ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচি - ভাড়ার সর্বশেষ তালিকা

আপনি কি ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচি জানতে চান? আপনার এই ভ্রমণ সহজ করার জন্য আমার আর্টিকেলের মধ্যে এই ট্রেনের আপডেট সময়সূচী এবং ঢাকা টু নরসিংদী ট্রেনের ভাড়া ২০২৫ সম্পর্কে জানাবো।
ঢাকা-টু-নরসিংদী-ট্রেনের-সময়সূচি
ভ্রমণ করা আগে এই তথ্যগুলো আপনার জানা অনেক দরকারি। আপনি এই তথ্য জানলে আপনার ভ্রমণের সময় ও খরচ দুটোই আপনার পরিকল্পনা অনুযায়ী হবে। চলুন তাহলে ঢাকা টু নরসিংদী এই ট্রেনের সকল তথ্য জেনে নেওয়া যাক।

পেজ সুচিপত্রঃ ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচি

ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচি

এখন আমি আপনাদেরকে ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচি সম্পর্কে জানাবো। বর্তমান সময়ে ঢাকা থেকে নরসিংদী এই পথে প্রতিদিন নিয়মিত বেশ কিছু ট্রেন চলাচল করছে। ঢাকা থেকে নরসিংদী যাওয়ার জন্য মানুষ বাসের থেকে বেশি ট্রেনকে পছন্দের তালিকায় রাখছে। কারণ ট্রেনে ভ্রমণ বাসের থেকে অনেক আরামদায়ক এবং বাসের থেকে ভাড়াও কম।
সেই সাথে এটা সময়মতো গন্তব্যে পৌঁছায়। ঢাকা থেকে নরসিংদী এই রুটে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে ট্রেন চলাচল করে। যার কারণে এটা যাত্রীদের যাত্রা অনেক সহজ আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে। নিচে এর সময়সূচী সুন্দরভাবে উল্লেখ করা হলো যেন আপনাদের যাত্রা অনেক সহজ আরামদায়ক হয়।

ঢাকা থেকে নরসিংদী ট্রেনের সময়সূচী হচ্ছে
ট্রেনের নাম ও নাম্বার ট্রেন ছাড়ার সময় গন্তব্য স্থানে পৌঁছানোর সময় ট্রেন যেদিন বন্ধ থাকবে
এগারোসিন্দুর প্রভাতী ৭৩৭ সকাল ৭ঃ১৫ মিনিট সকাল ৮ঃ২২ মিনিট বুধবার
মহানগর প্রভাতী ৭০৪ সকাল ৭ঃ৪৫ মিনিট সকাল ৮ঃ৫১ মিনিট প্রতিদিন চলাচল করে
কিশোরগঞ্জ এক্সপ্রেস ৭৮১ সকাল ১০ঃ৩০ মিনিট সকাল ১১ঃ৩৬ মিনিট মঙ্গলবার
চট্টলা এক্সপ্রেস ৮০২ দুপুর ২ঃ১৫ মিনিট দুপুর ৩ঃ২০ মিনিট শুক্রবার
উপকূল এক্সপ্রেস ৭১২ দুপুর ৩ঃ১০ মিনিট বিকাল ৪ঃ১৭ মিনিট বুধবার
এগারো সিন্ধুর গোধূলি ৭৪৯ সন্ধ্যা ৬ঃ৪৫ মিনিট সন্ধ্যা ০৭ঃ৫৩ মিনিট প্রতিদিন চলাচল করে
মহানগর এক্সপ্রেস ৭২২ রাত ৯ঃ২০ মিনিট রাত ১০ঃ২৭ মিনিট রবিবার
উপবন এক্সপ্রেস ৭৩৯ রাত ১০ঃ০০ মিনিট রাত ১১ঃ০৯ মিনিট বুধবার

ঢাকা টু নরসিংদী ট্রেনের ভাড়া ২০২৫

আপনারা অনেকেই ঢাকা টু নরসিংদী ট্রেনের ভাড়া ২০২৫ সম্পর্কে জানতে চেয়েছেন। তাই এখন আমি আপনাদেরকে ঢাকা থেকে নরসিংদী যাওয়ার ট্রেন ভাড়া কত সে সম্পর্কে বিস্তারিত জানাবো। ঢাকা থেকে নরসিংদী ট্রেনে যাওয়ার জন্য ট্রেনের ভাড়া কত হবে তা নির্ভর করে ট্রেনের ক্লাস ও সার্ভিসের ওপর। আপনি যদি শোভন চেয়ারে যান, তাহলে এর ভাড়া সাধারণত কম হবে।

কিন্তু আপনি যদি এসি সিট অথবা কেবিনে যান, তাহলে এর ভাড়া একটু বেশি লাগবে। ঢাকা থেকে নরসিংদী যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন প্রতিদিন এই রুটে চলাচল করে থাকে। এই ট্রেনগুলোর টিকিট ভাড়া কম বেশি একই হয়ে থাকে। তবে সিটের ধরন অনুযায়ী এইসব টেনের ভাড়া একটু কম ও বেশি হয়। বর্তমানে ঢাকা থেকে নরসিংদী যাওয়ার জন্য এই ট্রেনের ভাড়া কত নিচে উল্লেখ করা হলো।

এগারোসিন্দুর প্রভাতী (৭৩৭) ট্রেনের ভাড়ার পরিমাণ
সিটের ধরন ভাঁড়ার পরিমাণ ট্রেনের নাম
শোভন ৬০ টাকা এগারোসিন্দুর প্রভাতী (৭৩৭)
শোভন চেয়ার ৭০ টাকা এগারোসিন্দুর প্রভাতী (৭৩৭)
ফার্স্ট সিট ১০৪ টাকা এগারোসিন্দুর প্রভাতী (৭৩৭)

মহানগর প্রভাতী (৭০৪) ট্রেনের ভাড়ার পরিমাণ
সিটের ধরন ভাঁড়ার পরিমাণ ট্রেনের নাম
শোভন চেয়ার ৭০ মহানগর প্রভাতী (৭০৪)

কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) ট্রেনের ভাড়ার পরিমাণ
সিটের ধরন ভাড়ার পরিমাণ ট্রেনের নাম
শোভন চেয়ার ৭০ টাকা কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১)
স্নিগ্ধা ১৩৩ টাকা কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১)
এসি সিট ১৫৬ টাকা কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১)

চট্টলা এক্সপ্রেস (৮০২) ট্রেনের ভাড়ার পরিমাণ
সিটের ধরন ভাড়ার পরিমাণ ট্রেনের নাম
শোভন চেয়ার ৭০ টাকা চট্টলা এক্সপ্রেস (৮০২)
স্নিগ্ধা ১৩৩ টাকা চট্টলা এক্সপ্রেস (৮০২)

উপকূল এক্সপ্রেস (৭১২) ট্রেনের ভাড়ার পরিমাণ
সিটের ধরন ভাড়ার পরিমাণ ট্রেনের নাম
শোভন চেয়ার ৭০ টাকা উপকূল এক্সপ্রেস (৭১২)
স্নিগ্ধা ১৩৩ টাকা উপকূল এক্সপ্রেস (৭১২)

এগারো সিন্ধুর গোধূলি (৭৪৯) ট্রেনের ভাড়ার পরিমাণ
সিটের ধরন ভাড়ার পরিমাণ ট্রেনের নাম
শোভন ৬০ টাকা এগারো সিন্ধুর গোধূলি (৭৪৯)
শোভন চেয়ার ৭০ টাকা এগারো সিন্ধুর গোধূলি (৭৪৯)
ফাস্ট চেয়ার ১০৪ টাকা এগারো সিন্ধুর গোধূলি (৭৪৯)

মহানগর এক্সপ্রেস (৭২২) ট্রেনের ভাড়ার পরিমাণ
সিটের ধরন ভাড়ার পরিমাণ ট্রেনের নাম
শোভন চেয়ার ৭০ টাকা মহানগর এক্সপ্রেস (৭২২)
স্নিগ্ধা ১৩৩ টাকা মহানগর এক্সপ্রেস (৭২২)
এসি বার্থ ২৮৬ টাকা মহানগর এক্সপ্রেস (৭২২)

উপবন এক্সপ্রেস (৭৩৯) ট্রেনের ভাড়ার পরিমাণ
সিটের ধরন ভাড়ার পরিমাণ ট্রেনের নাম
শোভন চেয়ার ৭০ টাকা উপবন এক্সপ্রেস (৭৩৯)
স্নিগ্ধা ১৩৩ টাকা উপবন এক্সপ্রেস (৭৩৯)
এসি বার্থ ৩৩৮ টাকা উপবন এক্সপ্রেস (৭৩৯)

ঢাকা টু নরসিংদী ট্রেনের তালিকা ২০২৫

আপনারা অনেকেই ঢাকা টু নরসিংদী ট্রেনের তালিকা ২০২৫ সম্পর্কে জানতে চেয়েছেন। ২০২৫ এর তালিকা অনুযায়ী বর্তমান সময়ে ঢাকা থেকে নরসিংদী যাওয়ার জন্য প্রায় ৮ টি ট্রেন এই পথে নিয়মিত চলাচল করছে। আমাদের দেশে ঢাকা থেকে নরসিংদী এই রেলপথটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

অনেক মানুষ প্রতিদিন ট্রেনে করে ঢাকা থেকে নরসিংদী যাতায়াত করে থাকে। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে এই পথে রেল চলাচল করে থাকে। যেটা যাত্রীদের যাত্রা কে আরো সহজ ও সুবিধার করে তোলে। চলুন বর্তমান সময়ে ঢাকা থেকে নরসিংদী এ রেলপথে প্রতিদিন কোন কোন ট্রেনগুলো চলাচল করে সে সম্পর্কে জেনে নিই।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা থেকে নরসিংদী যেসব ট্রেন চলাচল করে তার তালিকা
ঢাকা টু নরসিংদী ট্রেন তালিকা ২০২৫
এগারোসিন্দুর প্রভাতী (৭৩৭)
মহানগর প্রভাতী (৭০৪)
কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১)
চট্টলা এক্সপ্রেস (৮০২)
উপকূল এক্সপ্রেস (৭১২)
এগারো সিন্ধুর গোধূলি (৭৪৯)
মহানগর এক্সপ্রেস (৭২২)
উপবন এক্সপ্রেস (৭৩৯)

ঢাকা টু নরসিংদী কত কিলোমিটার

আপনারা ঢাকা থেকে নরসিংদী কত কিলোমিটার জানতে চেয়েছেন। ঢাকা থেকে নরসিংদী টোটাল ৪৫ থেকে ৫০ কিলোমিটার। আপনি যদি ঢাকা থেকে নরসিংদী রেলপথে যান সে ক্ষেত্রে আপনার প্রায় এক ঘন্টা সময় লাগতে পারে। 

আর আপনি যদি সড়ক পথে বাস অথবা প্রাইভেট কারে জান। সেক্ষেত্রে এক ঘন্টা বা তার থেকে কিছুটা সময় বেশি লাগতে পারে। আলোচনা থেকে আপনি ঢাকা টু নরসিংদী কত কিলোমিটার জানতে পেরেছেন। এছাড়াও আপনি যদি ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচি জানতে চান, তাহলে উপরে গিয়ে বিস্তারিত জেনে আসতে পারেন।

নরসিংদী টু ঢাকা ট্রেনের সময়সূচি

আপনারা অনেকেই নরসিংদী টু ঢাকা ট্রেনের সময়সূচি সম্পর্কে জানতে চেয়েছেন। বর্তমানে নরসিংদী থেকে ঢাকার উদ্দেশ্যে নয়টি ট্রেন চলাচল করে। এই ট্রেনগুলো সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত নিয়মিত নরসিংদী থেকে ঢাকা রুটে চলাচল করে। যাত্রীদের সুবিধার জন্য রেলওয়ে কৃতপক্ষ এই রুটে সকাল থেকে রাত পর্যন্ত ট্রেনের সুব্যবস্থা করে রেখেছে।
যেন যাত্রীরা তাদের পছন্দ অনুযায়ী এবং সময়মতো এই ট্রেনগুলোতে তাদের আরামদায়ক যাত্রা করতে পারে। ট্রেনের সময়সূচী যদি আগে থেকেই ভালোভাবে জানা থাকে তাহলে এটা যাত্রা কে আরো সুবিধা জনক করে তুলবে। চলুন তাহলে এই ট্রেনগুলো সময়সূচী সম্পর্কে জেনে নেওয়া যাক।

নরসিংদী থেকে ঢাকা ট্রেনের সময়সূচীগুলো হচ্ছে
ট্রেনের নাম ও নাম্বার ট্রেন ছাড়ার সময় গন্তব্য স্থানে পৌঁছানোর সময় যে দিন বন্ধ থাকবে
উপবন এক্সপ্রেস ৭৪০ সকাল ৪ঃ৩৬ মিনিট সকাল ৫:৪০ মিনিট সোমবার
এগারো সিন্ধুর প্রভাতী ৭৩৮ সকাল ৯ঃ০৪ মিনিট সকাল ১০ঃ৩৫ মিনিট প্রতিদিন নিয়মিত চলে
উপকূল এক্সপ্রেস ৭১১ সকাল ১০ঃ০৭ মিনিট সকাল ১১ঃ২০ মিনিট বৃহস্পতিবার
চট্টলা এক্সপ্রেস ৮০১ সকাল ১১ঃ৩০ মিনিট দুপুর ১২ঃ৪০ মিনিট শুক্রবার
কালনী এক্সপ্রেস ৭৭৪ সকাল ১১ঃ৪৫ মিনিট দুপুর ১২ঃ৫৫ মিনিট শুক্রবার
এগারো সিন্ধুর গোধূলি ৭৫০ বিকাল ৩ঃ২৫ মিনিট বিকাল ৪ঃ৪৫ মিনিট বুধবার
মহানগর এক্সপ্রেস ৭২১ বিকাল ৫ঃ২৯ মিনিট সন্ধ্যা ৬ঃ৪০ মিনিট রবিবার
কিশোরগঞ্জ এক্সপ্রেস ৭৮২ সন্ধ্যা ৬ঃ৩০ মিনিট রাত ৮ঃ০০ মিনিট সোমবার
মহানগর গোধূলি ৭০৩ রাত ৭ঃ৩৮ মিনিট রাত ৮ঃ৪৫ মিনিট প্রতিদিন নিয়মিত চলে

নরসিংদী টু ঢাকা ট্রেনের ভাড়া ২০২৫

এখন আমি আপনাদেরকে নরসিংদী টু ঢাকা ট্রেনের ভাড়া ২০২৫ সম্পর্কে জানাবো। বর্তমানে নরসিংদী থেকে ঢাকা রুটে নিয়মিত নয়টি ট্রেন সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করছে। এই ট্রেনগুলোর টিকিটের মূল্য অর্থাৎ ভাড়া কমবেশি একই রকম হয়। তবে ট্রেনগুলোর সিটের ধরন অনুযায়ী ভাড়া কম ও বেশি হয়ে থাকে।

যেমন আপনি যদি বেশি আরামদায়ক অর্থাৎ এসি অথবা এসি বার্থ সিটের টিকিট নেন, তাহলে এর ভাড়া একটু বেশি পড়বে। আর আপনি যদি শোভন চেয়ার অর্থাৎ সাধারণ চেয়ারের টিকিট কাটেন সেক্ষেত্রে ভাড়া কম লাগবে। চলুন বর্তমানে নরসিংদী থেকে ঢাকা যাওয়া ট্রেনগুলোর ভাড়া কত জেনে নেওয়া যাক।

উপবন এক্সপ্রেস (৭৪০) ট্রেনের ভাড়ার পরিমাণ
সিটের ধরন ধারার পরিমাণ ট্রেনের নাম
শোভন চেয়ার ৭০ টাকা উপবন এক্সপ্রেস (৭৪০)

এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৮) ট্রেনের ভাড়ার পরিমাণ
সিটের ধরন ভাড়ার পরিমাণ ট্রেনের নাম
শোভন ৬০ টাকা এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৮)
শোভন চেয়ার ৭০ টাকা এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৮)
ফার্স্ট চেয়ার ১০৪ টাকা এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৮)

উপকূল এক্সপ্রেস (৭১১) ট্রেনের ভাড়ার পরিমাণ
সিটের ধরন ভাড়ার পরিমাণ ট্রেনের নাম
শোভন চেয়ার ৭০ টাকা উপকূল এক্সপ্রেস (৭১১)
স্নিগ্ধা ১৩৩ টাকা উপকূল এক্সপ্রেস (৭১১)

চট্টলা এক্সপ্রেস (৮০১) ট্রেনের ভাড়ার পরিমান
সেটের ধরন ভাড়ার পরিমাণ ট্রেনের নাম
শোভন চেয়ার ৭০ টাকা চট্টলা এক্সপ্রেস (৮০১)
স্নিগ্ধা ১৩৩ টাকা চট্টলা এক্সপ্রেস (৮০১)

কালনী এক্সপ্রেস (৭৭৪) ভাড়ার পরিমাণ
সিটের ধরন ভাড়ার পরিমাণ ট্রেনের নাম
শোভন চেয়ার ৭০ টাকা কালনী এক্সপ্রেস (৭৭৪)
স্নিগ্ধা ১৩৩ টাকা কালনী এক্সপ্রেস (৭৭৪)
এসি চেয়ার ১৫৬ টাকা কালনী এক্সপ্রেস (৭৭৪)

এগারো সিন্ধুর গোধূলি (৭৫০) ট্রেনের ভাড়ার পরিমাণ
সিটের ধরন ভাড়ার পরিমাণ ট্রেনের নাম
শোভন চেয়ার ৭০ টাকা এগারো সিন্ধুর গোধূলি (৭৫০)
ফার্স্ট চেয়ার ১০৪ টাকা এগারো সিন্ধুর গোধূলি (৭৫০)
ফাস্ট সিট ১০৪ টাকা এগারো সিন্ধুর গোধূলি (৭৫০)

মহানগর এক্সপ্রেস (৭২১) ট্রেনের ভাড়ার পরিমাণ
সিটের ধরন ভাড়ার পরিমাণ ট্রেনের নাম
শোভন চেয়ার ৭০ টাকা মহানগর এক্সপ্রেস (৭২১)
স্নিগ্ধা ১৩৩ টাকা মহানগর এক্সপ্রেস (৭২১)
এসি সিট ১৫৬ টাকা মহানগর এক্সপ্রেস (৭২১)

কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮২) ট্রেনের ভাড়ার পরিমাণ
সিটের ধরন ভাড়ার পরিমাণ ট্রেনের নাম
শোভন চেয়ার ৭০ টাকা কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮২)
স্নিগ্ধা ১৩৩ টাকা কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮২)
এসি সিট ১৫৬ টাকা কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮২)

মহানগর গোধূলি (৭০৩) ট্রেনের ভাড়ার পরিমাণ
সিটের ধরন ভাড়ার পরিমাণ ট্রেনের নাম
শোভন চেয়ার ৭০ টাকা মহানগর গোধূলি (৭০৩)

FAQ/সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ ঢাকা থেকে নরসিংদী ট্রেন কোন সময় ছাড়ে?
উত্তরঃ ঢাকা থেকে নরসিংদী রুটে বেস্ট কিছু ট্রেন চলাচল করে। এই ট্রেনগুলো মূলত সকাল .৫ টা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত চলাচল করে।

প্রশ্নঃ ঢাকা নরসিংদী রুটে কোন কোন আন্তঃনগর ট্রেন চলাচল করে?
উত্তরঃ ঢাকা থেকে নরসিংদী রুটে মূলত বেশ কিছু আন্তঃনগর ট্রেন চলাচল করে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে উপকূল এক্সপ্রেস (৭১২), কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) ও পর্বত এক্সপ্রেস (৭১০)।

প্রশ্নঃ ঢাকা থেকে নরসিংদী ট্রেনের ভাড়া কত?
উত্তরঃ ঢাকা থেকে নরসিংদী যাওয়ার জন্য ট্রেনের ভাড়া মূলত নির্ভর হয়ে থাকে সিটের ধরনের উপর।  সর্বনিম্ন ৬০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৩৮ টাকা পর্যন্ত হয়ে থাকে।

প্রশ্নঃ ঢাকা টু নরসিংদী রুটে কয়টি ট্রেন চলাচল করে?
উত্তরঃ ঢাকা টু নরসিংদী রুটে প্রতিদিন আন্তঃনগর ট্রেনসহ আরো অন্যান্য ট্রেন দিয়ে মোট ৯ থেকে ১০ টি ট্রেন চলাচল করে থাকে।
প্রশ্নঃ ঢাকা থেকে নরসিংদী ট্রেনে পৌঁছাতে কত সময় লাগে?
উত্তরঃ ঢাকা থেকে নরসিংদী ট্রেনে পৌঁছাতে সর্বনিম্ন ১ ঘন্টা ১৫ মিনিট থেকে ১ ঘণ্টা ৩০ মিনিট সময় লাগে।

শেষ কথাঃ ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচি

ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচি সম্পর্কে আমি আমার আর্টিকেলের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। এর পাশাপাশি আমি আমার আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে ঢাকা টু নরসিংদী ট্রেনের ভাড়া ২০২৫, ঢাকা টু নরসিংদী ট্রেনের তালিকা ২০২৫, ঢাকা টু নরসিংদী কত কিলোমিটার এবং নরসিংদী টু ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে জানিয়েছি। আশা করছি আমার দেওয়া ট্রেনের এই তথ্য আপনার উপকারে এসেছে।

আপনি যদি আমার আর্টিকেলটি থেকে উপকৃত হন। তাহলে অবশ্যই এই আর্টিকেলটি আপনি আপনার পরিচিত মানুষদের কাছে শেয়ার করবেন এবং তাদেরকেও এই তথ্য জানার সুযোগ করে দিবেন। আপনার যদি আমার এই আর্টিকেলটি নিয়ে কোন প্রশ্ন বা মতামত থাকে অথবা আপনি যদি নতুন কোন বিষয়ে নতুন কোন তথ্য জানতে চান? তাহলে নিচে থাকা যোগাযোগ পেজে অথবা নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url