চট্টগ্রাম থেকে কুমিল্লা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫ আপডেট
আপনি কি চট্টগ্রাম থেকে কুমিল্লা ট্রেনের সময়সূচী জানতে চান? এখানে আপনি এই
ট্রেনের সময়সূচী সহ চট্টগ্রাম টু কুমিল্লা ট্রেন ভাড়া ২০২৫ জানতে পারবেন। এই
তথ্যগুলো আপনার যাত্রার পরিকল্পনা সহজ ও আরামদায়ক করবে।
এর পাশাপাশি এই আর্টিকেলে চট্টগ্রাম থেকে কুমিল্লা চলাচলকারী ট্রেনের তালিকা
সম্পর্কেও জানতে পারবেন। তাই দেরি না করে চলুন চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়া
ট্রেনগুলোর সকল আপডেট তথ্য জেনে নিই।
পেজ সুচিপত্রঃ চট্টগ্রাম থেকে কুমিল্লা ট্রেনের সময়সূচী
- চট্টগ্রাম থেকে কুমিল্লা ট্রেনের সময়সূচী
- চট্টগ্রাম টু কুমিল্লা ট্রেনের তালিকা ২০২৫
-
চট্টগ্রাম টু কুমিল্লা ট্রেন ভাড়া ২০২৫
-
চট্টগ্রাম টু কুমিল্লা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
-
চট্টগ্রাম থেকে কুমিল্লা কত কিলোমিটার
-
চট্টগ্রাম থেকে কুমিল্লা ট্রেনের স্টপিস স্টেশন
-
চট্টগ্রাম থেকে কুমিল্লা ট্রেনে যেতে কত সময় লাগে
-
শেষ কথাঃ চট্টগ্রাম থেকে কুমিল্লা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫ জানুন
চট্টগ্রাম থেকে কুমিল্লা ট্রেনের সময়সূচী
চট্টগ্রাম থেকে কুমিল্লা ট্রেনের সময়সূচী আপনার ট্রেন যাত্রাকে করবে অনেক সহজ ও
আরামদায়ক। প্রতিদিন চট্টগ্রাম থেকে কুমিল্লা এই রুটে অসংখ্য মানুষ তাদের বিভিন্ন
প্রয়োজনে যাতায়াত করে থাকে। আর যাত্রীদের সুবিধার জন্য রেলওয়ে কৃতপক্ষে এই
রুটে বেশ কিছু ট্রেন চালু রেখেছে। যেগুলো সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে
চলাচল করে থাকে।
যার কারনে যাত্রীরা তাদের সুবিধা অনুযায়ী যেকোন সময়ে ট্রেনে ভ্রমণ করে গন্তব্যে
পৌঁছাতে পারে। তবে এই যাত্রাকে সহজ করার জন্য দরকার চট্টগ্রাম থেকে কুমিল্লা
যাওয়া ট্রেনগুলোর সময়সূচী সম্পর্কে আপডেট তথ্য জানা। কারণ এই ট্রেনগুলোর যদি
সঠিক সময়সূচী সম্পর্কে আগে থেকেই জানা থাকে। তাহলে যাত্রা অনেক সহজ সাশ্রয় এবং
ঝামেলা মুক্ত হবে। তাই দেরি না করে চলুন এই রুটে চলাচল করা ট্রেনগুলোর সময়সূচী
সম্পর্কে জেনে নেওয়া নিই।
চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়া ট্রেনের সময়সূচী
| ট্রেনের নাম ও নাম্বার | ট্রেন ছাড়ার সময় | গন্তব্যস্থানে ট্রেন পৌঁছানোর সময় | ট্রেন যেদিন বন্ধ থাকবে |
|---|---|---|---|
| চট্টলা এক্সপ্রেস (৮০১) | সকাল ৬ঃ০০ মিনিট | সকাল ৮ঃ৪১ মিনিট | শুক্রবার |
| পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯) | সকাল ৭ঃ৫০ মিনিট | সকাল ১০ঃ২৬ মিনিট | সোমবার |
| বিজয় এক্সপ্রেস (৭৮৫) | সকাল ৯ঃ১৫ মিনিট | সকাল ১১ঃ৪২ মিনিট | মঙ্গলবার |
| মহানগর এক্সপ্রেস (৭২১) | দুপুর ১২ঃ৩০ মিনিট | দুপুর ৩ঃ০৬ মিনিট | রবিবার |
| মহানগর গোধূলি (৭০৩) | দুপুর ৩ঃ০০ মিনিট | বিকাল ৫ঃ২৭ মিনিট | প্রতিদিন চলাচল করে |
| উদ্যান এক্সপ্রেস (৭২৩) | রাত ৯ঃ৪৫ মিনিট | রাত ১২ঃ০৯ মিনিট | বুধবার |
| তূর্ণা এক্সপ্রেস (৭৪১) | রাত ১১ঃ৩০ মিনিট | রাত ১ঃ৫৫ মিনিট | প্রতিদিন চলাচল করে |
চট্টগ্রাম টু কুমিল্লা ট্রেনের তালিকা ২০২৫
চট্টগ্রাম টু কুমিল্লা যাত্রীদের যাত্রা কে সহজ করার জন্য রেলওয়ে
কৃতপক্ষে এই রুটে সকাল থেকে রাত পর্যন্ত বেশ কিছু ট্রেন চালু রেখেছে।
যেন যাত্রীরা খুব সহজেই তাদের পছন্দ অনুযায়ী এবং যেকোনো
সময় চট্টগ্রাম থেকে কুমিল্লা যাতায়াত করতে পারে। ২০২৫ সালের আপডেট
তথ্য অনুযায়ী চট্টগ্রাম থেকে কুমিল্লা রুটে বেশ কিছু ট্রেন চলাচল করছে।
এই ট্রেনগুলোর মধ্যে নিয়মিত সাতটি ট্রেন সাপ্তাহিক ছুটি ব্যতীত প্রতিদিন চলাচল
করে থাকে। যাত্রা সঠিক সময় এবং নির্দিষ্ট তারিখে সহজ ভাবে করার
জন্য চট্টগ্রাম থেকে কুমিল্লা রুটে চলাচল করা ট্রেনগুলোর তালিকা
সম্পর্কে জানা দরকার। তাই দেরি না করে চলুন এই রুটে চলা ট্রেনগুলোর
তালিকা জেনে নিই।
চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়ার ট্রেনের তালিকা ২০২৫
| চট্টগ্রাম টু কুমিল্লা ট্রেন তালিকা |
|---|
| চট্টলা এক্সপ্রেস (৮০১) |
| পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯) |
| বিজয় এক্সপ্রেস (৭৮৫) |
| মহানগর এক্সপ্রেস (৭২১) |
| মহানগর গোধূলি (৭০৩) |
| উদ্যান এক্সপ্রেস (৭২৩) |
| তূর্ণা এক্সপ্রেস (৭৪১) |
চট্টগ্রাম টু কুমিল্লা ট্রেন ভাড়া ২০২৫
আপনাদের সুবিধার জন্য এখন আমি আপনাদেরকে চট্টগ্রাম টু কুমিল্লা ট্রেন ভাড়া ২০২৫
সম্পর্কে জানাবো। যাত্রীদের সহজে এবং কম খরচে আরামের সাথে চট্টগ্রাম থেকে
কুমিল্লা যাওয়ার জন্য রেলপথ অনেক জনপ্রিয় একটি মাধ্যম। ট্রেনে যাত্রা করলে
বাসের থেকে কম খরচে এবং অনেক আরামে গন্তব্যে পৌঁছানো যায়। যার কারণে যাত্রার
জন্য যাত্রীদের প্রথম পছন্দ ট্রেন। এই ট্রেনের ভাড়া মূলত ট্রেনের ক্লাস ও
সার্ভিস এর উপর হয়ে থাকে।
অর্থাৎ ট্রেনের সিটের ধরন অনুযায়ী ট্রেনের ভাড়া কম এবং বেশি হয়। এই
আধুনিক ট্রেনগুলোতে বিভিন্ন ধরনের সিটের সুব্যবস্থা থাকায়। এই
ট্রেনগুলোতে মানুষ তাদের বাজেট অনুযায়ী সিট নির্ধারণ করে খুব সহজেই কম
খরচে যাত্রা করতে পারে। তাই এখন আমি আপনাদেরকে চট্টগ্রাম টু কুমিল্লা
ট্রেন ভাড়া সম্পর্কে আপডেট তথ্য দিবো, যেন আপনার যাত্রার বাজেট পরিকল্পনা অনেক
সহজ হয়ে যায়। তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক এই ট্রেন গুলোর আপডেট
ভাড়া সম্পর্কে।
চট্টলা এক্সপ্রেস (৮০১) ট্রেনের ভাড়া ২০২৫
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| শোভন চেয়ার | ১৮৫ টাকা | চট্টলা এক্সপ্রেস (৮০১) |
| স্নিগ্ধা | ৩৫১ টাকা | চট্টলা এক্সপ্রেস (৮০১) |
| এসি সিট | ৪২৬ টাকা | চট্টলা এক্সপ্রেস (৮০১) |
পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯) ট্রেনের ভাড়া ২০২৫
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| শোভন চেয়ার | ১৮৫ টাকা | পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯) |
| স্নিগ্ধা | ৩৫১ টাকা | পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯) |
| এসি সিট | ৪২৬ টাকা | পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯) |
বিজয় এক্সপ্রেস (৭৮৫) ট্রেনের ভাড়া ২০২৫
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| শোভন চেয়ার | ১৮৫ টাকা | বিজয় এক্সপ্রেস (৭৮৫) |
| স্নিগ্ধা | ৩৫১ টাকা | বিজয় এক্সপ্রেস (৭৮৫) |
| এসি সিট | ৪২৬ টাকা | বিজয় এক্সপ্রেস (৭৮৫) |
মহানগর এক্সপ্রেস (৭২১) ট্রেনের ভাড়া ২০২৫
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| শোভন চেয়ার | ১৮৫ টাকা | মহানগর এক্সপ্রেস (৭২১) |
| এসি সিট | ৪২৬ টাকা | মহানগর এক্সপ্রেস (৭২১) |
| স্নিগ্ধা | ৩৫১ টাকা | মহানগর এক্সপ্রেস (৭২১) |
মহানগর গোধূলি (৭০৩) ট্রেনের ভাড়া ২০২৫
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| স্নিগ্ধা | ৩৫১ টাকা | মহানগর গোধূলি (৭০৩) |
| শোভন চেয়ার | ১৮৫ টাকা | মহানগর গোধূলি (৭০৩) |
| প্রথম সিট | ২৮২ টাকা | মহানগর গোধূলি (৭০৩) |
| এসি সিট | ৪২৬ টাকা | মহানগর গোধূলি (৭০৩) |
উদ্যান এক্সপ্রেস (৭২৩) ট্রেনের ভাড়া ২০২৫
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| শোভন চেয়ার | ১৮৫ টাকা | উদ্যান এক্সপ্রেস (৭২৩) |
| স্নিগ্ধা | ৩৫১ টাকা | উদ্যান এক্সপ্রেস (৭২৩) |
| এসি বার্থ | ৬৮৩ টাকা | উদ্যান এক্সপ্রেস (৭২৩) |
তূর্ণা এক্সপ্রেস (৭৪১) ট্রেনের ভাড়া ২০২৫
| সিটের ধরন | সিটের ভাড়া | ট্রেনের নাম |
|---|---|---|
| শোভন চেয়ার | ১৮৫ টাকা | তূর্ণা এক্সপ্রেস (৭৪১) |
| ফাস্ট বার্থ | ৪৭৬ টাকা | তূর্ণা এক্সপ্রেস (৭৪১) |
| এসি বার্থ | ৬৮৩ টাকা | তূর্ণা এক্সপ্রেস (৭৪১) |
| স্নিগ্ধা | ৩৫১ টাকা | তূর্ণা এক্সপ্রেস (৭৪১) |
চট্টগ্রাম টু কুমিল্লা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন
চট্টগ্রাম টু কুমিল্লা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন এখন আমি আপনাদেরকে জানাবো।
যাতে করে আপনারা এই রুটে চলাচল করার সময় কোন ট্রেনে কখন ছুটি সে সম্পর্কে জানতে
পারেন এবং আপনাদের যাত্রা সুনিশ্চিত ভাবে সম্পন্ন করতে পারেন। তাই দেরি না করে
চলুন এই রুটে চলাচল করা ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে জেনে নেওয়া
যাক।
চট্টগ্রাম টু কুমিল্লা ট্রেনের সপ্তাহিক ছুটির তালিকা
| ট্রেনের নাম | সাপ্তাহিক ছুটির দিন |
|---|---|
| চট্টলা এক্সপ্রেস (৮০১) | শুক্রবার |
| পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯) | সোমবার |
| বিজয় এক্সপ্রেস (৭৮৫) | মঙ্গলবার |
| মহানগর এক্সপ্রেস (৭২১) | রবিবার |
| মহানগর গোধূলি (৭০৩) | প্রতিদিন চলাচল করে |
| উদ্যান এক্সপ্রেস (৭২৩) | বুধবার |
| তূর্ণা এক্সপ্রেস (৭৪১) | প্রতিদিন চলাচল করে |
চট্টগ্রাম থেকে কুমিল্লা কত কিলোমিটার
চট্টগ্রাম থেকে কুমিল্লা কত কিলোমিটার এটা আপনারা অনেকে আছেন যারা জানতে
চেয়েছেন। চট্টগ্রাম থেকে ঢাকা সড়ক পথে আপনি যদি বাসে অথবা প্রাইভেট কারে
যান, তাহলে এর দূরত্ব প্রায় ১৫২ কিলোমিটার। আর আপনি যদি রেল পথে
ট্রেনে করে যান তাহলে এর দূরত্ব প্রায় ১৪৮ কিলোমিটার।
চট্টগ্রাম থেকে কুমিল্লা আপনি যদি ট্রেনে করে যান তাহলে আড়াই ঘন্টা থেকে
তিন ঘন্টার মধ্যে আপনি খুব সহজেই পৌঁছাতে পারবেন। তবে এটাও মূলত নির্ভর করে
ট্রেনের গতির ওপর। ট্রেন যদি আসতে যাই তাহলে পৌছাতে একটু বেশি সময় লাগবে আর
ট্রেন দ্রুত চললে সময় কম লাগবে।
চট্টগ্রাম থেকে কুমিল্লা ট্রেনের স্টপিস স্টেশন
চট্টগ্রাম থেকে কুমিল্লা ট্রেনের স্টপিস স্টেশন এর নাম সম্পর্কে আপনারা অনেকেই
জানতে চেয়েছেন। এ জন্য এখন আমি আপনাদেরকে এই রুটে চলাচল করা সকল ট্রেনের
গুরুত্বপূর্ণ স্টপিস ইস্টিশন গুলোর নাম জানাবো। তাই দেরি না করে চলুন এই ট্রেন
চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়ার পথে কোন কোন স্টেশনগুলোতে যাত্রা বিরতি দিয়ে
থাকে সেই সব স্টেশনগুলোর নাম জেনে নিই।
চট্টলা এক্সপ্রেস (৮০১) ট্রেনের স্টপিস স্টেশন
| চট্টলা এক্সপ্রেস (৮০১) |
|---|
| চট্টগ্রাম |
| কুমিরা |
| ফেনী |
| হাসানপুর |
| নাঙ্গলকোট |
| লাকসাম |
| কুমিল্লা |
পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯) ট্রেনের স্টপিস স্টেশন
| পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯) |
|---|
| চট্টগ্রাম |
| ফেনী |
| নাঙ্গলকোট |
| লাকসাম |
| কুমিল্লা |
বিজয় এক্সপ্রেস (৭৮৫) ট্রেনের স্টপিস স্টেশন
| বিজয় এক্সপ্রেস (৭৮৫) |
|---|
| চট্টগ্রাম |
| ভাটিয়ারী |
| ফেনী |
| লাকসাম |
| কুমিল্লা |
মহানগর এক্সপ্রেস (৭২১) ট্রেনের স্টপিস স্টেশন
| মহানগর এক্সপ্রেস (৭২১) |
|---|
| চট্টগ্রাম |
| কুমিরা |
| ফেনী |
| নাঙ্গলকোট |
| লাকসাম |
| কুমিল্লা |
মহানগর গোধূলি (৭০৩) ট্রেনের স্টপিস স্টেশন
| মহানগর গোধূলি (৭০৩) |
|---|
| চট্টগ্রাম |
| ফেনী |
| গুণাবাটি |
| লাকসাম |
| কুমিল্লা |
উদ্যান এক্সপ্রেস (৭২৩) ট্রেনের স্টপিস স্টেশন
| উদ্যান এক্সপ্রেস (৭২৩) |
|---|
| চট্টগ্রাম |
| ফেনী |
| লাকসাম |
| কুমিল্লা |
তূর্ণা এক্সপ্রেস (৭৪১) ট্রেনের স্টপিস স্টেশন
| তূর্ণা এক্সপ্রেস (৭৪১) |
|---|
| চট্টগ্রাম |
| ফেনী |
| লাকসাম |
| কুমিল্লা |
চট্টগ্রাম থেকে কুমিল্লা ট্রেনে যেতে কত সময় লাগে
চট্টগ্রাম থেকে কুমিল্লা এই রুটে প্রতিদিন অনেক ট্রেন চলাচল করে থাকে। এর মধ্যে
কিছু উল্লেখযোগ্য ট্রেন আছে যেগুলো সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন এই রুটে
যাত্রী সেবা দিয়ে থাকে। ট্রেনে যাত্রা অনেক সাশ্রয়ী, আরামদায়ক ও নিরাপদ হওয়ার
কারণে অসংখ্য যাত্রী ট্রেনে যাতায়াত করতে বেশ আগ্রহী হয়ে থাকে। চট্টগ্রাম থেকে
কুমিল্লার দূরত্ব প্রায় ১৫২ কিলোমিটার।
ট্রেনে অতিক্রম করতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা সময় লেগে থাকে। মূলত চট্টগ্রাম
থেকে কুমিল্লা যাওয়া ট্রেনের সময় নির্ভর করে ট্রেনের গতির ওপর। তাই ট্রেনের গতি
যদি বেশি থাকে তাহলে দ্রুত গন্তব্য স্থানে পৌঁছানো যাবে এবং স্লো থাকলে একটু সময়
বেশি লাগতে পারে। আশা করছি চট্টগ্রাম থেকে কুমিল্লা ট্রেনে যেতে কত সময় লাগে তা
আপনারা জানতে পেরেছেন।
শেষ কথাঃ চট্টগ্রাম থেকে কুমিল্লা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫ জানুন
চট্টগ্রাম থেকে কুমিল্লা ট্রেনের সময়সূচী সম্পর্কে আমি আমার আর্টিকেলে
মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। এর পাশাপাশি আমি আপনাদেরকে চট্টগ্রাম থেকে
কুমিল্লা চলাচলকারী ট্রেন তালিকা ২০২৫, চট্টগ্রাম টু কুমিল্লা ট্রেন ভাড়া
২০২৫, চট্টগ্রাম টু কুমিল্লা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন, চট্টগ্রাম থেকে
কুমিল্লা কত কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে কুমিল্লা ট্রেনে যেতে কত সময় লাগে
তা জানিয়েছি। আশা করছি আমার দেওয়া এই তথ্য থেকে আপনি চট্টগ্রাম
থেকে কুমিল্লা যাওয়ার ট্রেনগুলোর সকল আপডেট তথ্য জানতে পেরেছেন।
আপনি যদি আমার এই তথ্য থেকে উপকৃত হয়ে থাকেন। তাহলে আমার এই আর্টিকেলটি আপনি
আপনার পরিচিত মানুষদের কাছে শেয়ার করবেন এবং তাদেরকেও জানার সুযোগ করে
দিবেন। আমার আর্টিকেলটি নিয়ে আপনার যদি কোন প্রশ্ন বা মতামত থাকে অথবা
আপনি যদি নতুন কোন বিষয়ে আপডেট তথ্য জানতে চান? তাহলে নিচে থাকা কমেন্ট
বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা প্রতিনিয়ত পরিবহন সম্পর্কিত তথ্যসহ নানা
দরকারই তথ্য আমাদের ব্লগে প্রকাশ করে থাকি। তাই সর্বশেষ আপডেট তথ্য পেতে
হলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখবেন।

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url