নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়ার তালিকা
আপনারা অনেকেই নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ জানতে চেয়েছেন। এখানে
আপনি এই ট্রেনের সময়সূচী সহ নীলসাগর এক্সপ্রেস ট্রেন ভাড়ার তালিকা সম্পর্কে জানতে
পারবেন।
এর পাশাপাশি এখানে আপনি এই ট্রেনের স্টপিস স্টেশন গুলোর নাম সম্পর্কেও জানতে
পারবেন। তাই দেরি না করে চলুন নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সকল আপডেট তথ্য
জেনে নেওয়া যাক।
পেজ সুচিপত্রঃ নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
- নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
- ঢাকা থেকে চিলাহাটি নীলসাগর এক্সপ্রেস ট্রেনের স্টপিস ও সময়সূচী
- চিলাহাটি থেকে ঢাকা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের স্টপিস ও সময়সূচী
- নীলসাগর এক্সপ্রেস ট্রেন ভাড়ার তালিকা
- নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন
- নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সুবিধাসমূহ
- FAQ/সাধারন প্রশ্ন ও উত্তর
- শেষ কথাঃ নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ এখন আমি আপনাদেরকে জানাবো। প্রতিদিন
অনেক মানুষ নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করে থাকে। তাই তাদের জন্য এই ট্রেনের
আপডেট সময়সূচী জেনে থাকা অনেক জরুরী। এই ট্রেনটি তার নির্দিষ্ট সময় অনুযায়ী
সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতিদিন নিয়মিত ঢাকা থেকে চিলাহাটি এবং চিলাহাটি থেকে
ঢাকার উদ্দেশ্যে চলাচল করে। এই ট্রেনটি সকালে ঢাকা কমলাপুর স্টেশন থেকে ছেড়ে
যায় এবং যাত্রা পথে বেশ কিছু স্টেশন অতিক্রম করে চিলাহাটি স্টেশনে পৌঁছে থাকে।
ঠিক একইভাবে এই ট্রেনটি রাতে চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাই এবং যাত্রা
পথে বেশ কিছু স্টেশনে যাত্রা বিরতি দিয়ে ঢাকা স্টেশনে পৌঁছায়। এই ট্রেন সপ্তাহে
একদিন বন্ধ থাকে। যার কারণে যাত্রীদের এই ট্রেনের সময়সূচি সহ এই ট্রেনের বন্ধের
দিন সম্পর্কেও জানা অনেক দরকার। ভ্রমণ যেন নির্দিষ্ট সময়ে সঠিকভাবে সম্পন্ন করা
যায়। এজন্য এখন আমি আপনাদেরকে এই ট্রেনের আপডেট সময়সূচী সম্পর্কে তথ্য দিবো।
তাই দেরি না করে চলুন নীলসাগর ট্রেনটির আপডেট সময়সূচী সম্পর্কে জেনে নিন।
এই ট্রেনের আপডেট সময়সূচির তালিকা
| সিরিয়াল নাম্বার | ট্রেনের নাম ও নাম্বার | ট্রেন ছাড়ার সময় | গন্তব্য স্থানে পৌঁছানোর সময় | ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন |
|---|---|---|---|---|
| ১ | নীলসাগর এক্সপ্রেস (৭৬৫) ঢাকা থেকে চিলাহাটি | সকাল ৬ঃ৪৫ মিনিট | বিকাল ৪ঃ০০ মিনিট | বুধবার |
| ২ | নীলসাগর এক্সপ্রেস (৭৬৬) চিলাহাটি থেকে ঢাকা | রাত ৮ঃ০০ মিনিট | সকাল ৫ঃ২৫ মিনিট | মঙ্গলবার |
ঢাকা থেকে চিলাহাটি নীলসাগর এক্সপ্রেস ট্রেনের স্টপিস ও সময়সূচী
ঢাকা থেকে চিলাহাটি নীলসাগর এক্সপ্রেস ট্রেনের স্টপিস স্টেশন এবং এর সময়সূচী
সম্পর্কে আপনারা অনেকেই আছেন যারা জানতে চেয়েছেন। আপনারা যারা ঢাকা থেকে
চিলাহাটির উদ্দেশ্যে প্রতিদিন বা নিয়মিত যাতায়াত করে থাকেন। তাদের জন্য
এই নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি স্টেশনের নাম এবং কোন স্টেশনে কখন
এই ট্রেন থামে এবং যাত্রা শুরু করে তার সময়সূচী সম্পর্কে জানতে হবে। এই
সম্পর্কে যদি আগে থেকেই আপনাদের জানা থাকে।
তাহলে আপনারা খুব সহজেই ভ্রমণ পরিকল্পনা করতে পারবেন এবং সময়মতো গন্তব্যে
পৌঁছাতে পারবেন। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি অনেক জনপ্রিয় একটি
আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি সপ্তাহে একদিন বন্ধ থাকে, বাকি দিনগুলো তার
নির্ধারিত সময় অনুযায়ী প্রতিদিন চলাচল করে। যাত্রা আরামদায়ক ও
নির্ভুলভাবে সম্পূর্ণ করতে চলুন এই ট্রেনের স্টপেজ স্টেশনের নাম এবং এর
সময়সূচী সম্পর্কে জেনে নেওয়া যাক।
ঢাকা থেকে চিলাহাটি নীলসাগর এক্সপ্রেস ট্রেনের স্টপিস স্টেশন এবং সময়সূচী
| স্টপিস স্টেশনের নাম | ট্রেন আসার সময় | ট্রেন ছাড়ার সময় |
|---|---|---|
| ঢাকা | - | সকাল ৬ঃ৪৫ মিনিট |
| বিমানবন্দর | সকাল ৭ঃ০৮ মিনিট | সকাল ৭ঃ১৩ মিনিট |
| জয়দেবপুর | সকাল ৭ঃ৩৬ মিনিট | সকাল ৭ঃ৩৯ মিনিট |
| ইব্রাহিমাবাদ | সকাল ৮ঃ৫৪ মিনিট | সকাল ৯ঃ০৩ মিনিট |
| মুলাধুলি | সকাল ১০ঃ১৬ মিনিট | সকাল ১০ঃ১৮ মিনিট |
| নাটোর | সকাল ১০ঃ৫৭ মিনিট | সকাল ১১ঃ০০ মিনিট |
| আহসানগঞ্জ | সকাল ১১ঃ২০ মিনিট | সকাল ১১ঃ২২ মিনিট |
| সান্তাহার | সকাল ১১ঃ৫৫ মিনিট | দুপুর ১২ঃ০৫ মিনিট |
| আক্কেলপুর | দুপুর ১২ঃ৩৮ মিনিট | দুপুর ১২ঃ৪০ মিনিট |
| জয়পুরহাট | দুপুর ১২ঃ৫৪ মিনিট | দুপুর ১২ঃ৫৭ মিনিট |
| বিরামপুর | দুপুর ১ঃ২৫ মিনিট | দুপুর ১ঃ২৮ মিনিট |
| ফুলবাড়ী | দুপুর ১ঃ৩৯ মিনিট | দুপুর ১ঃ৪২ মিনিট |
| পর্বতীপুর | দুপুর ২ঃ০০ মিনিট | দুপুর ২ঃ১০ মিনিট |
| সৈয়দপুর | দুপুর ২ঃ২৭ মিনিট | দুপুর ২ঃ৩১ মিনিট |
| নীলফামারী | দুপুর ২ঃ৫০ মিনিট | দুপুর ২ঃ৫৫ মিনিট |
| ডোমার | দুপুর ৩ঃ১৬ মিনিট | দুপুর ৩ঃ২৬ মিনিট |
| চিলাহাটি | বিকাল ৪ঃ০০ মিনিট | - |
চিলাহাটি থেকে ঢাকা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের স্টপিস ও সময়সূচী
উপরে আমি ঢাকা থেকে চিলাহাটি যাত্রা পথে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি যেসকল
স্টেশনে যাত্রা বিরতি সিয়ে থাকে, সে সকল স্টেশনের নাম এবং সময়সূচী সম্পর্কে
বলেছি। এখন আমি চিলাহাটি থেকে ঢাকা যারা নিয়মিত যাত্রা করে থাকে। তাদের যাত্রা
পরিকল্পনা যেন সহজ ও নির্ভুল হয় এবং এই যাত্রা যেন আরামে সম্পূর্ণ করা যায়।
তাই এখন আমি আপনাদেরকে চিলাহাটি থেকে ঢাকা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজ
স্টেশন এবং এর সময়সূচীর তালিকা সম্পর্কে বিস্তারিত জানাবো। তাই দেরি না করে
নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি যাত্রা পথে কোন কোন স্টেশনে কখন যাত্রা বিরতি দেয়
এবং কখন সেখান থেকে ছেড়ে যায় চলুন জেনে নেওয়া যাক।
চিলাহাটি থেকে ঢাকা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের স্টপিস স্টেশন এবং সময়সূচী
| স্টপিস স্টেশনের নাম | ট্রেন আসার সময় | ট্রেন ছাড়ার সময় |
|---|---|---|
| চিলাহাটি | - | রাত ৮ঃ০০ মিনিট |
| ডোমার | রাত ৮ঃ১৮ মিনিট | রাত ৮ঃ২১ মিনিট |
| নীলফামারী | রাত ৮ঃ৩৭ মিনিট | রাত ৮ঃ৪০ মিনিট |
| সৈয়দপুর | রাত ৮ঃ৫৯ মিনিট | রাত ৯ঃ০৪ মিনিট |
| পার্বতীপুর | রাত ৯ঃ২০ মিনিট | রাত ৯ঃ৪০ মিনিট |
| ফুলবাড়ি | রাত ৯ঃ৫৮ মিনিট | রাত ১০ঃ০০ মিনিট |
| বিরামপুর | রাত ১০ঃ১১ মিনিট | রাত ১০ঃ১৪ মিনিট |
| জয়পুরহাট | রাত ১০ঃ৪৩ মিনিট | রাত ১০ঃ৪৬ মিনিট |
| আক্কেলপুর | রাত ১১ঃ০০ মিনিট | রাত ১১ঃ০২ মিনিট |
| সান্তাহার | রাত ১১ঃ২০ মিনিট | রাত ১১ঃ২৫ মিনিট |
| আহসানগঞ্জ | রাত ১১ঃ৪৭ মিনিট | রাত ১১ঃ৪৯ মিনিট |
| নাটোর | রাত ১২ঃ১০ মিনিট | রাত ১২ঃ১৩ মিনিট |
| মুলাধুলী | রাত ১ঃ১২ মিনিট | রাত ১ঃ১৪ মিনিট |
| ইব্রাহিমাবাদ | রাত ২ঃ৪৬ মিনিট | রাত ২ঃ৪৯ মিনিট |
| জয়দেবপুর | রাত ৪ঃ১১ মিনিট | রাত ৪ঃ১৫ মিনিট |
| ঢাকা | ভোর ৫ঃ২৫ মিনিট | - |
নীলসাগর এক্সপ্রেস ট্রেন ভাড়ার তালিকা
আপনারা অনেকেই আছেন যারা নীলসাগর এক্সপ্রেস ট্রেন ভাড়ার তালিকা জানতে
চেয়েছেন। বাজেট পরিকল্পনা সহজ করার জন্য প্রথমেই আপনাকে নীলসাগর এক্সপ্রেস
ট্রেনের ভাড়ার তালিকা সম্পর্কে জানতে হবে। আগে থেকেই যদি আপনার এই ট্রেনের কোন
আসনের কেমন ভাড়া তা জানা থাকে। তাহলে আপনার যাত্রা বাজেট পরিকল্পনা করতে অনেক
সহজ হবে।
ফলে আপনি আপনার পছন্দ অনুযায়ী সঠিক আসন নির্বাচন করে আরামে ভ্রমণ করতে পারবেন
কোন ভোগান্তি ছাড়াই। এই ট্রেনটি সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতিদিন ঢাকা টু
চিলাহাটি রুটে চলাচল করে থাকে। এই ট্রেনটি আধুনিক হওয়ার কারণে এর মধ্যে
বিভিন্ন ধরনের সিটের ব্যবস্থা থাকে। যার ফলে বিভিন্ন ধরনের যাত্রী তাদের বাজেট
অনুযায়ী আসন বেছে নিতে পারে।
এই ট্রেনের ভাড়া ঠিক করা হয় ট্রেনের আসনের ধরন এবং ট্রেনের সার্ভিসের ওপর
নির্ভর করে। অর্থাৎ ট্রেনের সিট অনুযায়ী ভাড়া কম এবং বেশি হয়। এজন্য এখন আমি
আপনাদের যাত্রার বাজেট পরিকল্পনা সহজ করতে এবং ঝামেলাহীন ভ্রমণ সম্পন্ন করতে।
এই ট্রেনের আপডেট ভাড়ার তালিকা জানাবো। তাই দেরি না করে চলুন এই সম্পর্কে
বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
ঢাকা টু চিলাহাটি নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা ২০২৫
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| এসি সিট | ১৫২৪ টাকা | নীলসাগর এক্সপ্রেস (৭৬৫) |
| স্নিগ্ধা | ১২৭১ টাকা | নীলসাগর এক্সপ্রেস (৭৬৫) |
| শোভন চেয়ার | ৬৬৫ টাকা | নীলসাগর এক্সপ্রেস (৭৬৫) |
চিলাহাটি টু ঢাকা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা ২০২৫
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| শোভন চেয়ার | ৬৬৫ টাকা | নীলসাগর এক্সপ্রেস (৭৬৬) |
| স্নিগ্ধা | ১২৭১ টাকা | নীলসাগর এক্সপ্রেস (৭৬৬) |
| এসি বার্থ | ২৩৩৩ টাকা | নীলসাগর এক্সপ্রেস (৭৬৬) |
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন
আপনারা অনেকেই নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে জানতে
চেয়েছেন। যাত্রাকে সহজ করতে এবং ঝামেলা মুক্তভাবে সম্পন্ন করতে হলে, অবশ্যই
আপনাকে এই ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে জানতে হবে।
আপনি যদি আগে থেকেই এই ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে জেনে থাকেন,
তাহলে আপনার যাত্রা হবে নিশ্চিত ও নিরাপদ। তাই এখন আমি আপনাদেরকে ঢাকা থেকে
চিলাহাটি যাওয়া এবং চিলাহাটি থেকে ঢাকা আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির
সাপ্তাহিক বন্ধের দিন সম্পর্কে জানাবো। তাই দেরি না করে চলুন এই নীলসাগর
এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক ছুটির তালিকা জেনে নিই।
-
ঢাকা থেকে চিলাহাটি যাওয়া নীলসাগর এক্সপ্রেস (৭৬৫) ট্রেনটি বুধবার বন্ধ
থাকে।
-
চিলাহাটি থেকে ঢাকা যাওয়া নীলসাগর এক্সপ্রেস (৭৬৬) ট্রেনটি মঙ্গলবার বন্ধ
থাকে।
আশা করছি উপরোক্ত আলোচনা থেকে আপনি এই ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে
জানতে পেরেছেন।
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সুবিধাসমূহ
আপনারা অনেকেই নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সুবিধাসমূহ সম্পর্কে জানতে
চেয়েছেন। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটি রুটে নিয়মিত চলাচল
করে থাকে। এই ট্রেনের মান এবং সেবার জন্য যাত্রীরা এই ট্রেনে ভ্রমণ করতে বেশি
পছন্দ করে। এটি একটি আন্তঃনগর ট্রেন এর মধ্যে উন্নত মানের সেবা এবং
নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। যা যাত্রীদের নিরাপদে গন্তব্য স্থানে পৌঁছে
দেয়। এছাড়াও এই ট্রেনের আরো অনেক সুবিধা রয়েছে। তাই দেরি না করে চলুন এই
ট্রেনের সুবিধাসমূহ গুলো জেনে নিই।
-
এই ট্রেনের মধ্যে বিভিন্ন ধরনের আসনের সুব্যবস্থা রয়েছে যেমন এসি, নন
এসি, শোভন চেয়ার, এসি বার্থ ইত্যাদি। যা যাত্রীরা তাদের বাজেট অনুযায়ী
সিট বেছে নিয়ে আরামে ভ্রমণ করতে পারে।
-
এই ট্রেনে কেবিন থাকার কারণে এখানে যাত্রীরা শুয়ে ভ্রমণ করতে পারে যা
যাত্রার ক্লান্তি দূর করে দেয়। এছাড়াও এই ট্রেনে খাবারের ব্যবস্থা
থাকে যা যাত্রীদের ভ্রমণকে অনেক সহজ করে দেয় এবং ভ্রমণ উপভোগ করতে
সাহায্য করে।
-
এ ট্রেনের বড় যে সুবিধাটি হচ্ছে এই ট্রেন তার নির্ধারিত সময় অনুযায়ী
যাত্রা শুরু করে এবং সঠিক সময়ে গন্তব্য স্থানে পৌঁছাতে পারে। যা
যাত্রীদের যাত্রাকে সুনিশ্চিত সময়ের মধ্যে সম্পন্ন করে থাকে।
-
এই ট্রেনটি যাত্রা পথে বেশ কিছু স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে। যা
যাত্রীদের ওঠা এবং নামার সুব্যবস্থা করে রেখেছে। ফলে সকল ধরনের
মানুষের যাতায়াত সুবিধা হচ্ছে।
-
এই ট্রেনের টিকিট আপনি অনলাইনে অথবা অফলাইনে টিকিট কাউন্টারে গিয়ে
যেকোনো সময় কিনে নিতে পারবেন।
-
এই ট্রেনটি আন্তঃনগর ট্রেন হওয়ার কারণে অনেক দ্রুত গতিতে চলাচল করে
থাকে। ফলে যাত্রীরা খুব দ্রুত তাদের গন্তব্যে পৌঁছাতে পারে।
FAQ/সাধারন প্রশ্ন ও উত্তর
এখন আমি আপনাদেরকে নীলসাগর এক্সপ্রেস ট্রেন সম্পর্কিত কিছু আলোচিত প্রশ্নের
উত্তর সম্পর্কে জানাবো। তাই দেরি না করে চলুন সেই আলোচিত প্রশ্নের উত্তর
গুলো জেনে নেওয়া যাক।
প্রশ্নঃ নীলসাগর এক্সপ্রেস প্রতিদিন কি চলাচল করে?
উত্তরঃ নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে একদিন বন্ধ থাকে। বাকি ছয় দিন
নিয়মিত ঢাকা থেকে চিলাহাটি এবং চিলাহাটি থেকে ঢাকা নিয়মিত চলাচল করে
থাকে। এই ট্রেন কি বারে বন্ধ থাকে তা জানতে হলে উপরে গিয়ে জেনে আসতে
পারেন।
প্রশ্নঃ নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকিট কিভাবে কাটবো?
উত্তরঃ আপনি নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকিট খুব সহজেই অনলাইনে রেলওয়ের
অফিশিয়াল ওয়েবসাইটে eticket.railway.gov.bd ঢুকে কেটে নিতে পারবেন।
কিভাবে এ টিকেট কাটবেন তা জানতে হলে
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
এই পোস্টটি পড়ে আসতে পারেন।
প্রশ্নঃ নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সর্বশেষ স্টেশনের নাম কি?
উত্তরঃ নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সর্বশেষ স্টেশনের নাম হচ্ছে চিলাহাটি
প্রশ্নঃ নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকিট কোথায় পাবো?
উত্তরঃ নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকিট আপনি স্টেশনের টিকিট কাউন্টারে
অথবা অনলাইনে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজেই পেয়ে যাবেন।
শেষ কথাঃ নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ সম্পর্কে আমি আমার আর্টিকেলের
মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। এর পাশাপাশি আমি আমার আর্টিকেলে ঢাকা থেকে
চিলাহাটি এবং চিলাহাটি থেকে ঢাকা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের স্টপিস
স্টেশন, নীলসাগর এক্সপ্রেস ট্রেন ভাড়ার তালিকা এবং নীলসাগর এক্সপ্রেস
ট্রেন বন্ধের দিন সম্পর্কেও জানিয়েছি। আশাকরছি আমার এই আর্টিকেল থেকে
আপনি নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সকল আপডেট তথ্য জানতে পেরেছেন।
আপনি যদি আমার এই তথ্য থেকে উপকৃত হয়ে থাকেন। তাহলে এই আর্টিকেলটি আপনি
আপনার পরিচিত মানুষদের কাছে শেয়ার করবেন। এছাড়াও এই আর্টিকেলটি নিয়ে
আপনার যদি কোন প্রশ্ন বা মতামত থাকে অথবা আপনি যদি নতুন কোন বিষয়ে আপডেট
তথ্য পেতে চান? তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা
প্রতিদিন পরিবহন সম্পর্কিত তথ্য সহ নানা দরকারি তথ্য আমাদের ব্লগে প্রকাশ
করে থাকি। তাই সর্বশেষ আপডেট তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট
করবেন।

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url