রাজশাহী টু রংপুর বাসের সময়সূচী ও ভাড়ার তালিকা

রাজশাহী টু রংপুর বাসের সময়সূচী সহ ভাড়ার তালিকা এবং কাউন্টারের নাম্বার আমার এই আর্টিকেলের মধ্যে পাবেন। এছাড়াও আপনি রাজশাহী থেকে ছেড়ে যাওয়া সকল রুটের বাসের সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে জানতে পারবেন।
রাজশাহী-টু-রংপুর-বাসের-সময়সূচী
আপনি যদি রাজশাহী থেকে ছেড়ে যাওয়া সকল বাসের সময়সূচী ও ভাড়ার তালিকা, বাস কাউন্টারের মোবাইল নাম্বার এবং অগ্রিম টিকিট কাটতে চান। তবে অবশ্যই আমার এই পোস্ট ভালোভাবে পড়বেন। তাহলে খুব সহজে আপনি বাসের টিকিট কাটতে পারবেন এবং কোন সময় কোন বাস ছাড়ে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

পেজ সূচিপত্রঃ রাজশাহী টু রংপুর বাসের সময়সূচী

রাজশাহী টু রংপুর বাসের সময়সূচী

রাজশাহী টু রংপুর বাসের সময়সূচী সহ রাজশাহী থেকে রংপুরে কোন কোন বাস যায়, কোন বাসের ভাড়া কত এই বিষয়ে এখন আমি আপনাদেরকে সব তথ্য জানাবো। তার সাথে এই রুটে চলাচল করা বাস কাউন্টারের নাম্বার আপনাদের দিবো। যাতে করে আপনারা খুব সহজেই রাজশাহী থেকে রংপুর যাওয়ার জন্য অগ্রিম বাসের টিকিট কাটতে পারেন। নিচে এই সকল তথ্য সুন্দর করে সাজিয়ে দিলাম যাতে করে আপনি খুব সহজেই সকল তথ্য জানতে পারেন।
  • আনিকুর পরিবহন সকাল ৫:৩০ মিনিটে রাজশাহী থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয়। এটার ভাড়া ৪৮০ টাকা। যেতে সময় লাগবে ৫ ঘন্টা প্লাস কিছু সময়।
  • আদনান ট্রাভেলস সকাল ৬:৪০ মিনিটে রাজশাহী থেকে রংপুরের উদ্দেশ্যে প্রথম টিপ রওনা দেয়। এটার আরেকটি বাস দশটা চল্লিশে রংপুরের উদ্দেশ্যে যায় এটার ভাড়া। ৪৫০ থেকে ৫০০ টাকার মতো। রাজশাহী থেকে রংপুর ২৫৬ কিলোমিটার পথ যেতে সময় লাগবে পাঁচ ঘন্টা মত।
  • আগমন এক্সপ্রেস সকাল ১০ঃ৩০ মিনিটে রাজশাহী থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয়। এর আরেকটি বাস ১:৫০ মিনিটে রাজশাহী থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয়। এই বাসের ভাড়া ৪৮০ টাকা। ২৫৬ কিলোমিটার পথ যেতে সময় লাগে পাঁচ ঘন্টার একটু বেশি। এই বাসের যদি আপনি অগ্রিম টিকিট কাটতে চান তাহলে ০১৭১৯০০২৯৮৭ নম্বরে যোগাযোগ করতে পারেন। অথবা রাজশাহী কাউন্টারের নাম্বার ০১৭৪৫৫৬০৬৯৬।
  • বসুন্ধরা পরিবহন দুপুর ১২:৩০ মিনিটে রাজশাহী থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয়।
  • অনিন্দ্য এক্সপ্রেস রংপুর যাওয়ার ভাড়া ৪৫০ থেকে ৪৮০ টাকা। এই গাড়ী দুপুর ২:০৯ মিনিটে রাজশাহী থেকে ছাড়ে।
  • জে কে বগুড়া এক্সপ্রেস দুপুর ৩টায় একটা বাস এবং বিকেল ৪:৪৫ মিনিটে আরেকটি বাস রংপুরের উদ্দেশ্যে রাজশাহী থেকে যাত্রা শুরু করে। এই বাসের টিকিট আপনি রাজশাহী ভদ্রা টিকিট কাউন্টার থেকে কাটতে পারবেন অথবা রাজশাহী রেল স্টেশনে পাশে টিকিট কাউন্টারে খুব সহজেই পেয়ে যাবেন।
  • আতাউল্লাহ এক্সপ্রেস রাজশাহী থেকে রংপুরে যাই বিকেল ৪:১৫ মিনিটে।
  • সেঞ্চুরি পরিবহন দুপুর ৩:৪৫ মিনিটে রংপুরের উদ্দেশ্যে রাজশাহী থেকে রওনা দেয়।
আমি উপরে যে বাসের নামগুলো বললাম এই বাসগুলো মূলত রাজশাহী থেকে রংপুর রুটে চলাচল করে। এ গুলো ছারাও আরও ১৫টি বাস দিনে রাজশাহী রংপুর রোডে চলাচল করে। আপনি এই বাসগুলো ছাড়াও যদি অন্য বাসে যেতে চান তাহলে রাজশাহী রেল স্টেশন অথবা ভদ্রার মোড়ে কিছু টিকিট কাউন্টার আছে সেই কাউন্টার গুলোতে যোগাযোগ করতে পারেন।

সাধারণত এই বাশের ভাড়া ৪৫০ থেকে ৪৮০ টাকা হয়ে থাকে। এটা মূলত বাসের কোয়ালিটির উপর নির্ভর করে দাম একটু কম বেশি হয়। রাজশাহী ও রংপুর রুটে চলাচল করা বাসগুলোর স্টাফ প্রতিদিন একই থাকে। আপনি চাইলে স্টাফের সাথে যোগাযোগ করে টিকিট কনফার্ম করতে পারেন। তাই আপনাদের সুবিধার্থে আমি এই স্টাফদের নাম্বার নিচে দিচ্ছিঃ

রাজশাহী টু রংপুর বাসের স্টাফদের মোবাইল নাম্বার

  • আগমন এক্সপ্রেস যোগাযোগ নাম্বার ০১৭১৯০০২৯৮৭ অগ্রিম টিকিট কাটতে চাইলে এই নাম্বারে কল দিবেন। আর আগমন এক্সপ্রেস এর রাজশাহী কাউন্টার এর নাম্বার হচ্ছে ০১৭৪৫৫৬০৬৯৬।
  • জে কে বগুড়া এক্সপ্রেস অগ্রিম টিকিট কাটতে চাইলে ০১৭১৯২৪৮১১৭ এই নাম্বারে যোগাযোগ করবেন।
  • সেঞ্চুরি পরিবহন যোগাযোগ নাম্বার ০১৭১৭৩৭০৮৩৫।
  • বসুন্ধারা পরিবহন রংপুর রাজশাহী রোড যোগাযোগ নাম্বার ০১৭১৪৯৪৮০২৮।

রংপুর থেকে রাজশাহী বাস ভাড়া কত

রংপুর থেকে রাজশাহী বাস ভাড়া ৪৮০ টাকা। রংপুর টু রাজশাহী বাসের সময়সূচী ভাড়ার তালিকা এবং তাদের যোগাযোগ নাম্বার এখন আমি আপনাদেরকে জানাবো। যাতে করে আপনি খুব সহজেই রংপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাওয়া বাসের টিকিট অগ্রিম কিনতে পারেন।

আগমন এক্সপ্রেস সময়সূচী ভাড়া এবং যোগাযোগ নাম্বার
গাড়ি ছাড়ার সময় ভাড়া যোগাযোগ নাম্বার
সকাল ৫:৪৫ মিনিট ৪৮০ টাকা ০১৯৫১৭৩৯৬৫০
সকাল ৭ঃ৩৫ মিনিট ৪৮০ টাকা ০১৯৫১৭৩৯৬৫১
অন্যান্য সময়ে ৪৮০ টাকা অগ্রিম টিকিট কাটতে= ০১৭১৯০০২৯৮৭ রাজশাহী কাউন্টারের নাম্বার = ০১৭৪৫৫৬০৬৯৬

বসুন্ধরা পরিবহন সময়সূচী ভাড়া এবং যোগাযোগ নাম্বার
গাড়ি ছাড়ার সময় ভাড়া যোগাযোগ নাম্বার
সকাল ৬:১০ মিনিট ৪৮০ টাকা ০১৭৪৫২২৯৪৭৬
সকাল ৭:৫৯ মিনিট ৪৮০ টাকা ০১৭১৪৯৪৮০২৮
অন্যান্য সময়ে ৪৮০ টাকা অগ্রিম টিকিট কাটতে= ০১৭১৯১৬৫৬১৫

সেঞ্চুরি পরিবহন সময়সূচী ভাড়া এবং যোগাযোগ নাম্বার
গাড়ি ছাড়ার সময় ভাড়া যোগাযোগ নাম্বার
সকাল ৯:৪৫ মিনিট ৪৮০ টাকা ০১৭১৭৩৭০৮৩৫
সকাল ৪৮০ টাকা ০১৭১৭৩৭০৮৩৫
অন্যান্য সময়ে ৪৮০ টাকা অগ্রিম টিকিট কাটতে= ০১৭১৬২০৫১৮৭

জে কে স্পেশাল সময়সূচী ভাড়া এবং যোগাযোগ নাম্বার
গাড়ি ছাড়ার সময় ভাড়া যোগাযোগ নাম্বার
সকাল ৮:৪০ মিনিট ৪৮০ টাকা ০১৭১৬১০৪০১৭
সকাল ১০:২০ মিনিট ৪৮০ টাকা ০১৭১৬১০৪০১৮
অন্যান্য সময়ে ৪৮০ টাকা অগ্রিম টিকিট কাটতে= ০১৭১৯২৪৮১১৭

বিআরটিসি সময়সূচী ভাড়া এবং যোগাযোগ নাম্বার
গাড়ি ছাড়ার সময় ভাড়া যোগাযোগ নাম্বার
সকাল ৯:20 মিনিট ৪৫০-৪৮০ টাকা এসি ০১৭১৬১৮৬৩৯৩
সকাল ৮:১০ মিনিট ৪৫০টাকা ০১৭১৭৩৯৫৪৯৭
সকাল ১০:৫০ মিনিট ৪৫০-৪৮০ টাকা ০১৭৮৯৫২৪৪৭৩ - ০১৭৯০৩৫৬৫৬৫
গাড়ির নাম গাড়ি ছাড়ার সময় গাড়ির ভাড়া যোগাযোগ নাম্বার
দ্বীপ বিকাল ৪:15 মিনিট ৪৮০ টাকা ০১৭১৬৪৭২২১৩
সামির চয়েস বিকাল ২ টা ১৫ মিনিট ৪৮০ টাকা ০১৭৬৫৩৯১৫৯১
সেতু বিকাল ৩:৪৫ মিনিট ৪৮০ টাকা ০১৩২৩১৮২৬১৪
পথের সাথী বিকাল ২:৪৫ মিনিট ৪৮০ টাকা ০১৭৬৫৩৯১৫৯১
আলী বিকাল ৩টায় ৪৮০ টাকা ০১৭৫৯২৩৪২৮২
অনিন্দ্য রংপুর থেকে রাজশাহী ৪৮০ টাকা ০১৭৩৬৫৮৫৭৬৪

রাজশাহী টু নিতপুর বিআরটিসি বাসের সময়সূচী

রাজশাহী টু নিতপুর বিআরটিসি বাসের সময়সূচী সহ এই বাসের ভাড়া এবং এই বাসের টিকিট কাটার জন্য কাউন্টার নাম্বার আপনাদেরকে দিবো। যাতে করে আপনারা খুব সহজেই রাজশাহী থেকে নিতপুর বিআরটিসি বাসে যেতে পারেন এবং টিকিট কাটতে পারেন। নিচে এই বাসের ভাড়া, নাম্বার ও গাড়ি ছাড়ার সময় উল্লেখ করা হলো।

বাসের নাম যাত্রা শুরুর সময় গাড়ির ভাড়া যোগাযোগ নাম্বার
বিআরটিসি/ননএসি সকাল ৬:২০ মিনিট ৩২৫ টাকা কুমারপাড়া কাউন্টার নাম্বার ০১৭১২৯৯৬৬৩৭
বিআরটিসি/এসি সকাল ৭:৪৫ মিনিট ৪১৫ টাকা কুমারপাড়া কাউন্টার নাম্বার ০১৭১১৩০১৫৮৬
বিআরটিসি/ননএসি দুপুর ১:৪০ মিনিট ৩২৫ টাকা রেলগেট কাউন্টার নাম্বার ০১৭১২১৫৮৮৯০
বিআরটিসি/ননএসি রাত ৮:২০ মিনিট ৩২৫ টাকা রাজশাহী বিন্দুরমোড় কাউন্টার নাম্বার ০১৯৬৭২৪৪১৩৩

রাজশাহী টু বরিশাল বাসের সময়সূচী

রাজশাহী টু বরিশাল বাসের সময়সূচী এখন আমি আপনাদেরকে বলবো এবং তার সাথে বাসের ভাড়া বাসের নাম এবং তাদের যোগাযোগ নাম্বার উল্লেখ করব যাতে আপনারা খুব সহজেই বাসায় বসে রাজশাহী থেকে বরিশাল যাওয়ার জন্য টিকিট কাটতে পারেন এবং কোন সময় কোন বাস চলে সে বিষয়ে যেন জানতে পারেন।

রাজশাহী টু সাপাহার বাসের সময়সূচী

বাসের নাম যাত্রা শুরুর সময় গাড়ির ভাড়া যোগাযোগ নাম্বার
বিআরটিসি এসি রাজশাহী আলুপট্টি থেকে সকাল ৭:৪৫ মিনিটে গাড়ি ছাড়বে ৪২৯ টাকা ০৭৩১-৬৪৭৬৮

রাজশাহী টু পাঁচবিবি বাসের সময়সূচী

বাসের নাম যাত্রা শুরুর সময় গাড়ির ভাড়া যোগাযোগ নাম্বার
বিআরটিসি রাজশাহী, আলুপট্টি থেকে বিকাল ৩:০০ মিনিটে গাড়ি ছাড়বে ৩০১ টাকা ০৭৩১-৬৪৭৬৮

রাজশাহী টু মুজিবনগর বাসের সময়সূচী

বাসের নাম যাত্রা শুরুর সময় গাড়ির ভাড়া যোগাযোগ নাম্বার
বিআরটিসি টাটা রাজশাহী, আলুপট্টি থেকে দুপুর ২:৪৫ মিনিটে গাড়ি ছাড়বে ৪১১ টাকা ০৭৩১-৬৪৭৬৮

রাজশাহী টু নওগাঁ বাসের সময়সূচী

বাসের নাম গাড়ি ছাড়ার সময় গাড়ির ভাড়া যোগাযোগ নাম্বার
বিআরটিসি টাটা তালাইমারী থেকে ৬:৪৫ মিনিট গাড়ি ছাড়বে। ২৬৪ টাকা ০৭৩১-৬৪৭৬৮
বিআরটিসি এসি তালাইমারি থেকে সকাল ৯ঃ৩০ মিনিটে গাড়ি ছাড়বে ২৬৪ টাকা ০৭৩১-৬৪৭৬৮
বিআরটিসি এসি  থেকে দুপুর ২:৩০ মিনিটে গাড়ি ছাড়ে ২৬৪ টাকা ০৭৩১-৬৪৭৬৮
বিআরটিসি এসি তালিমারি থেকে বিকাল ৪:৪০ মিনিটে গাড়ি ছাড়ে ২৬৪ টাকা ০৭৩১-৬৪৭৬৮

রাজশাহী টু আমুয়া বিআরটিসি বাসের সময়সূচী

বাসের নাম গাড়ি ছাড়ার সময় গাড়ির ভাড়া যোগাযোগ নাম্বার
বিআরটিসি রাজশাহী, তালাইমারি থেকে সকাল ৭:২০ মিনিটে আমুয়ার উদ্দেশ্যে রওনা দেয় ৯১৪ টাকা ০৭৩১-৬৪৭৬৮
বিআরটিসি ০৭৩১-৬৪৭৬৮
বিআরটিসি ০৭৩১-৬৪৭৬৮
বিআরটিসি ০৭৩১-৬৪৭৬৮

রাজশাহী টু রহনপুর বাসের সময়সূচী

রাজশাহী থেকে রহনপুর যাওয়ার বাসের নাম, এই বাসের ভাড়া, গাড়ি ছাড়ার সময় এবং বাসের যোগাযোগ নাম্বার সুন্দরভাবে আপনাদের সুবিধার জন্য নিচে দিলাম। আপনারা যেন সহজে টিকিট কাটতে পারেন এবং তাদের সময়সূচী সম্পর্কে জানতে পারেন।

বাসের নাম গাড়ি ছাড়ার সময় গাড়ির ভাড়া যোগাযোগ নাম্বার
বিআরটিসি ননএসি রাজশাহী থেকে বিকাল ৩:১৫ মিনিটে রহনপুর উদ্দেশ্যে রওনা দেয় ২২৮ টাকা ০১৮৭৮-২৭১৮৩৪
বিআরটিসি রাজশাহী থেকে সকাল ৬:৩০ মিনিটে রহনপুর ২২৮ টাকা ০১৮৭৮-২৭১৮৩৪
বিআরটিসি ০১৮৭৮-২৭১৮৩৪
বিআরটিসি ০১৮৭৮-২৭১৮৩৪

রাজশাহী টু জয়পুরহাট বাসের সময়সূচী

আমি একটি তালিকা করে দিচ্ছি যেখানে রাজশাহী থেকে জয়পুরহাটে যাওয়ার সকল বাসের নাম, গাড়ি ছাড়ার সময়, সেখানকার ভাড়া এবং বাস কাউন্টারের যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে। আপনারা খুব সহজেই সেখানে কল করে অগ্রিম টিকিট কেটে নিতে পারবেন এবং বাস সংক্রান্ত সকল তথ্য তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন।

বাসের নাম গাড়ি ছাড়ার সময় গাড়ির ভাড়া যোগাযোগ নাম্বার
বিআরটিসি ননএসি রেলগেট থেকে বিকাল ৩:০০ গাড়ী ছাড়ে
বরেন্দ্র ২:৩০ মিনিটে এবং আরেকটি ৩:১৫ তে যাত্রা শুরু করে 01791-237043/01919105576
নক্সি পদ্মা সকাল ৭:৪০ মিনিটে  যাত্রা শুরু করে 01791-237043/01919105576
শ্রাবন্তী সকাল ৮:৩০ মিনিট গাড়ী ছাড়ে 01791-237043/01919105576

রাজশাহী টু পাবনা বাসের সময়সূচী

আপনারা অনেকেই রাজশাহী থেকে পাবনা যাওয়ার জন্য বাসের সময় সম্পর্কে জানেন না। সেখানে যেতে বাসে কত টাকা ভাড়া লাগে, কয়টার সময় বাস ছাড়ে, কখন কখন এই বাস যায় সে সম্পর্কে কোন ধারণা নেই। চিন্তার কোন কারণ নেই, এখন আমি রাজশাহী থেকে পাবনা যাওয়া বাসের সময়সূচী সহ বাস ভাড়া এবং কাউন্টার নাম্বার আপনাদের সাথে আলোচনা করবো। এতে আপনারা বাস সংক্রান্ত যত তথ্য সব জানতে পারবেন। নিচে বাস কাউন্টারের নাম্বার দেওয়া থাকবে, সে কাউন্টারে যোগাযোগ করে অগ্রিম আপনি টিকিটও কাটতে পারবেন।

বাসের নাম গাড়ি ছাড়ার সময় গাড়ির ভাড়া যোগাযোগ নাম্বার
বিআরটিসি ননএসি রাজশাহী, রেলগেট থেকে সকাল ৮:৪০ মিনিটে পাবনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ২৪০-২৫০ টাকা কুমারপাড়া ০১৭১১৩০১৫৮৬/০১৭১২৯৯৬৬৩৭
বিআরটিসি ননএসি রেলগেট থেকে সকাল ৯:৩৯ মিনিট  গাড়ি ছাড়ে ২৪০-২৫০ টাকা রেলগেট ০১৭১২১৫৮৮৯০
বিআরটিসি ননএসি রাজশাহী রেলগেট থেকে বিকাল ৪ঃ২০ মিনিটে পাবনার উদ্দেশ্যে রওনা দেয় ২৪০-২৫০ টাকা উপরের নাম্বার গুলো

রাজশাহী টু খুলনা বাসের সময়সূচী

রাজশাহী থেকে খুলনা যাওয়ার বাসের সময়সূচী তার ভাড়া এবং বাসের নাম্বার নিচে দিলাম।

বাসের নাম গাড়ি ছাড়ার সময় গাড়ির ভাড়া যোগাযোগ নাম্বার
চাঁপাই এক্সপ্রেস নন এসি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাত ৮:০০ টায় খুলনার উদ্দেশ্যে রওনা দেয় ২৪০-২৫০ টাকা

রাজশাহী টু বগুড়া বিআরটিসি বাসের সময়সূচী

নিচে আমি রাজশাহী থেকে বগুড়ার উদ্দেশ্যে বিআরটিসি বাস যাওয়ার সময়সূচী এবং এর ভাড়া তার সাথে বিআরটিসি বাস কাউন্টারের যোগাযোগ নাম্বার উল্লেখ করলাম। এতে করে আপনারা বিআরটিসি বাস সংক্রান্ত সকল তথ্য খুব সহজেই জানতে পারবেন এবং যেকোন সমস্যায় তাদের কাউন্টার নাম্বারে কল দিয়ে জেনে নিতে পারবেন।

বাসের নাম গাড়ি ছাড়ার সময় গাড়ির ভাড়া যোগাযোগ নাম্বার
বিআরটিসি এসি রাজশাহী থেকে সকাল ৯:১০ মিনিটে বগুড়া উদ্দেশ্যে যাত্রা শুরু করে কুমারপাড়া ০১৭১৩০১৫৮৬/০১৭১২৯৯৬৬৩৭
বিআরটিসি এসি রাজশাহী থেকে বিকাল ৩:৪০ মিনিট বগুড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাজশাহী, রেলগেট ০১৭১২১৫৮৮৯০/০১৭৩৫৭৫৮৫৬৯

রাজশাহী বাস কাউন্টারের মোবাইল নম্বার

এখন আমি আপনাদেরকে রাজশাহী বাস কাউন্টারের নাম্বার দিবো। যাতে করে আপনারা খুব সহজেই বাসায় বসে অগ্রিম বাসের টিকিট কাটতে পারেন এবং আপনার যাত্রা শুরু করতে পারেন। এছাড়াও রাজশাহী বাস সংক্রান্ত সকল তথ্য জানতে আপনি এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন।
রাজশাহী-টু-রংপুর-বাসের-সময়সূচী
রাজশাহী বাস কাউন্টারের নাম রাজশাহী বাস কাউন্টারের নাম্বার
দেশ ট্রাভেলস ০১৭৬২৬৮৪৪১৫
ন্যাশনাল ট্রাভেলস ০১৭১৩২২৮২৮৩
বিআরটিসি ০১৭১২১৫৮৮৯০/০১৭৩৫৭৫৮৫৬৯
হানিফ এন্টারপ্রাইজ ০১৭১৩২০১৭০০
গ্রামীণ ট্রাভেলস ০১৭১৭৯৭৮৪০৮
একতা পরিবহন ০১৪০৭০২২০২৬
শ্যামলী পরিবহন ০১৯৭৯৩১৭৩১৮

শেষ কথাঃ রাজশাহী টু রংপুর বাসের সময়সূচী

রাজশাহী টু রংপুর বাসের সময়সূচী সম্পর্কে আমার এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করেছি। সেই সাথে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া সকল বাসের সময়সূচী ও ভাড়া নিয়েও বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আমার এই তথ্যভিত্তিক আর্টিকেলটি পড়ে আপনি রাজশাহী রুটে চলাচল করা সকল বাসের সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

আমার এই আর্টিকেলটি পড়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং তাদেরকেও জানার সুযোগ করে দিবেন। এছাড়াও আমার এই আর্টিকেলটি নিয়ে যদি আপনার কোন প্রশ্ন বা মতামত থাকে অথবা আপনি যদি নতুন কোন বিষয় জানতে চান। তাহলে সেটা আমাদের নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনি যে বিষয়ে জানতে চান সেই বিষয় সম্পর্কে সঠিক তথ্য আপনাকে দেওয়ার।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url