিকা
| কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫) স্টপিস স্টেশন | রুপসা এক্সপ্রেস (৭২৭) স্টপিস স্টেশন | চিত্রা এক্সপ্রেস (৭৬৩) স্টপিস স্টেশন | সাগরদারি এক্সপ্রেস (৭৬১) স্টপিস স্টেশন | সীমান্তা এক্সপ্রেস (৭৪৭) স্টপিস স্টেশন | সুন্দরবন এক্সপ্রেস (৭২৫) স্টপিস স্টেশন |
|---|---|---|---|---|---|
| খুলনা | খুলনা | খুলনা | খুলনা | খুলনা | খুলনা |
| নোয়াপাড়া | নোয়াপাড়া | নোয়াপাড়া | নোয়াপাড়া | দৌলতপুর | দৌলতপুর |
| যশোর | যশোর | যশোর | যশোর | নোয়াপাড়া | নোয়াপাড়া |
| - | - | - | - | যশোর | যশোর |
খুলনা টু যশোর কত কিলোমিটার
আপনারা অনেকে খুলনা থেকে যশোর কত কিলোমিটার তা জানতে চেয়েছেন। খুলনা থেকে
যশোরের দূরত্ব প্রায় ৫৯.৯ কিলোমিটার। এই তথ্যটা দেখাচ্ছে গুগল ম্যাপে। এই পথ
অনেকেই বিভিন্ন রকম যানবাহনে ভ্রমণ করে থাকে তবে সব থেকে ভালো ও নিরাপদ মাধ্যম
হচ্ছে ট্রেন। এর কারণে মূলত বেশিরভাগ যাত্রীরা বিভিন্ন ধরনের যানবাহনের থেকে ট্
ট্রেন ভ্রমণকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। ট্রেনের মাধ্যমে অনেক দ্রুত এবং
নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়। আশা করছি উপরোক্তা আলোচনা থেকে
আপনি খুলনা থেকে যশোর কত কিলোমিটার তা জানতে পেরেছেন।
খুলনা টু যশোর ট্রেনে যেতে কত সময় লাগে
খুলনা থেকে যশোর ট্রেনে যেতে কত সময় লাগে তা আপনারা অনেকেই জানেন না। খুলনা
থেকে যশোর ট্রেনে যেতে প্রায় এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ মিনিট সময় লেগে
থাকে। ক্ষেত্র বিশেষে এ সময়টা কিছুটা কম এবং বেশি হতে পারে। কারণ একটি ট্রেন
কত দ্রুত তার গন্তব্যে পৌঁছাতে পারবে তা নির্ভর করে সেই ট্রেনের সময়সূচির
ওপর এবং যাত্রা পথে কতগুলো স্টেশনে যাত্রা বিরতি দেয় তার সংখ্যার উপর।
এই রুটে মোট ছয়টি আন্তঃনগর ট্রেন চলাচল করছে এই ট্রেনগুলো যাত্রা পথে বেশ
কিছু স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে ফলে যাত্রা করার সময় সেই সকল স্টেশনে
দাঁড়ানোর জন্য কিছুটা সময় বেশি লাগতে পারে। তবে এই ট্রেনগুলো আন্তঃনগর
হওয়ার কারণে অনেক দ্রুত চলাচল করতে পারে ফলে দ্রুত গন্তব্যে পৌঁছানো যায়।
আশা করছি ট্রেনে খুলনা থেকে যশোর যেতে কত সময় লাগে তা জানতে পেরেছেন।
শেষ কথাঃ খুলনা থেকে যশোর ট্রেনের সময়সূচী ও ট্রেনের ভাড়া
খুলনা থেকে যশোর ট্রেনের সময়সূচী সম্পর্কে আমি আমার আর্টিকেলের মধ্যে
বিস্তারিত আলোচনা করেছি। পাশাপাশি আমি আমার আর্টিকেলের মধ্যে খুলনা টু যশোর
ট্রেন ভাড়া ২০২৫, খুলনা টু যশোর ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন, খুলনা টু
যশোর ট্রেনের স্টপিস স্টেশন, খুলনা থেকে যশোর কত কিলোমিটার এবং ট্রেনে যেতে
কত সময় লাগে তা জানিয়েছি। আশা করছি আমার এই আর্টিকেলে আপনি খুলনা থেকে
যশোর যাওয়া ট্রেনের সকল আপডেট তথ্য জানতে পেরেছেন।
আপনি যদি এই তথ্য থেকে উপকৃত হয়ে থাকেন। তাহলে এই আর্টিকেলটি আপনি আপনার
পরিচিত মানুষদের কাছে শেয়ার করবেন। এছাড়াও এই আর্টিকেলটি নিয়ে আপনার যদি
কোন প্রশ্ন বা মতামত থাকে অথবা আপনি যদি নতুন কোন বিষয়ে আপডেট তথ্য পেতে
চান? তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা প্রতিদিন
পরিবহন সম্পর্কিত তথ্যসহ নানা দরকারি তথ্য আমাদের ব্লগে প্রকাশ করে থাকি।
তাই সর্বশেষ আপডেট তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করবেন।

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url