ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী - ভাড়ার আপডেট তালিকা ২০২৫
ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী জানেন কি? এখানে আপনি ঢাকা থেকে জয়দেবপুর যাওয়া ট্রেনগুলোর আপডেট সময়সূচী সহ ঢাকা টু জয়দেবপুর ট্রেন ভাড়া ২০২৫ সম্পর্কে জানতে পারবেন।
এর পাশাপাশি এখানে ঢাকা টু জয়দেবপুর ট্রেন তালিকা ২০২৫ সম্পর্কেও আলোচনা করা হয়েছে। তাই দেরি না করে চলুন ঢাকা থেকে জয়দেবপুর যাওয়া ট্রেনগুলোর সকল তথ্য সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
পেজ সূচিপত্রঃ ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী
- ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী
- ঢাকা টু জয়দেবপুর ট্রেন তালিকা ২০২৫
- ঢাকা টু জয়দেবপুর ট্রেন ভাড়া ২০২৫
- ঢাকা টু জয়দেবপুর ট্রেনের স্টপিস স্টেশন
- ঢাকা টু জয়দেবপুর কত কিলোমিটার
- ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
- FAQ/সাধারণ প্রশ্ন ও উত্তর
- শেষ কথাঃ ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী
ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী
ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী সম্পর্কে আপনারা অনেকেই আছেন যারা জানতে
চেয়েছেন। ঢাকা থেকে জয়দেবপুর রেলপথে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করে থাকে।
ব্যবসা, অফিস আদালত কিংবা ব্যক্তিগত প্রয়োজনে এই রুট অনেকের কাছে বেশ জনপ্রিয়।
ঢাকা থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত ট্রেন ভ্রমণ খুব অল্প সময়ে আরামদায়ক ও
তুলনামূলক কম খরচে পৌঁছানো যায়।
আরো পড়ুনঃ সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫
যার কারণে এই রেলপথ সবার কাছে ভ্রমণের প্রথম পছন্দ। যাত্রীদের সুবিধার জন্য
রেলওয়ে কৃতপক্ষে এই রুটে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন চালু
রেখেছে। এই সকল ট্রেনগুলোর নির্দিষ্ট সময়সূচী যাত্রীদের যদি আগে থেকেই জানা
থাকে। তাহলে এই ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী খুব সহজেই করা সম্ভব। তাই দেরি না করে
চলুন ঢাকা থেকে জয়দেবপুর যাওয়ার ট্রেনগুলো সময়সূচী জেনে নেওয়া যাক।
ঢাকা থেকে জয়দেবপুর যাওয়া ট্রেনের সময়সূচী
ট্রেনের নাম ও নাম্বার | ট্রেন ছাড়ার সময় | গন্তব্য স্থানে পৌঁছানোর সময় | ট্রেন যেদিন বন্ধ থাকবে |
---|---|---|---|
ধুমকেতু এক্সপ্রেস (৭৬৯) | সকাল ৬ঃ০০ মিনিট | সকাল ৬ঃ৫১ মিনিট | বৃহস্পতিবার |
নীল সাগর এক্সপ্রেস (৭৬৫) | সকাল ৬ঃ৪৫ মিনিট | সকাল ৭ঃ৩৬ মিনিট | বুধবার |
তিস্তা এক্সপ্রেস (৭০৭) | সকাল ৭ঃ৩০ মিনিট | সকাল ৮ঃ২৩ মিনিট | সোমবার |
জামালপুর এক্সপ্রেস (৭৯৯) | সকাল ১০ঃ০০ মিনিট | সকাল ১০ঃ৫৩ মিনিট | রবিবার |
একতা এক্সপ্রেস (৭০৫) | সকাল ১০ঃ১৫ মিনিট | সকাল ১১ঃ০৬ মিনিট | প্রতিদিন চলাচল করে |
সিল্ক সিটি এক্সপ্রেস (৭৫৩) | দুপুর ২ঃ৩০ মিনিট | দুপুর ৩ঃ২১ মিনিট | রবিবার |
যমুনা এক্সপ্রেস (৭৪৫) | বিকাল ৪ঃ৪৫ মিনিট | বিকাল ৫ঃ৩৮ মিনিট | প্রতিদিন চলাচল করে |
ব্রক্ষপুত্র এক্সপ্রেস (৭৪৩) | সন্ধ্যা ৬ঃ১৫ মিনিট | সন্ধ্যা ৭ঃ১৪ মিনিট | প্রতিদিন চলাচল করে |
চিত্রা এক্সপ্রেস (৭৬৪) | সন্ধ্যা ৭ঃ৩০ মিনিট | রাত ৮ঃ২১ মিনিট | রবিবার |
দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭) | রাত ৮ঃ৪৫ মিনিট | রাত ৯ঃ৩৬ মিনিট | প্রতিদিন চলাচল করে |
লালমনি এক্সপ্রেস (৭৫১) | রাত ৯ঃ৪৫ মিনিট | রাত ১০ঃ৩৬ মিনিট | শুক্রবার |
হাওর এক্সপ্রেস (৭৭৭) | রাত ১০ঃ১৫ মিনিট | রাত ১১ঃ০৮ মিনিট | শুক্রবার |
পদ্মা এক্সপ্রেস (৭৫৯) | রাত ১০ঃ৪৫ মিনিট | রাত ১১ঃ৩৬ মিনিট | মঙ্গলবার |
সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬) | বিকাল ৪ঃ১৫ মিনিট | বিকাল৫ঃ০৬ মিনিট | শনিবার |
চিলাহাটি এক্সপ্রেস (৮০৫) | বিকাল ৫ঃ০০ মিনিট | বিকাল ৫ঃ৫১ মিনিট | শনিবার |
টাঙ্গাইল কমিউটার (১০৩৩) | সন্ধ্যা ৬ঃ০০ মিনিট | সন্ধ্যা ৬ঃ৫১ মিনিট | শুক্রবার |
ঢাকা টু জয়দেবপুর ট্রেন তালিকা ২০২৫
আপনারা অনেকেই ঢাকা থেকে জয়দেবপুর ট্রেন তালিকা ২০২৫ জানতে চেয়েছেন। ঢাকা থেকে
জয়দেবপুর প্রতিদিন অনেকগুলো ট্রেন চলাচল করে থাকে। এই ট্রেনগুলো সকাল থেকে রাত
পর্যন্ত এই রুটে চলাচল করে। যার কারণে যাত্রীরা যেকোনো সময়ে যাত্রা করতে পারে।
এই ট্রেনগুলো সপ্তাহিক ছুটির দিন ব্যাতিত প্রতিদিন ঢাকা থেকে জয়দেবপুর এর
উদ্দেশ্যে চলাচল করে।
যাত্রার পরিকল্পনাকে সহজ ও আরামদায়ক করার জন্য। এই রুটে কোন কোন ট্রেন চলাচল করে
তার তালিকা সম্পর্কে জানা অনেক জরুরী। তাই এখন আমি যাত্রীদের যাত্রা সহজ করার
জন্য ঢাকা থেকে জয়দেবপুর চলাচলকারী ট্রেনগুলোর তালিকা ২০২৫ সম্পর্কে বিস্তারিত
জানাবো। চলুন এই ট্রেনের তালিকা গুলো জেনে নেওয়া যাক।
ঢাকা থেকে জয়দেবপুর যাওয়া ট্রেনের তালিকা ২০২৫
ঢাকা টু জয়দেবপুর ট্রেন তালিকা |
---|
ধুমকেতু এক্সপ্রেস (৭৬৯) |
নীল সাগর এক্সপ্রেস (৭৬৫) |
তিস্তা এক্সপ্রেস (৭০৭) |
জামালপুর এক্সপ্রেস (৭৯৯) |
একতা এক্সপ্রেস (৭০৫) |
সিল্ক সিটি এক্সপ্রেস (৭৫৩) |
যমুনা এক্সপ্রেস (৭৪৫) |
ব্রক্ষপুত্র এক্সপ্রেস (৭৪৩) |
চিত্রা এক্সপ্রেস (৭৬৪) |
দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭) |
লালমনি এক্সপ্রেস (৭৫১) |
হাওর এক্সপ্রেস (৭৭৭) |
পদ্মা এক্সপ্রেস (৭৫৯) |
সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬) |
চিলাহাটি এক্সপ্রেস (৮০৫) |
টাঙ্গাইল কমিউটার (১০৩৩) |
ঢাকা টু জয়দেবপুর ট্রেন ভাড়া ২০২৫
এখন আমি আপনাদেরকে ঢাকা টু জয়দেবপুর ট্রেন ভাড়া ২০২৫ জানাবো। ট্রেনের
ভাড়া মূলত ট্রেনের ক্লাস ও সার্ভিস এর উপর নির্ভর করে কম ও বেশি
হয়। বর্তমানে আমাদের দেশে অনেক আধুনিক ট্রেন থাকার কারণে এই
ট্রেনগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সিটের সুব্যবস্থা রয়েছে। এইসব
ট্রেনের এক এক রকম সিটের একেক রকম ভাড়া হয়ে থাকে। আপনি যত আরামদায়ক
সিট নিবেন, তার জন্য আপনাকে তত বেশি টাকা দিয়ে টিকিট কিনতে হবে।
তাই ঢাকা থেকে জয়দেবপুর যেতে কোন সিটের জন্য কত ভাড়া নির্ধারণ করা হয়েছে,
তার আপডেট তালিকা সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানাবো। যা আপনার যাত্রার বাজেট
পরিকল্পনা অনেক সহজ করে দিবে। তাই দেরি না করে চলুন জেনে নেওয়া
যাক ঢাকা থেকে জয়দেবপুর যাওয়ার ট্রেন ভাড়া সম্পর্কে।
ধুমকেতু এক্সপ্রেস (৭৬৯) ট্রেনের ভাড়া ২০২৫
সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
---|---|---|
শোভন চেয়ার | ৫০ টাকা | ধুমকেতু এক্সপ্রেস (৭৬৯) |
স্নিগ্ধা | ১১৫ টাকা | ধুমকেতু এক্সপ্রেস (৭৬৯) |
এসি সিট | ১২৭ টাকা | ধুমকেতু এক্সপ্রেস (৭৬৯) |
নীল সাগর এক্সপ্রেস (৭৬৫) ট্রেনের ভাড়া ২০২৫
সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
---|---|---|
শোভন চেয়ার | ৫০ টাকা | নীল সাগর এক্সপ্রেস (৭৬৫) |
স্নিগ্ধা | ১১৫ টাকা | নীল সাগর এক্সপ্রেস (৭৬৫) |
এসি সিট | ১২৭ টাকা | নীল সাগর এক্সপ্রেস (৭৬৫) |
তিস্তা এক্সপ্রেস (৭০৭) ট্রেনের ভাড়া ২০২৫
সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
---|---|---|
শোভন চেয়ার | ৫০ টাকা | তিস্তা এক্সপ্রেস (৭০৭) |
ফাস্ট সিট | ১০৪ টাকা | তিস্তা এক্সপ্রেস (৭০৭) |
এসি সিট | ১২৭ টাকা | তিস্তা এক্সপ্রেস (৭০৭) |
জামালপুর এক্সপ্রেস (৭৯৯) ট্রেনের ভাড়া ২০২৫
সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
---|---|---|
শোভন চেয়ার | ৫০ টাকা | জামালপুর এক্সপ্রেস (৭৯৯) |
স্নিগ্ধা | ১১৫ টাকা | জামালপুর এক্সপ্রেস (৭৯৯) |
একতা এক্সপ্রেস (৭০৫) ট্রেনের ভাড়া ২০২৫
সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
---|---|---|
শোভন চেয়ার | ৫০ টাকা | একতা এক্সপ্রেস (৭০৫) |
স্নিগ্ধা | ১১৫ টাকা | একতা এক্সপ্রেস (৭০৫) |
এসি সিট | ১২৭ টাকা | একতা এক্সপ্রেস (৭০৫) |
সিল্ক সিটি এক্সপ্রেস (৭৫৩) ট্রেনের ভাড়া ২০২৫
সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
---|---|---|
শোভন চেয়ার | ৫০ টাকা | সিল্ক সিটি এক্সপ্রেস (৭৫৩) |
স্নিগ্ধা | ১১৫ টাকা | সিল্ক সিটি এক্সপ্রেস (৭৫৩) |
এসি সিট | ১২৭ টাকা | সিল্ক সিটি এক্সপ্রেস (৭৫৩) |
যমুনা এক্সপ্রেস (৭৪৫) ট্রেনের ভাড়া ২০২৫
সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
---|---|---|
শোভন | ৪৫ টাকা | যমুনা এক্সপ্রেস (৭৪৫) |
ব্রক্ষপুত্র এক্সপ্রেস (৭৪৩) ট্রেনের ভাড়া ২০২৫
সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
---|---|---|
শোভন চেয়ার | ৫০ টাকা | ব্রক্ষপুত্র এক্সপ্রেস (৭৪৩) |
স্নিগ্ধা | ১১৫ টাকা | ব্রক্ষপুত্র এক্সপ্রেস (৭৪৩) |
চিত্রা এক্সপ্রেস (৭৬৪) ট্রেনের ভাড়া ২০২৫
সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
---|---|---|
শোভন চেয়ার | ৫০ টাকা | চিত্রা এক্সপ্রেস (৭৬৪) |
স্নিগ্ধা | ১১৫ টাকা | চিত্রা এক্সপ্রেস (৭৬৪) |
এসি বার্থ | ২০০ টাকা | চিত্রা এক্সপ্রেস (৭৬৪) |
দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭) ট্রেনের ভাড়া ২০২৫
সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
---|---|---|
শোভন চেয়ার | ৫০ টাকা | দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭) |
স্নিগ্ধা | ১১৫ টাকা | দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭) |
এসি বার্থ | ২০০ টাকা | দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭) |
লালমনি এক্সপ্রেস (৭৫১) ট্রেনের ভাড়া ২০২৫
সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
---|---|---|
শোভন চেয়ার | ৫০ টাকা | লালমনি এক্সপ্রেস (৭৫১) |
স্নিগ্ধা | ১১৫ টাকা | লালমনি এক্সপ্রেস (৭৫১) |
এসি বার্থ | ২০০ টাকা | লালমনি এক্সপ্রেস (৭৫১) |
হাওর এক্সপ্রেস (৭৭৭) ট্রেনের ভাড়া ২০২৫
সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
---|---|---|
শোভন | ৪৫ টাকা | হাওর এক্সপ্রেস (৭৭৭) |
শোভন চেয়ার | ৫০ টাকা | হাওর এক্সপ্রেস (৭৭৭) |
পদ্মা এক্সপ্রেস (৭৫৯) ট্রেনের ভাড়া ২০২৫
সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
---|---|---|
শোভন চেয়ার | ৫০ টাকা | পদ্মা এক্সপ্রেস (৭৫৯) |
স্নিগ্ধ | ১১৫ টাকা | পদ্মা এক্সপ্রেস (৭৫৯) |
এসি বার্থ | ২০০ টাকা | পদ্মা এক্সপ্রেস (৭৫৯) |
সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬) ট্রেনের ভাড়া ২০২৫
সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
---|---|---|
শোভন | ৪৫ টাকা | সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬) |
শোভন চেয়ার | ৫০ টাকা | সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬) |
ফার্স্ট সিট | ১০৪ টাকা | সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬) |
চিলাহাটি এক্সপ্রেস (৮০৫) ট্রেনের ভাড়া ২০২৫
সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
---|---|---|
শোভন চেয়ার | ৫০ টাকা | চিলাহাটি এক্সপ্রেস (৮০৫) |
স্নিগ্ধা | ১১৫ টাকা | চিলাহাটি এক্সপ্রেস (৮০৫) |
ঢাকা টু জয়দেবপুর ট্রেনের স্টপিস স্টেশন
ঢাকা টু জয়দেবপুর ট্রেনের স্টপিস স্টেশন সম্পর্কে আপনারা জানতে
চেয়েছেন। তাই এখন আমি আপনাদেরকে ঢাকা থেকে জয়দেবপুর যাওয়া
ট্রেনগুলো কোন কোন স্টেশনে যাত্রা বিরতি নেয় তা জানাবো। চলুন
তাহলে এই রুটে চলাচল করা ট্রেন স্টপিস গুলোর নাম জেনে নিই। ঢাকা থেকে
জয়দেবপুর ট্রেন যাতায়াতের মধ্যে একটিমাত্র স্টেশন পরে আর সেটির নাম হচ্ছে
বিমানবন্দর।
ঢাকা থেকে জয়দেবপুর যাওয়ার ট্রেনের স্টপিস স্টেশন
ঢাকা টু জয়দেবপুর ট্রেনের নাম | ট্রেন স্টপিস | ট্রেন স্টপিস | ট্রেন স্টপিস |
---|---|---|---|
ধুমকেতু এক্সপ্রেস (৭৬৯) | ঢাকা | বিমানবন্দর | জয়দেবপুর |
নীল সাগর এক্সপ্রেস (৭৬৫) | ঢাকা | বিমানবন্দর | জয়দেবপুর |
তিস্তা এক্সপ্রেস (৭০৭) | ঢাকা | বিমানবন্দর | জয়দেবপুর |
জামালপুর এক্সপ্রেস (৭৯৯) | ঢাকা | বিমানবন্দর | জয়দেবপুর |
একতা এক্সপ্রেস (৭০৫) | ঢাকা | বিমানবন্দর | জয়দেবপুর |
সিল্ক সিটি এক্সপ্রেস (৭৫৩) | ঢাকা | বিমানবন্দর | জয়দেবপুর |
যমুনা এক্সপ্রেস (৭৪৫) | ঢাকা | বিমানবন্দর | জয়দেবপুর |
ব্রক্ষপুত্র এক্সপ্রেস (৭৪৩) | ঢাকা | বিমানবন্দর | জয়দেবপুর |
চিত্রা এক্সপ্রেস (৭৬৪) | ঢাকা | বিমানবন্দর | জয়দেবপুর |
দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭) | ঢাকা | বিমানবন্দর | জয়দেবপুর |
লালমনি এক্সপ্রেস (৭৫১) | ঢাকা | বিমানবন্দর | জয়দেবপুর |
হাওর এক্সপ্রেস (৭৭৭) | ঢাকা | বিমানবন্দর | জয়দেবপুর |
পদ্মা এক্সপ্রেস (৭৫৯) | ঢাকা | বিমানবন্দর | জয়দেবপুর |
সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬) | ঢাকা | বিমানবন্দর | জয়দেবপুর |
চিলাহাটি এক্সপ্রেস (৮০৫) | ঢাকা | বিমানবন্দর | জয়দেবপুর |
টাঙ্গাইল কমিউটার (১০৩৩) | ঢাকা | বিমানবন্দর | জয়দেবপুর |
ঢাকা টু জয়দেবপুর কত কিলোমিটার
আপনারা অনেকে ঢাকা থেকে জয়দেবপুর কত কিলোমিটার জানতে চেয়েছেন। ঢাকা থেকে
জয়দেবপুর সড়ক পথে ২৬ কিলোমিটার এবং রেলপথে ৩৩ কিলোমিটার। তবে এই পথ
দ্রুত নিরাপদে এবং কম খরচে যাওয়ার জন্য রেলপথ সব থেকে জনপ্রিয় একটি
মাধ্যম। ট্রেনে ঢাকা থেকে জয়দেবপুর দ্রুত পৌঁছানো যায়। আশা
করছি উপরোক্ত আলোচনা থেকে আপনি ঢাকা থেকে জয়দেবপুর কত কিলোমিটার তা জানতে
পেরেছেন।
ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
ঢাকা থেকে জয়দেবপুর যাওয়া ট্রেনগুলো সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে এখন আমি
আপনাদেরকে জানাবো। কারণ ঢাকা থেকে জয়দেবপুর রুটে প্রতিদিন অনেক
মানুষ ট্রেনে ভ্রমণ করে থাকে। কিন্তু প্রতিটি ট্রেনেরই একটি
সাপ্তাহিক ছুটির দিন থাকে। যে দিনে ট্রেন চলাচল বন্ধ থাকে।
এই জন্যই ঢাকা থেকে জয়দেবপুর যাওয়া ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটির দিন
সম্পর্কে আগে থেকেই যাত্রীদের জানা অনেক জরুরী। কারণ যাত্রীদের যদি
আগে থেকেই এইসব ট্রেনগুলোর ছুটির দিন সম্পর্কে জানা থাকে। তাহলে তাদের
ট্রেন ভ্রমণ সহজ হবে এবং কোনো ঝামেলা ছাড়াই আরামদায়ক ও পরিকল্পনা অনুযায়ী
ট্রেন ভ্রমণ করা সম্ভব হবে।
ঢাকার টু জয়দেবপুর ট্রেন সাপ্তাহিক ছুটি
ট্রেনের নাম ও নাম্বার | সাপ্তাহিক ছুটির দিন |
---|---|
ধুমকেতু এক্সপ্রেস (৭৬৯) | বৃহস্পতিবার |
নীল সাগর এক্সপ্রেস (৭৬৫) | বুধবার |
তিস্তা এক্সপ্রেস (৭০৭) | সোমবার |
জামালপুর এক্সপ্রেস (৭৯৯) | রবিবার |
একতা এক্সপ্রেস (৭০৫) | প্রতিদিন চলাচল করে |
সিল্ক সিটি এক্সপ্রেস (৭৫৩) | রবিবার |
যমুনা এক্সপ্রেস (৭৪৫) | প্রতিদিন চলাচল করে |
ব্রক্ষপুত্র এক্সপ্রেস (৭৪৩) | প্রতিদিন চলাচল করে |
চিত্রা এক্সপ্রেস (৭৬৪) | রবিবার |
দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭) | প্রতিদিন চলাচল করে |
লালমনি এক্সপ্রেস (৭৫১) | শুক্রবার |
হাওর এক্সপ্রেস (৭৭৭) | শুক্রবার |
পদ্মা এক্সপ্রেস (৭৫৯) | মঙ্গলবার |
সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬) | শনিবার |
চিলাহাটি এক্সপ্রেস (৮০৫) | শনিবার |
টাঙ্গাইল কমিউটার (১০৩৩) | শুক্রবার |
FAQ/সাধারণ প্রশ্ন ও উত্তর
এখন আমি আপনাদেরকে কিছু আলোচিত সাধারণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানাবো। তাই
দেরি না করে চলুন আলোচিত সেই প্রশ্নের উত্তর গুলো জেনে নেওয়া যাক।
প্রশ্নঃ ঢাকা থেকে জয়দেবপুর কমিউটার ট্রেনের সময়সূচী কী?
উত্তরঃ শুক্রবারের দিন ব্যতীত প্রতিদিন ঢাকা থেকে কমিউটার ট্রেন
সন্ধ্যা ৬টার সময় জয়দেবপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে
এবং জয়দেবপুরে পৌঁছাই সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে।
প্রশ্নঃ ঢাকা থেকে জয়দেবপুর ট্রেনে কত সময় লাগে?
উত্তরঃ ঢাকা থেকে জয়দেবপুর ট্রেনে করে যেতে সাধারণত ৫০ থেকে ৫৫ মিনিট সময়
লাগে। তবে এটাও নির্ভর করে ট্রেন ও ট্রেনের গতির ওপর। ট্রেন যদি ধীরে চলে
তাহলে সময় বেশি লাগবে এবং দ্রুত চললে সময় কম লাগবে।
প্রশ্নঃ ঢাকা থেকে জয়দেবপুর যাওয়া ট্রেনের সর্বনিম্ন ভাড়া কত?
উত্তরঃ ঢাকা থেকে জয়দেবপুর যাওয়া ট্রেনগুলোর সর্বনিম্ন ভাড়া
হচ্ছে ৪৫ টাকা এবং এই ট্রেনের সিটের কোয়ালিটি অনুযায়ী সর্বোচ্চ
ভাড়া ২০০ থেকে ২৫০ টাকা।
প্রশ্নঃ কমিউটার ট্রেন কী?
উত্তরঃ কমিউটার ট্রেন হচ্ছে প্রতিদিন স্বল্প দূরত্বে নিয়মিত চলাচল করার
জন্য চালু রাখা ট্রেন। এই ট্রেনগুলো মূলত শহরের ভেতরে বা শহরের আশেপাশে
প্রতিদিন চলাচল করে। যেন কর্মজীবী মানুষ সহজে অফিসে, স্কুলে বা ব্যবসার
প্রয়োজনে প্রতিদিন যাতায়াত করতে পারে। কমিউটার ট্রেন একটি
সাশ্রয়ী ও আরামদায়ক কর্মজীবী মানুষের ভ্রমণের মাধ্যম।
প্রশ্নঃ ঢাকা থেকে জয়দেবপুর সর্বশেষ ট্রেন কয়টায়?
উত্তরঃ ঢাকা থেকে জয়দেবপুর যাওয়ার জন্য সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে
ট্রেন চালু রয়েছে। এই রুটে চলাচলকারী সর্বশেষ ট্রেন হচ্ছে
রাত ১০ঃ৪৫ মিনিট।
শেষ কথাঃ ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী
ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী সম্পর্কে আমি আমার আর্টিকেলের মধ্যে
বিস্তারিত জানিয়েছি। এর পাশাপাশি আমি আমার আর্টিকেলের মাধ্যমে ঢাকা টু
জয়দেবপুর ট্রেন তালিকা, ঢাকা টু জয়দেবপুর ট্রেন ভাড়া, ঢাকা টু জয়দেবপুর
ট্রেনের স্টপিস স্টেশন, ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সপ্তাহিক ছুটির দিন সহ কিছু
সাধারণ প্রশ্ন ও উত্তর বলেছি। আশা করছি আমার আর্টিকেলটি থেকে
আপনি ঢাকা থেকে জয়দেবপুর যাওয়া ট্রেনের সময়সূচী সহ সকল তথ্য জানতে
পেরেছেন।
আপনি যদি আমার এই তথ্য থেকে উপকৃত হয়ে থাকেন। তাহলে এই আর্টিকেলটি আপনি
আপনার পরিচিত মানুষদের কাছে শেয়ার করবেন এবং তাদেরকেও জানার সুযোগ করে
দিবেন। আমার এ আর্টিকেলটি নিয়ে আপনার যদি কোন প্রশ্ন বা মতামত থাকে অথবা
আপনি যদি নতুন কোন বিষয়ে আপডেট তথ্য পেতে চান? তাহলে নিচে থাকা কমেন্ট
বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা মূলত প্রতিদিন পরিবহন সম্পর্কিত তথ্যসহ
নানা দরকারি তথ্য আমাদের ব্লগে প্রকাশ করে থাকি। তাই সর্বশেষ আপডেট তথ্য
পেতে চাইলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন।
অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url