ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী - ভাড়া ২০২৫ সর্বশেষ আপডেট
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে চান? আমার এই
আর্টিকেলের মধ্যে আপনি প্রতিদিন ঢাকা থেকে ময়মনসিংহ চলাচল করা ট্রেনগুলোর
সর্বশেষ আপডেট জানতে পারবেন।
পাশাপাশি আপনি ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের ভাড়া সম্পর্কে বিস্তারিত জানতে
পারবেন। তাই দেরি না করে চলুন ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়া ট্রেনের
তথ্য সহ ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে জেনে নেওয়া যাক।
পেজ সুচিপত্রঃ ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী
- ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ২০২৫
- ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের তালিকা ২০২৫
- ঢাকা টু ময়মনসিংহ কমিউটার ট্রেনের সময়সূচী
- ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের ভাড়া তালিকা
- ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী
- ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের তালিকা ২০২৫
- ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের ভাড়া
- ঢাকা টু ময়মনসিংহ কত কিলোমিটার
- শেষ কথাঃ ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ২০২৫
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ২০২৫ সম্পর্কে আপনারা অনেকে আছেন জানতে
চেয়েছেন। ঢাকা থেকে ময়মনসিংহ প্রতিদিন ট্রেন পথে হাজার হাজার মানুষ যাতায়াত
করে থাকে। ঢাকা থেকে ময়মনসিংহ বাসের তুলনায় ট্রেনে করে যাওয়া অনেক
সাশ্রয়ী, আরামদায়ক ও দ্রুত গন্তব্য স্থানে পৌঁছাতে পারে।
যাত্রীদের সুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে কৃতপক্ষ নিয়মিত এই রুটে বেশ কিছু ট্রেন
চালু রেখেছে। এই ট্রেনগুলো নির্দিষ্ট সময় অনুযায়ী চলাচল করে। যা
যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা অনেক সহজ করে দেয়। আরামে এবং সময়মতো ঢাকা থেকে
ময়মনসিংহ ট্রেন পথে যাওয়ার জন্য আপনাকে আগে এই ট্রেনগুলোর সময়সূচী
সম্পর্কে জানতে হবে। তাই দেরি না করে চলুন ট্রেনগুলোর
সময়সূচীর সর্বশেষ আপডেট জেনে নেওয়া যাক।
ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়া ট্রেনের সময়সূচী ২০২৫
ট্রেনের নাম ও নাম্বার | ট্রেন ছাড়ার সময় | ট্রেন পৌঁছানোর সময় | ট্রেন যেদিন বন্ধ থাকবে |
---|---|---|---|
তিস্তা এক্সপ্রেস (৭০৭) | সকাল ৭ঃ৩০ মিনিট | সকাল ১০ঃ৩২ মিনিট | সোমবার |
জামালপুর এক্সপ্রেস (৭৯৯) | সকাল ১০ঃ০০ মিনিট | দুপুর ১ঃ০৫ মিনিট | রবিবার |
অগ্নিবিনা এক্সপ্রেস (৭৩৫) | সকাল ১১ঃ৩০ মিনিট | দুপুর ২ঃ৩৫ মিনিট | প্রতিদিন চলাচল করে |
মোহনগঞ্জ এক্সপ্রেস (৭৮৯) | দুপুর ১ঃ১৫ মিনিট | বিকাল ৪ঃ১০ মিনিট | বুধবার |
যমুনা এক্সপ্রেস (৭৪৫) | বিকাল ৪ঃ৪৫ মিনিট | রাত ৮ঃ৩২ মিনিট | প্রতিদিন চলাচল করে |
ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩) | সন্ধ্যা ৬ঃ১৫ মিনিট | রাত 9ঃ23 মিনিট | প্রতিদিন চলাচল করে |
হাওর এক্সপ্রেস (৭৭৭) | রাত ১০ঃ১৫ মিনিট | সকাল ১ঃ১৫ মিনিট | শুক্রবার |
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের তালিকা ২০২৫
এখন আমি আপনাদেরকে ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের তালিকা ২০২৫ সম্পর্কে জানাবো।
বর্তমান সময়ে ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য ট্রেন হচ্ছে সব থেকে জনপ্রিয়
একটি মাধ্যম। কারণ ট্রেন ভ্রমণ করা বাসের থেকে ভাড়া কম, অনেক আরামদায়ক ও দ্রুত
গন্তব্য স্থানে পৌঁছাতে পারে। এই রুটে আন্তঃনগর ট্রেনসহ বেশ কিছু লোকাল ট্রেনে
চলাচল করে থাকে।
যা যাত্রীদের কে সঠিক সময়ে তাদের গন্তব্য স্থানে পৌঁছে দেয়। তাই এই রুটে কোন
কোন ট্রেন গুলো চলাচল করে তার তালিকা সম্পর্কে আমাদের জানা জরুরী। কারণ এই তালিকা
জানা থাকলে সঠিক সময় অনুযায়ী যাত্রা করা সম্ভব হবে এবং যাত্রা অনেক সহজ ও
নিশ্চিন্তে করা যাবে। চলুন তাহলে দেরি না করে এই রুটে চলাচল করা উল্লেখযোগ্য
ট্রেনগুলোর তালিকা সম্পর্কে জেনে নেওয়া যাক।
ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়া ট্রেনের তালিকা ২০২৫
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের তালিকা ২০২৫ |
---|
তিস্তা এক্সপ্রেস (৭০৭) |
জামালপুর এক্সপ্রেস (৭৯৯) |
অগ্নিবিনা এক্সপ্রেস (৭৩৫) |
মোহনগঞ্জ এক্সপ্রেস (৭৮৯) |
যমুনা এক্সপ্রেস (৭৪৫) |
ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩) |
হাওর এক্সপ্রেস (৭৭৭) |
ঢাকা টু ময়মনসিংহ কমিউটার ট্রেনের সময়সূচী
প্রতিদিন অসংখ্য মানুষ ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেনে যাতায়াত করে থাকে। এই কথা
চিন্তা করে রেলওয়ে কৃতপক্ষ ঢাকা থেকে ময়মনসিংহ এই রুটের পাঁচটি কমিউটার ট্রেন
চালু রেখেছে। এই ট্রেনগুলোর জন্য যাত্রীরা তাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন সময়ে
ট্রেন নির্বাচন করে তাদের যাত্রা শুরু করে এবং গন্তব্য স্থানে সঠিক সময়ে পৌঁছাতে
পারে।
তাই এখন আমি চলাচল করা এই পাঁচটি কমিউটার ট্রেনের নাম আপনাদেরকে জানাবো। সেই সাথে
এই ট্রেনগুলোর আপডেট সময়সূচী সম্পর্কেও জানাবো। যাতে করে আপনারা আপনাদের যাত্রা
আরামের সাথে সহজ ভাবে ও ঝামেলা মুক্ত ভাবে করতে পারেন। তাই দেরি না করে চলুন জেনে
নেওয়া যাক এই কমিউটার ট্রেনগুলোর সকল তথ্য।
ঢাকা টু ময়মনসিংহ কমিউটার ট্রেনের সময়সূচী
ট্রেনের নাম ও নাম্বার | ট্রেন ছাড়ার সময় | গন্তব্য স্থানে পৌঁছানোর সময় | ট্রেন যে দিন বন্ধ থাকবে |
---|---|---|---|
দেওয়ানগঞ্জ কমিউটার | সকাল ৫ঃ৩৫ মিনিট | সকাল ৮ঃ০৫ মিনিট | প্রতিদিন চলাচল করে |
মহুয়া এক্সপ্রেস (৪৩) | সকাল ৮ঃ১০ মিনিট | দুপুর ২ঃ৫০ মিনিট | প্রতিদিন চলাচল করে |
বলাকা কমিউটার (৪৯) | সকাল ১০ঃ৪০ মিনিট | দুপুর ২ঃ৫০ মিনিট | প্রতিদিন চলাচল করে |
জামালপুর কমিউটার (৫১) | বিকাল ৩ঃ৩৫ মিনিট | রাত ১০ঃ২০ মিনিট | প্রতিদিন চলাচল করে |
ভাওয়াল এক্সপ্রেস (৫৬) | সন্ধ্যা ৭:৩০ মিনিট | সকাল ৪ঃ২৫ মিনিট | প্রতিদিন চলাচল করে |
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের ভাড়া তালিকা
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের ভাড়া তালিকা সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন।
ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেনের ভাড়া মূলত নির্ভর করে সেই ট্রেনের ক্লাস ও
সার্ভিসের ওপর। আপনি যদি শোভন চেয়ারে যান, তাহলে এর ভাড়া কম লাগবে। আর আপনি যদি
এসি বার্থ অথবা কেবিনে যান, তাহলে এর ভাড়া বেশি লাগবে।
ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য এই রুটে আন্তঃনগর ট্রেনসহ বেশ কিছু লোকাল ট্রেন
চলাচল করে থাকে। এই ট্রেনগুলোর ভাড়া সচরাচর একই রকম হয়ে থাকে। তবে সিটের ধরন
অনুযায়ী এর ভাড়া কম ও বেশি হয়। বর্তমানে এই রুটে চলাচল করা ট্রেনগুলোর কোন
সিটের কেমন ভাড়া চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়া ট্রেন ভাড়ার তালিকা
ট্রেনের নাম ও নাম্বার | শোভন | শোভন চেয়ার | ফাস্ট সিট | স্নিগ্ধা | এসি সিট | ফাস্ট বার্থ | এসি বার্থ | কমিউটার |
---|---|---|---|---|---|---|---|---|
তিস্তা এক্সপ্রেস (৭০৭) | ১২০ টাকা | ১৪৫ টাকা | ২২৫ টাকা | ২৭৬ টাকা | ৩৩৪ টাকা | ৩৮৪ টাকা | ৫৫১ টাকা | |
জামালপুর এক্সপ্রেস (৭৯৯) | ১২০ টাকা | ১৪৫ টাকা | ২২৫ টাকা | ২৭৬ টাকা | ৩৩৪ টাকা | ৩৮৪ টাকা | ৫৫১ টাকা | |
অগ্নিবিনা এক্সপ্রেস (৭৩৫) | ১২০ টাকা | ১৪৫ টাকা | ২২৫ টাকা | ২৭৬ টাকা | ৩৩৪ টাকা | ৩৮৪ টাকা | ৫৫১ টাকা | |
মোহনগঞ্জ এক্সপ্রেস (৭৮৯) | ১২০ টাকা | ১৪৫ টাকা | ২২৫ টাকা | ২৭৬ টাকা | ৩৩৪ টাকা | ৩৮৪ টাকা | ৫৫১ টাকা | |
যমুনা এক্সপ্রেস (৭৪৫) | ১২০ টাকা | ১৪৫ টাকা | ২২৫ টাকা | ২৭৬ টাকা | ৩৩৪ টাকা | ৩৮৪ টাকা | ৫৫১ টাকা | |
ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩) | ১২০ টাকা | ১৪৫ টাকা | ২২৫ টাকা | ২৭৬ টাকা | ৩৩৪ টাকা | ৩৮৪ টাকা | ৫৫১ টাকা | |
হাওর এক্সপ্রেস (৭৭৭) | ১২০ টাকা | ১৪৫ টাকা | ২২৫ টাকা | ২৭৬ টাকা | ৩৩৪ টাকা | ৩৮৪ টাকা | ৫৫১ টাকা | |
কমিউটার ট্রেন | ৮০ টাকা |
ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী
উপরে আমি ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি। এবার
আমি আপনাদেরকে ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে জানাবো। বর্তমান
সময়ে ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে বেশ কিছু ট্রেন চলাচল করছে। যাত্রীরা যেন
তাদের পছন্দ অনুযায়ী নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থানে পৌঁছাতে পারে।
এ জন্য রেলওয়ে কৃতপক্ষ এই রুটে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে ট্রেন
চলাচল চালু রেখেছে। যদি ট্রেনের সময়সূচী আপনাদের আগে থেকেই জানা থাকে, তাহলে এই
ট্রেনগুলোতে আপনি খুব সহজেই ঝামেলা ছাড়া সঠিক সময় অনুযায়ী যাত্রা করতে পারবেন।
চলুন এই সময়সূচি গুলো জেনে নেওয়া যাক।
ময়মনসিংহ থেকে ঢাকা ট্রেনের সময়সূচী
ট্রেনের নাম ও নাম্বার | ট্রেন ছাড়ার সময় | গন্তব্য স্থানে পৌঁছানোর সময় | ট্রেন যেদিন বন্ধ থাকবে |
---|---|---|---|
মোহনগঞ্জ এক্সপ্রেস (৭৯০) | রাত ১ঃ৩০ মিনিট | ভোর রাত ৪ঃ৫৫ মিনিট | বুধবার |
যমুনা এক্সপ্রেস (৭৪৬) | ভোর রাত ৪ঃ৩০ মিনিট | সকাল ৮ঃ০০ মিনিট | প্রতিদিন চলাচল করে |
ব্রক্ষপুত্র এক্সপ্রেস (৭৪৪) | সকাল ৮ঃ৫৫ মিনিট | দুপুর ১২ঃ১৫ মিনিট | প্রতিদিন চলাচল করে |
হাওর এক্সপ্রেস (৭৭৮) | সকাল ১০ঃ৩৪ মিনিট | দুপুর ১ঃ৫৫ মিনিট | শনিবার |
তিস্তা এক্সপ্রেস (৭০৮) | বিকাল ৫ঃ০৬ মিনিট | রাত ৮ঃ৩০ মিনিট | সোমবার |
অগ্নিবিনা এক্সপ্রেস (৭৩৬) | সন্ধ্যা ৭ঃ৪৮মিনিট | রাত ১০ঃ৫৫ মিনিট | প্রতিদিন চলাচল করে |
জামালপুর এক্সপ্রেস (৮০০) | রাত ৮ঃ৪০ মিনিট | রাত ১১ঃ৫৫ মিনিট | রবিবার |
ভাওয়াল এক্সপ্রেস (৫৬) | সকাল ৫ঃ২৫ মিনিট | সকাল ১১ঃ৪৫ মিনিট | প্রতিদিন চলাচল করে |
জামালপুর কমিউটার (৫২) | সকাল ৭ঃ২৫ মিনিট | সকাল ১১ঃ২০ মিনিট | প্রতিদিন চলাচল করে |
বলাকা কমিউটার (৫০) | দুপুর ১ঃ৩৫ মিনিট | বিকাল ৫ঃ২০ মিনিট | প্রতিদিন চলাচল করে |
দেওয়ানগঞ্জ এক্সপ্রেস (৪৮) | দুপুর ৩ঃ২৬ মিনিট | সন্ধ্যা ৭ঃ২০ মিনিট | প্রতিদিন চলাচল করে |
মাওয়া এক্সপ্রেস (৪৪) | বিকাল ৫ঃ১৫ মিনিট | রাত ৯ঃ২০ মিনিট | প্রতিদিন চলাচল করে |
ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের তালিকা ২০২৫
ময়মনসিংহ থেকে ঢাকা প্রতিদিন বিভিন্ন সময়ে বেশ কিছু ট্রেন এই পথে চলাচল করে
থাকে। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে রেলওয়ে কৃতপক্ষে প্রতিদিন
সকাল থেকে রাত পর্যন্ত এই রুটে ট্রেন চালু রেখেছে। যেন যাত্রীরা তাদের সুবিধা মত
এবং সময়মতো যাত্রা করতে পারে এবং সঠিক সময়ে গন্তব্য স্থানে পৌঁছাতে
পারে। বর্তমান সময়ে ময়মনসিংহ থেকে ঢাকা এই রুটে আন্তঃনগর ট্রেন সহ বেশ
কিছু লোকাল ট্রেন চলাচল করে থাকে। চলুন এই রুটের ট্রেনের তালিকা
সম্পর্কে জেনে নিই।
ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের তালিকা ২০২৫
ময়মনসিংহ টু ঢাকা ট্রেন তালিকা |
---|
মোহনগঞ্জ এক্সপ্রেস (৭৯০) |
যমুনা এক্সপ্রেস (৭৪৬) |
ব্রক্ষপুত্র এক্সপ্রেস (৭৪৪) |
হাওর এক্সপ্রেস (৭৭৮) |
তিস্তা এক্সপ্রেস (৭০৮) |
অগ্নিবিনা এক্সপ্রেস (৭৩৬) |
জামালপুর এক্সপ্রেস (৮০০) |
ভাওয়াল এক্সপ্রেস (৫৬) |
জামালপুর কমিউটার (৫২) |
বলাকা কমিউটার (৫০) |
দেওয়ানগঞ্জ এক্সপ্রেস (৪৮) |
মাওয়া এক্সপ্রেস (৪৪) |
ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের ভাড়া
আপনারা অনেকেই ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের ভাড়া কত জানতে চেয়েছিলেন। তাই আমি
নিচে বর্তমান ২০২৫ সালের সর্বশেষ আপডেট রেলের ভাড়া কত সে সম্পর্কে বিস্তারিত
জানিয়েছি। আশা করছি। এই তথ্য আপনার সিংহ থেকে ঢাকা রেল যাত্রাকে সহজ ও আরামদায়ক
করে তুলবে।
ময়মনসিংহ থেকে ঢাকা ট্রেন ভাড়ার তালিকা
সিটের ধরন | টিকিটের মূল্য |
---|---|
শোভন | ১২০ টাকা |
শোভন চেয়ার | ১৪৫ টাকা |
ফাস্ট সিট | ২২৫ টাকা |
স্নিগ্ধা | ২৭৬ টাকা |
এসি সিট | ৩৩৪ টাকা |
ফাস্ট বার্থ | ৩৮৪ টাকা |
এসি বার্থ | ৫৫১ টাকা |
কমিউটার | ৮০ টাকা |
ঢাকা টু ময়মনসিংহ কত কিলোমিটার
আপনারা ঢাকা টু ময়মনসিংহ কত কিলোমিটার জানতে চেয়েছেন। আপনি যদি ঢাকা থেকে
ময়মনসিংহ সড়ক পথ দিয়ে বাসে অথবা প্রাইভেট কারে যান, সেক্ষেত্রে এর দূরত্ব
পড়বে প্রায় ১১৩ কিলোমিটার। আর আপনি যদি রেল পথ দিয়ে ঢাকা থেকে ময়মনসিংহ যান
তাহলে এর দূরত্ব পড়বে প্রায় ১২৩ কিলোমিটার। আশা করছি আমার এই তথ্য থেকে আপনি
ঢাকা থেকে ময়মনসিংহ কত কিলোমিটার জানতে পেরেছেন। এছাড়াও আপনি চাইলে উপরে গিয়ে
ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কেও জেনে আসতে পারে।
শেষ কথাঃ ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী
আমি আমার আর্টিকেলের মধ্যে ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী সর্বশেষ আপডেট
তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এর পাশাপাশি ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের ভাড়া
তালিকা, ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের তালিকা
২০২৫ এর সব তথ্য আপনাদেরকে জানিয়েছি। আশাকরছি আমার এই আর্টিকেলটি থেকে আপনি ঢাকা
থেকে ময়মনসিংহ এবং ময়মনসিংহ থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া সহ সকল তথ্য
জানতে পেরেছেন।
আপনি যদি আমার এই আর্টিকেলটি থেকে উপকৃত হন। তাহলে আপনি আপনার পরিচিত মানুষদের
কাছে এই আর্টিকেলটি শেয়ার করবেন। এছাড়াও আমার এই আর্টিকেলটি নিয়ে আপনার যদি
কোন প্রশ্ন বা মতামত থাকে অথবা আপনি যদি নতুন কোন তথ্য জানতে চান? তাহলে নিচে
থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা মূলত পরিবহন সম্পর্কিত তথ্যসহ আরো
নানা দরকার তথ্য আমাদের ব্লগে প্রকাশ করে থাকি। তাই সর্বশেষ আপডেট পেতে চাইলে
অবশ্যই আমাদের ব্লগটি ফলো দিয়ে রাখবেন।
অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url